| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো স্যার/ম্যাডাম,
দয়া করে একটু মনোযোগ দিন এদিকে। আমি সাধারণ একটা ছেলে, গ্রাম্য পোলা। গ্রামে থাকতে ব্লগের নামগন্ধও জানতাম না। ব্লগ সম্পর্কে জেনেছি শহরে এসে--তথাকথিত শহুরে হয়ে। ![]()
এই তো, এই "নাস্তিক-ব্লগার"দের নিয়ে যখন পত্র-পত্রিকায় লেখালেখি শুরু হল, আমার বাবা আমাকে জিজ্ঞেস করে, “বাবু, ব্লগাররা কোথায় কাজ করে? কার আন্ডারে কাজ করে? কোথায় থাকে?” পরে আমি বাবাকে বুঝিয়ে দিলাম ব্লগার কারা। আমার বাবা তো আমার কাছ থেকে জেনে নিল ব্লগার কারা। কিন্তু যাদের জিজ্ঞেস করার মত কেউ নেই তারা কিভাবে জানবে ব্লগার কারা?
যাই হোক, আমি থাকতে চাই একজন ব্লগার হয়ে। পেশাগত নয়, নেশাগত কিছু লেখালেখি করতে চাই। আপনাদের সহযোগীতা দরকার। এই ব্লগ ব্যবহারের কোন টিউটরিয়াল থাকলে আমাকে লিংক দিন দয়া করে।
ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
আবির সাহা বলেছেন: কত কষ্ট করে দুটো পোস্ট দিলাম.......................আর কেউ এদিকে চোখ তুলে তাকায়ও না.........
এরকম হলে তো লেখার আগ্রহই হারিয়ে যায়।