নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউন্ডুলে

নিঃসঙ্গ তারা

সাধারণ একজন মানুষ

নিঃসঙ্গ তারা › বিস্তারিত পোস্টঃ

পোস্ট কোড - 0000

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

প্রিয় আলো,
এই পাওয়া না পাওয়ার দেন দরবারের দিনে তোমায় দেখার শক্তি, মুহুর্মুহু মুহ্যমান। ক্রমেই ক্ষীণ হতে থাকা তোমার অস্তিত্বে ধীরে ধীরে অন্ধকার প্রতীয়মান। আগে তোমায় টের পাওয়া যেত চোখ বুজে থেকেই কিন্ত এখন, এই করুণ শীতে তোমায় অনুভব করবার শক্তি দিনে দিনে কমে যেতে শুরু করেছে। তোমার সঙ্গ যে আর সবসময় পাওয়া যাবে না, তা প্রমানিত।

একাকিত্ব বড্ড আজব জিনিস। দেখো, তোমার উপস্থিতি থাকা অবস্থায় যখন ভেবে নেওয়া একাকিত্বকে আপন করে পথ হাটার প্রস্তুতি চলে তখনও তুমিই পাশে ছিলে, অথচ কত সহজে তোমায় পাশ কাটিয়ে সেই একাকিত্বকেই এক সময় তোমার আলোয় আলোকিত করে ভেবে নিয়েছিলাম 'এই ই তো', আচ্ছা ব্যাপার না। কিন্ত এখন তোমার আলো যখন অন্ধকার, তখন ধীরে ধীরে সেই অন্ধকারের গ্রাসে একাকিত্বতা বড্ড নির্মম, হিংস্র আর করুণ। এই নতুন অন্ধকারের একাকিত্ব এতটা প্রগাঢ় হয়ে যে অনুভূত হয়, সেটার বিপরীতে আমার দাড়িয়ে থাকা অনেকটাই কাকতাড়ুয়ার মত। তবু যাই হোক এতদিনের এই শুভ্র আলোয় মোড়ানো স্মৃতিগুলো যে অবশেষে অন্ধকারে ডুবে গিয়ে বুকটায় হালকা হয়ে থিতু হয়েছে তার জন্য একাকিত্বটা একটু হলেও নতুন, আর নতুনদের নিয়ে ভাবনার সময় কোথায়! বলো?

আঁধারে হারিয়ে যাওয়া আলোয় তোমার উপস্থিতি খোঁজা নিরর্থক। এই গভীর অন্ধকারে ডুবে নতুন ভাবে আবিষ্কৃত একাকিত্বের সাথে ম্লান হয়ে যাওয়াটাই, শ্রেয়। তবে, অন্ধকারেও তোমার তীব্রতা অনুভূত শুরু হওয়ার আগেই, অতি দ্রুত এই একাকিত্বকে আপন করে মিলিয়ে যাবো নিকশ কোন কোণে, সে ব্যাপারে তুমি চিন্তা কোরো না। ভালো থাকো নিরন্তর। আবার কখনো কথা হলে হয়তো তোমার তীব্রতাই প্রাপক হবে, তুমি নও।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: আবেগ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.