নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিদা সুলতানা

হাসলে আয়ু বাড়ে

আবিদা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ভোররাতে ব্লগ নিয়ে স্বপ্নে কি দেখলে কি হয় জেনে নিন একদম ফ্রি :P

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৬

ঘুমের রাজ্যে বিচিত্র সব স্বপ্ন এসে হানা দেয়। দিনদুপুরে কিংবা গভীররাতের স্বপ্নকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিলেও ভোররাতে দেখা স্বপ্নগুলো উড়িয়ে দেয়া যায় না। কারণ, ভোররাতে দেখা স্বপ্নগুলো নাকি বেশিরভাগ সময় কোনো না কোনোভাবে সত্য হয়। ভোররাতে স্বপ্নে কি দেখলে বাস্তব জীবনে কি ঘটতে পারে, চলুন দেখে নেয়া যাক!



মোবাইল...

● মোবাইলে অপরিচিত কোনো মেয়ের সঙ্গে প্রেম করছেন দেখলে

► ‘বিয়ের দাবিতে মোবাইল প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন’ পত্রিকার পাতায় এমন সংবাদের পাশে আপনার ছবি ছাপা হবে।

● কাউকে মিসকল দিয়ে বিরক্ত করে মজা লুটছেন দেখলে

►রাস্তায় গণধোলাইয়ের শিকার হবেন।

● কারও মোবাইলে ভুলে ফ্লেক্সি করে দিয়েছেন দেখলে

►গাড়িতে ওঠার সময় ছিনতাইকারী আপনার হাতের মোবাইল নিয়ে দৌড় দেবে।

● মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারের আঁতেল সুন্দরীর সঙ্গে কথা বলছেন দেখলে

►মুরব্বি শ্রেণীর কারও সামনে মুখ দিয়ে গালি বের হয়ে যাওয়ায় বেশ বিব্রত হয়ে যাওয়া ছাড়াও আপনার ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যাবে।



ডিজিটাল ভাঁড়...

● দেশপ্রেমিক আবুলকে স্বপ্নে দেখলে।

►কপালে বেহায়া, বেশরম, নির্লজ্জ উপাধি জুটবে।

● কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর বাথরুমের বদনা হারিয়ে গেছে দেখলে।

►যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্রের মামলার আসামি হবেন।

● রাজনীতির বালিকাখ্যাত ‘আলো মনি’র সাক্ষাত্কার পড়ছেন দেখলে।

►অনর্গল মিথ্যা বলায় পারদর্শী হয়ে উঠবেন।

● প্রধানমন্ত্রীর বন্ধ নম্বরে ফোনে কথা বলছেন দেখলে।

►মীরাক্কেলে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হবেন।



টেলিভিশন...

● আপনার গান শুনে এলাকার সব কুকুর-বিড়ালকে পালাতে দেখলে

►টিভি চ্যানেলের সেরা কণ্ঠ, সেরা গাইয়ে, পাওয়ার ভয়েস টাইপের অনুষ্ঠানগুলোতে ফাইনাল রাউন্ডে গিয়ে সেরা প্রতিযোগী হওয়ার সম্মান লাভ করবেন!

● ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান লাইভ উপভোগ করছেন দেখলে

►চলতি পথে পেট মোচড় দিয়ে ওঠা সহ্য করতে না পেরে প্যান্ট নষ্ট করে ফেলায় আপনার ইজ্জতের ফেলুদা হয়ে যাবে!

● হিন্দি সিরিয়ালে অভিনেতা/অভিনেত্রী দর্শক মাতিয়ে দিয়েছেন দেখলে ►পরকীয়ার ফাঁদে পড়ে মান-সম্মান খোয়াবেন।

● টিভি চ্যানেলের সেরা নাচিয়ে অনুষ্ঠানে আপনার প্রেমিকাকে নাচতে দেখলে

►বিবাহিত জীবনে বউয়ের আঁচল ধরে ঘুরতে হবে আমৃত্যু।



চলতি পথে...

● কোথাও গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছেন দেখলে

►প্রেমে ছ্যাঁকা খাবেন।

●ব্যাগভর্তি টাকা ড্রেনের পানিতে ভেসে যাচ্ছে দেখলে।

► রূপচর্চা-পাগল বউ কপালে জুটবে।

●নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে না উঠে অন্য জায়গার গাড়িতে উঠেছেন দেখলে

►আদম হয়ে বিদেশ গমনের সুযোগ লাভ করবেন।



ব্লগ..

●যুদ্ধাপরাধীদের পক্ষে পোস্ট দিয়েছেন দেখিলে

►মগবাজারের পেমেন্টের জন্য তালিকা বদ্ধ হবেন

●ভারতের পক্ষে দালালী করছেন দেখিলে

►সুদাসদন থেকে রুপি আসিবে

●কোন নারী ব্লগারের পোষ্টে বেহুদা কমেন্টের পর কমেন্ট করছেন দেখিলে

►ব্লগীয় লুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবেন।

●ব্লগে মডারেটর হয়েছেন দেখিলে

►কিছু না আমার পোস্টটা স্টিকি করে দিয়েন :P

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪১

গাধা মানব বলেছেন: =p~ =p~

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪২

আবিদা সুলতানা বলেছেন: আগাম ঈদ মোবারক।

২| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫১

একাকি একজন বলেছেন: দারুন !!

