![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়ার সকল গো-বেচারা এক হ!!!
এক.
আমার মা ...
মা গানে গানে ঘুম পাড়াতেন। ক্লান্তি আর মায়াতে মাখামাখি। এই বেলায়, আমি অনেকবার চেষ্ট করেছি, ঘুম পাড়ানী গানটা মনে করার। অবাক লাগে, আমি কখনো সেই গানটি মনে করতে পারিনি। এটাও মনে করতে পারি না সত্যিই কি মা কখনো গান গাইতেন । আমার মা আমার কাছে দু'ভাবে ধরা দেন । এক মা, ঘুম পাড়ানী গান গাইতেন । আরেক মা, যাকে কখনো কোন গান গাইতে শুনি নাই ।
মা গল্প শুনাতেন তা মনে আছে । সব সময় সেই একই গল্প জনম দুঃখী রানী ও তার পুত্র । রানীর দুঃখের কাল শেষ হয়, তবে তা হয় জীবনের শেষবেলায় আর রাজপুত্র হলো বীর ভোগ্য বসুন্ধরা, তার দুঃখ দীঘস্থায়ী হয়না । সেই রাজপুত্তরটি আমি ছিলাম তো, তাই মন না চাইলেইও মেনে নিতেন কিছু না কিছু দুঃখ তার ছেলেকে ভোগ করতে হবে। তবে তা অন্যদের' চে বেশী কিছু না।
আমার মা...চোখ বন্ধ করলে দেখি সংসারের কালি ঝুলি লেগে থাকা হাত দুটি বাড়িয়ে বলছেন, 'খোকা আয়'। সহজে কি আর ধরা দিই, সারা বাড়িময় ছুটোছুটি। তারপর যখন মা ক্লান্ত হয়ে পড়েন, পেছন থেকে গলা জড়িয়ে বলি, 'মা'। তিনি কপট রাগ দেখান।
দুই.
বিশাল মাঠটায় শুয়ে আছি। আমি এবঙ বৃষ্টি। অঝোর ধারা। আধ অন্ধ
মানুষটা চশমা খুলে দেখি জগতটা অস্পষ্ট হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা আর ফোঁটা থাকে না, বিশাল জলরাশি যেন আমাকে ডুবায় আবার ভাসায়। বৃষ্টি আমার হাত ধরে , চুল ছুয়ে দেয়, কপালে হাত বুলিয়ে দেয়, চুমু দেয়।
শরীরের নীচে ঘাসে'রা জীবন্ত হয়ে উঠে। নতুন জলের স্পর্শে প্রান ফিরে পেয়ে এদিক ওদিক ছুটছে যেন । মেয়ে ব্যাঙ গুলো উৎসবে মত্ত হলো, মা এসে বলে, 'খোকা বেশী ভিজিস না অসুখ করবে'। আমি বলি, 'তুমি তো আছো'। মা আর বৃষ্টি একাকার যেন হয়ে যায় । অশুভ কিছু আমায় ছুঁতে পারে না ।
টিনের চালে ঝম ঝম ঝম । একঘেয়ে শব্দ । কিন্তু সংগীত মনে হয় । আরামে চোখ মুঁদে আসে । বাতাসে জানালার পর্দা পালের মতো ফুলে ফুলে উঠে । খোলা জানালা দিয়ে আসে জলের ঝাপটা । আহা আমি সিনবাদ। আমি মনি মানিক্য কুড়াতে যাচ্ছি সেই জাদুর দেশে। এই তুফানে আমার জাহাজ টল মল টল মল । 'বদর বদর'।
মেঘের আড়ালে সূর্য্য হাসে।
না । আমি স্বপ্ন দেখছি । রাত গভীর হয় । বৃষ্টি বাড়ে। অধো ঘুম অধো জাগরনে আমি গান পাড়ানী গান শুনি । থেমে থেমে আমিও যেন গেয়ে উঠি । তারপর সুন্দর স্বপ্নের রাত ।
আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারি, বৃষ্টির সুরে গান গাইতেন মা। জগতকে এমন প্রাণবান, ফলবান করে আর কেবা আসে নতুন জীবনের কাঙ্খা নিয়ে।
মা.. তোমার গান আমায় ঘুম পাড়ায়। তারপর নতুন দিনে জেগে উঠি নতুনরূপে। " আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব..........।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৫
আবদুল ওয়াহিদ বলেছেন:
ধন্যবাদ হারুন ভাই।
মা পাশে আছেন............... এক্ষুনী বলছি।
২| ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
অলস ছেলে বলেছেন: মা সবসময় মা। আপনার আমার সবার মা ভালো থাকুন, যেখানেই থাকুন না কেন।
সুন্দর লেখাটা পড়ে মন কিছুটা আদ্র আর স্মৃতিকাতর হলো। আর, বৃষ্টির সময় ঝাপসা চশমা খুলে আবছায়াতে তাকিয়ে থাকাটাতো আমার নিজেরই ঘটনা।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৭
আবদুল ওয়াহিদ বলেছেন:
মা সবসময় মা। আপনার আমার সবার মা ভালো থাকুন, যেখানেই থাকুন না কেন।
সুন্দর লেখাটা পড়ে মন কিছুটা আদ্র আর স্মৃতিকাতর হলো। আর, বৃষ্টির সময় ঝাপসা চশমা খুলে আবছায়াতে তাকিয়ে থাকাটাতো আমার নিজেরই ঘটনা।
...............................................................
