| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামের কথা বললে আমাদের
শুনতে হয় মৌলবাদী অপবাদ !!
ইসলামের বিরোধীতা করতে পারলে
নাকি তাদের লাগে স্বাদ !!
![]()
তারা আবার নিজেদের দেয়
মুসলিম হিসাবে পরিচয় !
আমাদের প্রশ্ন তারা কি নিজেরা-
নিজেদের বিরোধী নয় ??
![]()
আল্লাহর কাছে নিজেকে সম্পর্ন করা'ই হল
মুসলিম শব্দের মূল অর্থ ,
রাজনীতিতে ইসলাম থাকতে পারবেনা -
জোর গলায় দেয় তারা শর্ত !!!
মুসলিম হতে হলে জীবনের-
প্রতিটি ক্ষেত্রে মানতে হবে আল্লাহকে ,
আল্লাহকে না মেনে মুসলিম যারা দাবী করে
বলা যায় তারা ভূগছে অসুখে ।
মুসলিম হিসাবে পরিচয় দিতে হলে
নামাজ পড়তে হবে দিতে হবে যাকাত ,
নামাজের কথা গুলো মানলে দৈনন্দিন জীবনে
আখেরাতে কাজে আসবে আমাদের হায়াত ।
![]()
আমাদের পাওয়া হায়াত টুকু-
আল্লাহকে মেনে চলার জন্য সৃষ্টি ,
আল্লাহর কথায় কেন নেই
মুসলিম নামের মানুষের দৃষ্টি ।
মানুষ হিসাবে গর্বিত আমি
আমার পরিচয় এক জন মুসলিম ;
আল্লাহর কথা জানতে এবং-
মানতে আমাদের চেষ্টা অপরিসিম ।
![]()
আমরা কোর'আন ও সহি হাদীস
অনুযায়ী সাজাতে চাই জীবনের সকল ক্ষেত্র ,
ইসলামকে রাজনীতির বাইরে রাখার
চেষ্টা শয়তানের মহা চক্র !!!
মুসলিম পরিচয় দিতে হলে শিকার করতে-
হবে মোহাম্মদ ( সাঃ ) ছিল রাষ্ট নায়ক ,
ইসলামে রাজনীতি নেই যারা বলে
তারা সুবিধাবাধী তারা অগুসিত নাস্তিক ।
![]()
নাস্তিকের গলাবাজিতে যখন দেখি
কিছু মুসলিম বিভ্রান্ত হয় ,
কোর'আন হাদীস পড়ার আহবান থাকলো
সবার প্রতি অত্যন্ত প্রীতিময় ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
abdur_rahimhappy বলেছেন: আপনার চিন্তা শক্তি প্রবল ! আপনি অনেখ কথা বলেছেন সব গুলোর
উত্তুর দেওয়া সম্ভব নয় !
সাঈদীকে চিনেননা বলে যে কথাটা লিখেছেন তার সাথে আমি একমত নয় ।
আপনি যদি মুসলিম হয়ে থাকেন সাঈদীকে অবশ্যই চিনেন ।
শয়তান থেকে দূরে থাকতে বলেছেন, শয়তান বলতে কি বুজিয়েছেন জানিনা ।
যাই হোক আমি ব্যক্তিগত ভাবে যে কোন অপরাধের বিচার চাই !
কিন্তু বিচার হতে হবে নিরাপক্ষ / আপনি কি মনে করেন সাঈদী যুদ্ধঅপরাধী ??? যে ট্রইবুনালের দরজা থেকে সাক্ষী গুম হয় !!! স্কাইপ সংলাপ বিতর্ক ! সব কিছু পেছনে পেলে সুষ্ট বিচার করে চলছেন ।
যা বিভেগবান মানুষ আশাহত !!
বিশ্বজিৎ এর খুনিরা কি অপরাধী নয় / ওদের বিচার কেন হচ্ছে না ??
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮
রিফাত হোসেন বলেছেন: আপনি সাঈদীকে নিয়ে টান দিলেন..... আফসোস আমি আপনার পিঠে শয়তানের ঘরসোয়ার দেখতে পাচ্ছি । হয়ত আমার মতি ভ্রম ।
কারন আপনি পরিষ্কার ভাবে গোলাম আজম সাহেব এর ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন, যেভাবে এড়িয়ে গিয়েছেন মুক্তিযুদ্ধের সময় গোলাম আজম সাহেব এর ইসলামী ঝান্ডার দল কিভাবে মুসলিম পাকি ভাইদের ! হাতে আমাদের মা বোনের ইজ্জত গনিমতের মাল হিসেবে তুলে দিয়েছে !
.......
আমি মোটেও সাঈদী নিয়ে ডিবেট করতে চাই না ই ।কারন তার সম্ভন্ধে ভাল ধারনা নেই । কারন আমি কেন আমার বাবারও ভাল ধারনা থাকার কথা না , তার কু কর্ম সম্বন্ধে ।
আর হ্যাঁ মুসলিম হতে হলে সাঈদীকে চিন্তে হবে , কোন হাদীসে আছে ? ![]()
উনি যথেষ্ট ভাল বক্তা ।
ইসলামের ব্যাপারে বিশদ জ্ঞান রাখেন ।
উনার বিপক্ষে বলার মত কোন কিছু আমি জানি না, যতটুকু জানি আজম সাহেব সম্বন্ধে ।
সুতরাং তার ব্যাপারটা প্রায় ওভারলুক করেছি । কিন্তু
আপনি সেইটাই দুর্বল পয়েন্ট হিসেবে তুলে ধরেছেন কেন ?