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৫

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ !!!

৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:১০

শাহরুজ বলেছেন: ফিনিশিং টা বেশী যোস!!!

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৮

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:১২

জ্যোস্নার ফুল বলেছেন: বুঝলাম না এই পোষ্ট নির্বাচিত পোষ্টে নাই ক্যান!

যদি আশ্বাষ দেন এই ধরনের পোষ্ট পরবর্তিতে পাওয়ার সম্ভাবনা আছে তাহলে অনুসরনে নিয়া আপনারে ধন্য করতাম ;)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩০

আবিদা সুলতানা বলেছেন: মডারেটরকে ঘুষ দেয়নি তো সেজন্য :P

আগেরটা ভোররাতে স্বপ্নে কী দেখিলে কী হয়? জেনে নিন একদম ফ্রি

৫| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৬

তামিম ইবনে আমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩০

আবিদা সুলতানা বলেছেন: :)

৬| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২৮

কামরুল হাসান শািহ বলেছেন: :) :) :) :) :) :)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৮

আবিদা সুলতানা বলেছেন: ঈদ মোবারক।

৭| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৮

আ.হ.ম. সবুজ বলেছেন: হাসির বাকস । ভালো লাগলো ।
ঈদ মোবারক ।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৯

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।

৮| ২১ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৮

বাঁদর+তুমি=বাঁদরামী বলেছেন: ●কোন নারী ব্লগারের পোষ্টে বেহুদা কমেন্টের পর কমেন্ট করছেন দেখিলে
►ব্লগীয় লুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবেন। :P :P

২২ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৮

আবিদা সুলতানা বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ২২ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৮

জেরী বলেছেন: পোস্ট প্লাস আপু +++

এরকম পোস্ট পড়ার আনন্দই আলাদা। কারণ স্বপ্নের সাথে মিল রেখে সত্য হবার কারণ খুঁজে বের করাটা অনেক ব্রেন খাটানো ব্যাপার। যাদের অবজার্বেশন পাওয়ার ভালো তারা এভাবে একটা ব্যাপারের সাথে আরেকটার কানেকশন খুঁজে বের করতে পারে। আপনার অবজার্বেশন পাওয়ার ভালো ভাচুয়াল এন্ড রিয়েল ২টা লাইফের ব্যাপারে সেটা বুঝা যাচ্ছে।

২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:২০

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু।
আপনার কমেন্ট পেয়ে প্রীত হলাম।

ঈদ মোবারক :P

১০| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন: হুম.... অনেক গবেষণামূলক পোষ্ট। তবে বেশীরভাগই ছেলেদের নিয়ে। আমার স্বপ্নের সাথে তো মিলে নাই। আমি প্রেমে ছ্যাকা খাইছি। তবে ছ্যাকা খাওয়ার আগে তো শুধু রঙিন স্বপ্ন দেখতাম। :(

যাই হোক আপনাকে ঈদের শুভেচ্ছা আপু।

২৪ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

আবিদা সুলতানা বলেছেন: আহারে :)



আপনাকেও ঈদের শুভেচ্ছা । যদিও সেমাই শেষ :)

১১| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১:১৫

একজন আরমান বলেছেন: আহারে বইলা হাসির ইমো দিলেন ! :(
আমার বাসায় আইসেন। এখনও ২ প্যাকেট সেমাই আছে। :)

২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৪২

আবিদা সুলতানা বলেছেন: সেমাই এখন একদম শেষ !:#P !:#P !:#P

১২| ২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০২

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

অনেক নাইস তো ---প্লাস দিয়ে গেলাম :-P :-P :-P :P :P

২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০৯

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ ছুটি ।

ঈদের দাওয়াত। :P :P :P

১৩| ২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১৬

একজন আরমান বলেছেন: না এখনও আছে। শেষ হয় নি। :)

২৬ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৮

আবিদা সুলতানা বলেছেন: আপনাদের মনে হয় সেমাই এর গোডাউন আছে !:#P !:#P !:#P

১৪| ২৬ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৫

লিখন আহমদ বলেছেন: প্লাস দিয়ে গেলাম

২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১২

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য।

১৫| ২৬ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪

ইন্তাজ ভাই বলেছেন: ভালো লাগলো

২৬ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪০

আবিদা সুলতানা বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য।

১৬| ২৮ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৭

মাহাবুব আলম মুরাদ বলেছেন: অত্যন্ত হাস্যকর একটা পোষ্ট।

২৮ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৬

আবিদা সুলতানা বলেছেন: অকে ।


আপনি আমার লেখায় মন্তব্য করলে তেলমেরে এবং নিজের সাইটের লিংক দিয়ে মন্তব্য করবেননা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.