ধন্যবাদ ভাই।
৩| ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৪
ধ্রুবমেঘ বলেছেন: অসাধারণ। প্লাস।
আসলে মায়ের প্রতি ভালোবাসাটা স্রস্টার এক অনিন্দ্যসুন্দর দান।
মা'কে নিয়ে আমিও একটা পোস্ট দিয়েছিলাম।
Click this Link
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩০
আবদুল ওয়াহিদ বলেছেন:
আপনার লেখাটি পড়লাম।
এতো ভালো লেগেছে, বলার কিছু নাই, চুপ হয়ে গেলাম।
৪| ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৫
নুবিয়া বলেছেন: ভালোই তো।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩১
আবদুল ওয়াহিদ বলেছেন:
ধন্যবাদ নুবিয়া।
৫| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১২
৭১ বলেছেন:
শব্দ ও সমূহে ময়ূরাক্ষী নামে একটা কবিতা পড়েছিলাম, মনে পড়ে গেল।
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৫
আবদুল ওয়াহিদ বলেছেন:
.... আমারও পড়ে গেলো।
৬| ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭
আফসার নিজাম বলেছেন: আসসালামু আলাইকুম
মাকে নিয়ে একটি স্মৃতিকাতর লেখা। দারুন লাগলো। স্মৃতি সবসময় মানুষকে কাঁদায় হাসায়। মানুষ স্মৃতি হাতরাতে বেশি পছন্দ করে। তাই মানুষ শেষ বেলায় একটি সম্পদ নিয়ে বেশি খুশি হয় যা তার স্মৃতি। মাকে আমার মনে পড়ছে। আমার মা নেই তাই মা শব্দটি শুনলেই চোখের কার্ণিশ বেয়ে নিজের অজান্তেই এক ফোঁটা পানি নেমে আসে দুনিয়ার সকল বাঁধ ছিঁড়ে। এখানে কেউই ফাঁরাক্কা বা টিপাইমুখি বাঁধ দিতে পারে না। এই বাঁধ দিতে এলে সেই ধ্বংস হয়ে যায়। মায়ের মতো করে যদি আমরা আজ টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে দাঁড়াতে পাড়তাম তা হলে চখের পানির মতোই প্রবহমান থাকতো আমাদের নদী। আমাদের আর মায়ের জন্য কাঁন্না করার জন্য পানির অভাব হতো না। হায় দুনিয়ার মানুষ একটিবার চিন্তা করো কতো ক্ষতি করতো তোমরা। একটি বাঁধ রচনা করে। জীবনের জন্য আলো জ্বালাতে কতো আলো ধ্বংস করছো।
কি বলতে গিয়ে কি বলছি সুজন ভাই। আজ আর কিছুই অন্য কিছু থেকে আলাদা করতে পারি না। কোথায় যেনো একই সুঁতায় গেঁথে গেছে জীবনের সকল অনুষঙ্গগুলো। মাকে মনে পড়ছে। আমার মা বকা দিতো পারতো না। বাবা ছিলো প্রচন্ড রাগি। আমাদের সকল অভিযোগ মাকেই বলতাম। তাই বাবার থেকে মাকেই বেশি মনে পড়ে। মাকে মনের করিয়ে আরো একটু কাঁদার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে অশেষ শুকরিয়া জানাই।
মা'আসসালাম
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫
আবদুল ওয়াহিদ বলেছেন:
ওয়ালাইকুমুস সালাম,
ভাই আপনার মন্তব্য নিয়ে কিছু বলার ভাষা নাই। এগুলো চিরন্তন অনুভূতির মতো। আমার লেখা ধার তত বেশী না, কিন্তু তা যেভাবে আপনাকে আন্দোলিত করেছে, আমি যারপরনাই মুগ্ধ। পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞতা জানাই।
৭| ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
সোনালী চিল বলেছেন: আরে এটা না আমার লিখ?.........হা.হা.হা.হা.......আচ্ছা ঐই ঘুম পাড়ানী টা আমি না তো?.......
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
আবদুল ওয়াহিদ বলেছেন:
আম্মাজান কেমন আছেন?
৮| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৬
সিদ্ধার্থ আনন্দ বলেছেন: আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব..........।
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৯
আবদুল ওয়াহিদ বলেছেন:
আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব..........।
৯| ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪৬
সোনালী চিল বলেছেন: ছিলামরে বাপ ভালো কিন্তু তোর লিখা পড়ে আরো বেশি ভালো আছি.......
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪১
আবদুল ওয়াহিদ বলেছেন: ট্যান্কু মা জননী।
১০| ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯
শত রুপা বলেছেন: মা
১১| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪১
আবদুল ওয়াহিদ বলেছেন:
ধন্যবাদ শতরুপা। কেমন আছেন?
১২| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আহা মা..........
মন জুড়ানো লেখা......মাকে নিয়ে।
ভালো থাকবেন।শুভেচ্ছা রেখে গেলাম।
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩২
আবদুল ওয়াহিদ বলেছেন: আপনিও ভালো থাকুন।
আজ আমার মায়ের মন খারাপ। তার ছোট ছেলে দেশের বাইরে চলে গেলো।
১৩| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মা
আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব
আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬
আবদুল ওয়াহিদ বলেছেন: আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব
আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব
১৪| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৫
শত রুপা বলেছেন: ভালো আছি।
আপনার কি খবর বলুনতো।
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯
আবদুল ওয়াহিদ বলেছেন:
আমার খবর ভালো।
অলীক শূন্যতায় হেসে খেলে যাচ্ছে বেশ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
হারুন আল নাসিফ বলেছেন: মা.. তোমার গান আমায় ঘুম পাড়ায়। তারপর নতুন দিনে জেগে উঠি নতুনরূপে।
মা...তুমি শুনছো তোমার ছেলে কী বলে?