নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

There is no wealth more profitable than wisdom, no knowledge like thought and research, no respect like knowledge.....প্রিয় শখ হচ্ছে বই পড়া, মুভি দেখা, ভ্রমণ, রান্না, বাগান পরিচর্যা করা আর সময় পেলে একটু আধটু লেখালেখি করা।

Abida-আবিদা

“সকল কঠিন সমুদ্রে প্রবাল তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল, সূর্য মানে আলো :- সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর-অপরাজিতার মতো নীল হয়ে- আরো নীল- আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই;- সে আকাশ… ” … *জীবনানন্দ দাশ*

Abida-আবিদা › বিস্তারিত পোস্টঃ

জলের গান তোমাকে দিলাম……

০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২



হৃদয় গহীনে অনুভূত শুন্যতা এবং একটি তন্দ্রাচ্ছন্ন অসাড় ব্যথা
আমার জ্ঞান, শরাবের মত আমি মাতাল ছিলাম,
অথবা খালের অগভীর জলে কিছু নিস্তেজ আফিম কলতানে বয়ে গেছে
স্থির অতীত এবং কিছু হিংস্র-হায়েনার ঘরগুলি ডুবে গেছে:
'তোমার সুখের প্রতি ঈর্ষা নয়,
কিন্তু তোমার সুখে খুব খুশি হওয়া,
যে তুমি গাছের শাখা-প্রশাখা, প্রস্ফুটিত ফুলে,
কিছু সুবোধ উঠে আসে জীবনের বিজয়ে,
সমুদ্রতটের বৃক্ষগুলো সবুজ-ছায়া বিলীয়মান,
শরতের অন্তে নিগূঢ় কণ্ঠে হেমন্তের গান।




আঁধারে আমি শুনি অশরীরী শান্ত সময়ে
শীতের আগমনী বৃষ্টির ঝুমুর নৃত্যে
আমি আধেক মৃত্যুর সাথে অর্ধেক জলকেলি করি,
অনেক গানের ছন্দে তাকে প্রিয় নামে ডাকতাম,
বাতাসে আমার শান্ত নিঃশ্বাস মিশে যায়;
ইদানিং ভাবনা-ক্লেশে বেশি মনে হয়
নির্ঘুম নিগূঢ় যামিনীতে তুমি স্মরিতে আমায়,
যখন তুমি ভিনদেশী সুরায় মন দিচ্ছ
এমন এক পরমানন্দে!
তবুও তুমি গাইবে, তোমার প্রজ্ঞার বাতিঘরে
শ্রোতা ও গীতি হয়ে নয়নে রাখিব তোমাকে।

৭ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ; সকাল ৮:০৯; হেমন্তকাল
শনিবার, ২৩ অক্টোবর ২০২১।

ছবি (১)
ছবি (২)

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।
আপনি ৪১ বার কমেন্ট করার পরও কোন ব্লগার আপনার খবর নেননি, এদের দিয়ে কি হবে?

০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৫০

Abida-আবিদা বলেছেন: চাঁদগাজী,

এই যে আপনি কমেন্ট করে স্বাগতম জানালেন- এজন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুক।

২| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

মিরোরডডল বলেছেন:



আপু নো মোর কষ্টের লেখা । এখানে শুধু আনন্দের পোষ্ট দাও ।
জীবন হয়ে উঠুক উচ্ছল প্রাণবন্ত !

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০

Abida-আবিদা বলেছেন: মিরোরডডল,

আপু, আপনার উৎসাহ ও পরামর্শে চমৎকার অনুপ্রেরনা আছে। ভালো লাগল।

জীবন আসলেই উচ্ছল প্রানবন্ত হওয়া দরকার।

৪| ০৯ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪২

হাবিব বলেছেন: ব্লগীয় পথ চলা শুভ হোক

১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

Abida-আবিদা বলেছেন: হাবিব

ধন্যবাদ। পাশে থাকার জন্য।

৫| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি, মনোমুগ্ধকর শিরোনাম এবং চমৎকার কবিতা। কবিতায় অভিব্যক্ত বেদনা হৃদয়স্পর্শী।

ব্লগে সুস্বাগতম! শুভ ও সফল হোক আপনার এ ব্লগযাত্রা! নিরাপদ হোক, আনন্দময় হোক আপনার লেখালেখি!

আবিদা নামে এ ব্লগে আগেও একজন লিখতেন, তার পোস্ট ও মন্তব্যের সাথে আপনারগুলোর অনেক মিল পাই। তবে তার নিকটা এমন ইংরেজী-বাংলা মিশিয়ে ছিল না। প্রোপিকটাও ভিন্ন ছিল।

১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

Abida-আবিদা বলেছেন: সম্মানীয় প্রবীণ ব্লগার খায়রুল আহসান,

আপনার শুভকামনায় উৎসাহ ও প্রেরণা পেলাম।

মিল খুঁজে পেলে সেটা কাকতালীয় সৌভাগ্য ধরে নেব। কারণ আমি আবিদা নামে কাউকে পাইনি। আপনার দোয়াকে আশীর্বাদ হিসেবে ধরে নিচ্ছি।

ধন্যবাদ।

৬| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


নতুন কিছু লিখুন; আপনার আশপাশের লোকজন কেমন আছেন, তাদের নিয়ে লিখুন।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৫

Abida-আবিদা বলেছেন: চাঁদগাজী ,

বলার জন্য ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পোস্টে মাস্টার স্ট্রোক দিয়েছেন। আপনার শব্দ চয়ন ও ভাব ব্যঞ্জনা এবং কাব্যিক গভীরতায় মুগ্ধতা...

পোস্টে লাইক।
শুভেচ্ছা আপনাকে।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৩

Abida-আবিদা বলেছেন: পদাতিক চৌধুরি ,

সুন্দর মতামতের জন্য অবিরাম শুভেচ্ছা। পাশে থাকার জন্য ধন্যবাদ।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা বেশ ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.