নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জন্য কাজ করতে চাই

সারাজীবন মানুষকেই ভালোবাসব

আব্দুস সালাম মোহাম্মদ সান্ত

আমি সবসময় ভাবি,আমি কুথায় থেকে আসছি কোথায় যাব ,কি করার কথা কি করতেছি .

আব্দুস সালাম মোহাম্মদ সান্ত › বিস্তারিত পোস্টঃ

এটাইকি বন্ধুর প্রতিদান ।

০৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৫

বিশ্বাস করুন শিরোনাম লিখতেই চোখে পানি এসে গেলো।মূল গটনায় আসি ।গত কয়েক বছর আগের কথা , আমি তখন নবম শ্রেনিতে পরি ।আমার একজন ভালো বন্ধু ছিলো ।আমি সেই বন্ধুর জন্য কি না করেছি ।আমার নাম শুনতেই পাগল থাকত ।তার বন্ধু বলতে আমি ছিলাম ।তার সুখ দুংখের কথা বলার মত মানুষ এক মাত্র আমি ছিলাম।একসময় দুইটা পরিবার অনেক মিল ছিলো।তার বিয়েতে আমিই একমাত্র কাছের লোক ।এমন কি আমার মাও ওকে অনেক ভালোবাসত ।তার দোকানে টাকার প্রয়োজন হলে আমি যেভাবেই হোক ব্যবসস্থা করেছি।তার বউকে আমার মা আরবি পরাতো।আমার মাকে তার বাসায় নেওয়ার জন্য পাগল থাকত। কত ঈদ মাটি করেছি আমি।তার সাভার রাজ্জাক প্লাজায় জুতার দোকান । প্রতি ঈদের আগের দুই তিন দিন সকাল থেকে রাত অবদি বিনা পারিশ্রমে পরিশ্রম করতাম।সারারাত জেগে সকালে বাসায় যেতাম ।

এখন সে তাবলীগ জামাতে যেয়ে যেয়ে পাঞ্জেগেনা নামাজি ।আর আমি একটা এন জি ও তে এডভাইজার এবং একটা ইন্সুরেন্সে রিজোয়ানাল কো-অর্ডিনেটর।

গতকাল সাভার সিটিসেন্টারে আমার পরিচিত এক মোবাইলের দোকানে বসে আছি ।এমন সময় তার কয়েক বন্ধু সহকারে সেই দোকানে আসছে ।এসেই আমাকে দেখে জিজ্ঞাসা করছে কেমন আছেন।তার পর দোকানদারকে তাবলীগের দাওয়াত দিচ্ছে ।দোকান্দারকে বলছে আমাকে দেখিয়ে এই ভাইকে সাথে নিয়ে নিয়েন। হটাত আমার দিকে তাকিয়ে বলছে ভাই আপনার নামটা যেন কি ? আমি কি বলবো বুজতে পারছিলামনা ।শুদু তার দিকে তাকিয়ে মনে হয় বলছিলাম জানিনা ।আমি লজ্জা পাচ্ছিলাম এই ভেবে যেই দোকানে বসে আছি এই দোকানদারের কাছে ওর অনেক গুনগান করেছি ।আমি কোনভাবেই মানতে পারছিনা।বাসায় যেয়ে মাকে বললাম শুনে মা অবাক হলেন বিশ্বাস

করতে পারছেননা।আজ অফিসে এসেও ভালোলাগছেনা।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.