কারন আপনার সাথে শয়তানের দোস্তী আছে , ভালই । না হলে দুবর্ল ভেবে দুবর্ল স্থানে আঘাত করতেন না, যেটার উত্তর আমি দিতে পারব না । ![]()
ভালই ট্রিক, এই ট্রিকটা তো শয়তান আদম আ. ও আদি মাতার স্বর্গে থাকা কালেই কাজে লাগিয়েছিল, আপনি আজ করলেন ![]()
বড়ই সৌন্দর্য !
..... কিপ ইট আপ......
আপনাকেই দরকার হাসান হোসইনকে (উইথ ফুল রেসপেক্ট) হত্যা করার জন্য !
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
রিফাত হোসেন বলেছেন: Click This Link এই পোষ্টের ইঙ্গিত যা দিচ্ছে তা নির্দিষ্ট একটি দলের পক্ষে হয়ে আরেক দলকে গুতা দেওয়ার মত ।

তাকে তো চিনে । ভালই চিনে......
না আমি আোয়ামী সাপোর্টার না ।
তবে রাজাকার লীগ তথা জামাত এর না । তবে আপনার আল্লাহর কাছে নিজেকে সম্পর্ন করা'ই হল
মুসলিম শব্দের মূল অর্থ ,
রাজনীতিতে ইসলাম থাকতে পারবেনা -
জোর গলায় দেয় তারা শর্ত !!! আর আগের পোষ্ট থেকে অনুমান করলাম আপনি রাজাকার পার্টি বা এর আশে পাশের মানুষের অন্তগর্ত । যদিও এভাবে ধারনা করা ঠিক না ।
আমিও মুসলিম আপনিও মুসলিম তবে অযথা মানুষ বলতে তো কোরআন শরীফের কোন পাতায় লেখা নাই, তো আপনারা গায়ে পড়ে লাফালাফি কেন করছেন ?
সাঈদী মাঈদী বাদ দিলাম । এদের তো চিনি না, আমার বাপ চাচাও হয়ত চিনে না । আপনাদের মেইন চিফ ।
নামটা বলব না, তাকে তো একবার বায়তুল মোকাররম এর সামনে মুসল্লীরা জুতাপেটা করেছে..... তার তো ভিডিও ফুটেজও আছে যে স্বীকার করেছে পাকি পন্থী ছিল । তবে সে অনুতপ্ত হয় নাই ! ? !
এমন নেমক হারাম কুলাঙ্গার এর শাস্তি কি হতে পারে ?
তার লিড বা নেতৃত্বে একটা সুস্থ স্বাভাবিক ইসলামী দল কেমনে চলতে পারে ?
কবিতা তো সুন্দর লিখেছেন. ভাল লাগল কিন্তু নিজে যদি মানতেন
সাধারন মানুষকে কষ্ট দিয়ে হরতাল করা ঠিক না । আপনাদের হরতাল এর জন্য কত রোগী জরুরী সেবা থেকে বঞ্চিত হয়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুল কলেজ এর পরীক্ষা পড়াশুনা , দৈনন্দীন কাজ থেমে আসে ।
মনে ভয় কাজ করে ।
অবশ্যই ওয়ামী বিম্পি দের হরতালও একই কিন্তু আপনারা তো ইসলামের পথে পথিক, বাকিরা না হয় জগা খিচুড়ি মেনে নিলাম ।
কিন্তু আপনারা এই রকম আচরন করলে ইসলাম সম্পর্কে সবাই ধারনা আরও খারাপ পাবে ।
ঈসা আ' বলেছেন এক গালে চড় খেলে আরেক গাল এগিয়ে দাও ।
উল্টা বলছেন , রক্তের বদলে রক্ত, তাহলে তো পাকিস্তান যা করেছে, তাতো তো ক্ষমা চায় নাই তাই আমাদের উচিত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা ?
আমাদেরও উচিত আপনাদের চিফ লিডার যেভাবে পাকি পন্থী ছিল যা কুকাম আকাম করেছে আমাদেরও পাকিস্তান গিয়ে তাদের মা বোনদের ধর্ষন করা ? !
আমি না হয় ভুল বললঅ, ওকে............. আপনাদের গোলাম আজমের ভিডিও দেখেন ।
তার মধ্যে আত্ম গ্লানি চোখে পরল না ।
আফসোস । খোদার কসম. আল্লাহ সব ক্ষমা করেন, কারন তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু । কিন্তু আজম সাহেব ক্ষমা তো দূরের কথা, তার মধ্যে এই ধরনের প্রতিক্রিয়াই চোখে পরল না ।
কিন্তু শেষ বিচারে আমরা সাঈদীর অদৃশ্য না দেখলেও আল্লাহ দেখবেন ।
ভাল থাকুন । শয়তানের ধোকা থেকে দূরে থাকুন, ইসলাম এর ছায়ায় শয়তানও ভেক ধরে থাকে, যেমন ধরেছিল নূহ আ. সময়কার এর প্লাবনের পূর্বে