| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের দরজা খুলতেই শুনলাম স্বপ্নের আত্থচিক্কার যা প্রকাশ্যে
বলা মোটেও নিরাপদ নয় ,
তবুও ব্লগ এর মত প্রকাশনা পেয়ে সাহসের মাএাটা শূন্য থেকে সামনে
বাড়তে শুরু করেছে ! যদিও পুরটা লিখতে পারব কিনা সন্দেহ আছে !!
[১] যখন স্কুলে পড়তাম তখন স্যারের মারের ভয়ে পড়া শিখতাম ,
পড়া শিখতে গিয়ে মনে মনে প্রশ্ন করতাম
অমুক স্যারের মিত্যু কেন হয়না ? ভাবতাম স্যারের মিত্যু হলে
পড়া শিখার মত যন্ত্রনা থেকে মুক্তি পেতাম !!
উল্লেখ্য আমাদের স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার যে স্যারটি ছিল সে
অনেখ কড়া এবং বাস্তবতার সাথে মিলিয়ে আমাদের পরিচ্ছন্ন ভাবে শিক্ষাদান করতেন । সে আমাদেরকে কোর'আনের ছোট ছোট সুরা থেকে শুরু করে
নামাজ পড়ার জন্য যা যা দরকার শিখাতেন ।
মাঝে মাঝে ভাবতাম স্যরটা আসার আগে স্কুল ত্যগ করি !
দৃতীয় দিন আসলে মার খেতে হবে ভেবে শান্ত হয়ে পড়তাম !!
[২] যদিও ধর্য্যের ফলা ফল পেয়ে আজ মনে মনে ভাবি
আমার স্কুলের শিক্ষক আমাকে যা দিয়েছে
তা আমার সরা জীবনের কর্ম দিয়েও আমি সোধ করতে পারবনা !!
মাঝে মাঝে আক্ষেপ হয় মনে কেন শিক্ষক হলামনা ??
[৩] আজকের সময়ে হয়তো ইসলাম ধর্মকে গুরুত্থ সহকারে
শিখাতে গেলে মৌলবাদী উপাদি অথবা যুদ্ধ অপরাধীর লিষ্টে নাম
এসে যেতে পারে ।
[৪] এখন শিক্ষা প্রতিষ্টানে বীনা দোষে ছাত্ররা শিক্ষকদের
উপর হাত তুলছে , লাঞ্ছিত করেছে শিক্ষকদের !!
ছাত্ররা সরকার দলের সমর্তক হওয়ায় তাদের বিরুদ্ধে
কোন ব্যবস্তা নেওয়ার কেউ নেই !!
[৫] সমাজ গড়ার কারিগর নাকি শিক্ষক !!!
শিক্ষকেরা মানবতর জীবন জাপন করছে !
বর্তমান সময়ে যখন দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বেড়ে চলছে
তখন দু'বেলা দু'মোটো ভাতের জন্য সরকারের কাছে
কিছু দাবি দিয়ে পুরনের আবেদন জানায় ,
কিন্তু সরকার তা পুরন করতে রাজি হননি ।
নৈতিক দাবি না মানায় শিক্ষকেরা শহিদ মিনার প্রঙ্গনে অবস্তান
নেয় । সেখানে পুলিশ আচরন ??? হয়তো আপনারা সবাই জানেন !!
পুলিশ বিষাক্ত গ্যস মারায় এক জন শিক্ষকের মিত্যু হয় !!
আমার প্রশ্ন এই মিত্যুর দায় কে নেবে ???
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''
''''''''''''
'''''''
''''
'''
''
'
©somewhere in net ltd.