![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবসময় ভাবি,আমি কুথায় থেকে আসছি কোথায় যাব ,কি করার কথা কি করতেছি .
আমার ছোট ৫বছরের মেয়েটি হটাৎ বলল বাবা বলোতো ভয়ঙ্কর প্রানির নাম কি? আমি বললাম বাঘ .মেয়ে বললো না বাবা .এটা হবে মশা .আমি বললাম মশা হবে কিভাবে ?আমাকে সুন্দর করে বুজিয়ে দিলো বাঘ খাচার ভিতরে থাকে আমরা বাহিরে থাকি .এদিকে আমরা ভিতরে থাকি মশা বাহিরে .মেয়ে যুক্তির কাছে হার মানতেই হলো .
আসল কথায় আসি গত ১৫বছর হবে আমার শরিরে জর আসেনা .গত তিন দিন আগে গ্রামের বাড়িতে যেয়ে সমবয়সী কয়েক জনের সাথে গল্প করছিলাম .একসময় বললাম অনেক দিন যাবত আমি অসুস্থ হইনা আর মনে মনে ভয় পাচ্ছিলাম বলাটা ঠিক হলো কি না .শুনিছি বয়স্করা বলতেন এরকম কথা বলা ঠিকনা .বললে নাকি হয়ে যায় .
যেমন ভাবা তেমন কাজ সেদিন রাত্রে থেকেই শুরু হয়ে গেলো একটানা তিনদিন ১০৩ ডিগ্রির নিচে নামেই না .প্রচুর মাথায় পানি একটু পর পর .গা মুছে দিচ্ছিলাম বার বার .শুরুতে নাপা এক্সট্রা শেষ পর্যন্ত এন্টিবায়োটিক টেবলেট .এখন কিছুটা শরীর সুস্থ .
এখন কথা হচ্ছে এটা কুসংস্কার ?হ্যাঁ কুসংস্কার .কিন্তু মনকে বুজাবেন কি করে .আমি বুজাতে চাচ্ছি মনের শক্তি বড় শক্তি .
©somewhere in net ltd.