![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না......
কেও আমাকে একটু জানান যে, ছবিতে তীর চিহ্ন দিয়ে উল্লেখিত ২ টা টাকার পরিমান কোনটা কি mean করে। ২ টার মধ্যে পার্থক্য কি?? একটু বিস্তারিত ভাবে বর্ণনা করে আমাকে বুঝিয়ে দিন।
২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬
শাহ আলম৬৭ বলেছেন: প্রথমটা হচ্ছে কার্ড রিচারজের পর বকেয়া আর পরেরটা ১৫ পয়সা/ মেগাবাইট হারে কার্ড রিচারজের আগে যা খরচ করেছেন, দুইটার যোগফল। এটা আপনার কাছে ওদের পাওনা আছে।
৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
শাহ আলম৬৭ বলেছেন: মোমেরমানুষ৭১পনি ভুল বলেছেন--আমারটা সঠিক। কারন আমি ১৩৮।৩৪ টাকা কম রিচারজ করেছি কিন্তু পুনঃ রিচারজের আগে মেগাবাইট হারে মডেম চালাইনি। তাই একই থেকে গেছে আমার কাছে ওদের পাওনা।
৪| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২
মোমেরমানুষ৭১ বলেছেন: শাহ আলম৬৭@
ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩
মোমেরমানুষ৭১ বলেছেন: আমারটা দেখে দেখে বললাম, ভুলও হতে পারে

আপনি ৫৭টাকা ১৮ পয়সা বেশি রিচার্জ করেছেন, নেক্সট মাসে আপনার ব্যালেনস্স শুরু হবে ৬০ টাকা ৩২ পয়সা হতে।