![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন একজন "জীবন একটাই , যদি হেরে যাই বাঁচব না , আর যদি বেঁচে থাকি কখনই হারব না "কবি বাংলার পান্থ
কবি ও সাহিত্যিক বাংলার পান্থ। লেখালেখির হাতেখড়ি ছোট বেলা থেকেই। ডাক্তারি পেশায় পড়ালেখা করলেও লেখালেখি তাঁর নেশা। সেই নেশায় বুঁদ হয়ে লিখে চলেছেন একের পর এক কাব্যগ্রন্থ, উপন্যাস আর বাংলা সাহিত্যে যোগ করে চলেছেন নতুন ধারা। নতুন ধারার এই লেখকের নতুন বই জুয়াড়ি ৪২০।
এর আগেও জুয়াড়ি'র প্রথম বই বেরিয়েছিল গেল বারের বই মেলায়। সমসাময়িক কালের ঘটনাকে উপজীব্য করে লেখা সেই উপন্যাসে লেখক সমাবেশ ঘটিয়েছিলেন মানব-মানবির প্রেম আর ভালোবাসা ভালোলাগার এক অপূর্ব বিন্যাস। এবারও লেখকের সেই প্রচেষ্টার ব্যত্যয় ঘটেনি।
জুয়াড়ি সিরিজের এবারের বই জুয়াড়ি ৪২০। বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশ করা বই পাওয়া যাচ্ছে বই মেলার ৫০, ৫১ ও ৫২ নম্বর স্টলে।
©somewhere in net ltd.