নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে ভুলে ভরা পৃথিবী

এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না......

প্রাপ্তবয়স্ক আবিদ

এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না......

প্রাপ্তবয়স্ক আবিদ › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার প্রিন্টার ভাইওয়ালারা একটু হেল্পান

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

আমি CANON এর iP2772 মডেল এর প্রিন্টার ব্যাবহার করছি। আমার কালো কালিটা প্রায় শেষের পথে। আমার এই মডেল এর প্রিন্টার এর জন্য PG 810/ PG 810XL মডেলের কালো কালি পাওয়া যায়। বাট সেগুলার দাম অনেক।

শুনছি চাইনিস কালি নাকি পাওয়া যায়??সেগুলা কোথায় পাওয়া যায়?? IDB তে পাবো??এবং আমার মডেলের এই কালির দাম কতো হবে???দয়া করে জানাবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

রাতুল রেজা বলেছেন: কার্ট্রিজ তা নিয়ে সরাসরি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলে যান। ১০ তালায় একজন রিফিল করে। মাত্র ৩০০ টাকা খরচ হবে। এরকম রিইল করে আরো ৩ বার কার্ট্রিজ ব্যাবহার করতে পারবেন। কোয়ালিটি নতুনের মত গ্যারান্টেড।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

গান পাগলা বলেছেন: মাল্টিপ্লান সেন্টার চলে জান, (এলিফ্যান্ট রোড) ৯ তালায় স্টার টেক এ পাবেন।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

ভোরের সূর্য বলেছেন: ১)দাম বেশি হলেও আসল কালি ব্যবহার করা ভাল।

২)চাইনিজ কালির প্রিন্ট কোয়ালিটি ভালনা এবং আপনার প্রিন্টার খারাপ করে দিবে।

৩)আপনি যদি খারাপ প্রিন্ট কোয়ালিটি মেনে নেন তাহলে ২৫০-৩০০টাকার মধ্যে কালি এবং সিরিনজ পাওয়া যায় যেটা আপনার কাল কালির কার্টিজে ইনজেক্ট করতে হবে।আপনি প্রিন্টার নিয়ে যান দোকানে,ওরাই সিস্টেম দেখিয়ে দিবে।

৪)আরেকটা সিস্টেম আছে যেটাকে বলে ড্রাম সিস্টেম যেখানে প্লাস্টিকের ছোট ছোট বোতলে কালি থাকবে প্রিন্টারের বাইরে এবং একটা নলের মাধ্যমে কালি প্রিন্টারের ভিতরে ঢুকবে.এই সিস্টেমে আপনি অনেক বেশী প্রিন্ট করতে পারবেন এবং কোয়ালিটি মোটামুটি ভাল.আই ডিবিতে গেলে ওরাই করে দিবে।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন:
আমারও সেইম ঝামেলা কিন্তু প্রিন্টার নিয়া আইডিবিতে যাওয়াই ভেজাল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.