![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
হেসেছি কতবার খেয়াল নাই। সেই ১৯৯৯ থেকে শুরু। ২০০৭, ২০১০, ২০১২ তে। বিশ্বকাপ, এশিয়া কাপ, টি টুয়ন্টি, সিরিজ, টেস্ট। বিচার করলে কাঁদার পরিমানটাই বা কম কিসে। বিশেষ করে এশিয়া কাপে যে সবাই কেদেছি সেটা ছিলো উল্লেখ করার মতো। তারপরেও হতাশ হইনি। চেয়ে আছি আমাদের টাইগারদের দিকে। দেশের যে অবস্থা তাতে একজন হাসে তো আরেকজন কাঁদে। ১৬ কোটি বাঙালীকে একসাথে হাসতে দেখলাম না কখনও একমাত্র ক্রিকেট ছাড়া। এত এত আনন্দের খোরাক যেই ক্রিকেট সেই ক্রিকেটকে অনেক বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আবার তাদের দু:সমহে তাদেরকে গালি দিয়ে সমালোচনা করে তাদের ব্যক্তিহীনতার পরিচয় দেন। এটা কখনই ঠিক না এদেরকে সুবিধাবাদী বলা যেতে পারে।
অতএবপর আসুন, আমরা সবাই ক্রিকেটকে ভালবাসি, এর সুসময়ে দু:সময়ে সাথে থাকি উৎসাহ দেই ভালো খেলার
©somewhere in net ltd.