নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জন্য কাজ করতে চাই

সারাজীবন মানুষকেই ভালোবাসব

আব্দুস সালাম মোহাম্মদ সান্ত

আমি সবসময় ভাবি,আমি কুথায় থেকে আসছি কোথায় যাব ,কি করার কথা কি করতেছি .

আব্দুস সালাম মোহাম্মদ সান্ত › বিস্তারিত পোস্টঃ

সারে তিন হাত জায়গার মালি হতে পেরেছেনতো ?

৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

আজ শুক্র বার সকালে আমাদের একটি জায়গা মাপতে গিয়েছিলাম .আসলে ওখানে জায়গাটা প্লোট আকারে করে রাস্তা বের করতে হবে .আমার প্লটটা একটু ভেতর .আমার প্লটের সামনের প্লটের সাথে রাস্তা .তার মানে ওখান থেকেই ভেতর রাস্তটা মুলত আসবে .যাইহোক আমরা যারা ভিতরে প্লট তারাসবাই দের ফুট করে দিয়ে দিয়ে মোট সারে চার ফুট এবং সামনে যারা আছেন তারা একফুট করে মোট সারে ছয় ফুট পরিমাণ রাস্তা হয় .বিপত্তি হয় আসলে এখন ,আমার প্লট ভিতরে থাকায় রাস্তটা আমার যায়গা পর্যন্ত যায়না .তখন আমার যায়গায় রাস্তা নিতে হলে আমাকেই একা নিতে হবে .মানে যে পরিমানে সামনের প্লট থেকে যায়গা নিবো ঠিক সে পরিমাণ যায়গা আমাকে সামনের প্লট ওয়ালারে দিতে হবে .তবে একপর্যায়ে আমরা দুই প্লট মালিক, দুই ফুট করে দিয়ে রাস্তা নিলাম .তখন সবাই আমরা বলছিলাম যে আজ রাস্তার জন্য একফুট যায়গা দিতে কত কস্ট হচ্ছে অথচ আমি মারা যাওয়ার পর সারে তিন হাত এর বেশি যায়গা আমাকে দিবেনা .একজন বলে উঠল সেটার নিসচয়তা কোথায় পাবেন .কারণ কবর দেওয়ার এক বছর না যেতেই তার উপর আবার কবর দেওয়া হয় .আমি বল্লাম এক দুই বছরের মধ্যে যদি লাশ না নস্ট হয় .অন্য জন বলে কবর খোরার পর যদি এরকম থাকে তবে, ওই অবস্থায় ফেলে দেওয়া হয় . আসলেত তাই, লাদেনের লাশ কোথায় রাখছে .গত কয়েক দিন আগে কত যাত্রী সহ প্লেন ওধাও এখনো খবর নাই .দুইশত যাত্রী সহ ফেরি ডুবিয়ে গেল কুরিয়া.গতকয়েকদিন লঞ্চ ডুবলো কত যাত্রী সহ .রানাপ্লাজা কত লাশের খবর নাই .সত্তিই তো আমার যায়গার নিসচয়তা কোথায় .

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সৌরভ উদয় বলেছেন: হুম! আসলেও তাই……

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.