![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোকে নিয়ে সমুদ্র দেখা হয় নি এখনো,জানিস?
সমুদ্রের উপর ভেসে ভেসে মিটমিট করে জ্বলতে থাকা নৌকোর সলতের লাল আলোটাকেও,
ছুয়ে দেখা হয় নি আমাদের।
ছুয়ে দেখা হয় নি সকালের সেই নীল শামুকটাকেও।
সারি সারি ঝাউ গাছের সবুজ রঙের শিরা উপশিরায় বিক্ষিপ্ত পাতাগুলোকেও,
কাছে থেকে স্পর্শ করা হয় নি এখনো!
তোর কি দেখতে ইচ্ছে হয় না রে,
ঠিক সন্ধ্যে বেলাটায় সূর্যের ছিটিয়ে পড়া রক্তে রঞ্জিত লবনাক্ত পানিটার মায়াবী চেহারাটা?
ঠিক রাতের বেলায় চাদের আলোয় চিকচিক করতে থাকা পানির শুভ্র সাদা চেহারাটা?
শুনতে ইচ্ছা করে না, পাহড়ের বুকে ঝি ঝি পোকার ডাকের সাথে স্রোতের বয়ে যাওয়া শব্দটার মিশেলটা?
তোকে নিয়ে সমুদ্র দেখার ইচ্ছেটা কবে থেকে প্রচন্ড হলো জানা নেই।
তোকে নিয়ে পাহাড়ের সবুজে হারিয়ে যাওয়ার ইচ্ছেটা প্রকান্ড হলো কবে থেকে মনে নেই।
তুই যাবি?
যাবি আমার সাথে?
সারা রাত তারাদের সাথে গল্প হবে, সেই শুভ্র সাদার আলোয় তোর দিকে চেয়ে থাকবো অনেক্ষন
তোর হাসির শব্দে স্রোতগুলো ভেংগে পড়বে একের পর এক
ঠিক সকালের সূর্যটায় তোকে আবিষ্কার করবো আরো নতুন এক ভাবে।
কথা দে, আসবি তো??
১১.০৯.১৮
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪১
নিঃসঙ্গ তারা বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪১
নিঃসঙ্গ তারা বলেছেন: দাদা, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।