![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
মনে হয় সব ভুলে গেছি
মনে হয় কিছুই ভুলি নি,
আমার ভুলো মন,
ভেবেছিলাম তোমাকে ভোলাটা সহজ হবে।
বাজারের লিস্টটা ঠিকমত মনে না পড়লেও
আমার হৃদয়ে কাটা তোমার আচরগুলো ঠিকই মনে পড়ে
যা ব্যাথা দিয়ে যায় ক্ষনে ক্ষনে।
একি শুধু ব্যাথা, আর কিছুই নেই এতে?
আছে। এই ব্যাথাগুলোর মাঝে কিছু রঙিন সুখ আছে।
আমি অনেক শিখেছি। শেখার ওপরই আছি
তবে মেনে নিয়েছি বাস্তবতা।
এছাড়া আমার কোন পথ খোলা ছিল না।
তবে শেষকথা আমি তোমাকে বলি
শুধু তোমাকে..........
নাও পারতে ওরকম হাসি হেসে আমাকে ভোলাতে,
নাও পারতে কিছু মিষ্টি কথা দিয়ে হৃদয় ছুতে,
নাও পারতে আমার জন্য অপেক্ষা করতে,
নাও পারতে অনুমতি অনুনমতির খেলা খেলতে,
তখনি এমন কিছু করতে পারতে যাতে আমার
সহজ সরল মন তোমাকে ভালা লাগার চোখে দেখত
তখনি এমন করতে পারতে
তবে আমাকে এত কষ্ট সইতে হত না।
এখন আমি মনকে জিজ্ঞেস করি আমি কি ঠিক আছি
হ্যাঁ আমি ঠিক আছি।
আমার কোন কষ্ট নাই। আগে যেরকম প্রতিদিন সকালে
লাল টুকটুকে সূর্য উঠত। এখনও ওঠে।
তাতে নতুন দিনকে স্বাগত জানিয়ে
বিদায় দেই পুরনো দিনকে।
সবই ঠিক আছে একটি জিনিস নেই
না থাকুক, খুব একটা প্রভাব ফেলছে না তো আমার জীবনে।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ধন্যবাদ আপনাকে। এটা কি ভালো লাগার মত কিছু।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২
সািহদা বলেছেন: ভালো লাগলো ।