![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল ঢাকা শহরে জোর গুজব, সেনাবাহিনী নাকি মোটা অংকের টাকা ঘুশ খাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাবসায়ী স্বিকার করলেন এমপি পাস এ কেনা তার এক গাড়ির ঝামেলা মেটানোর জন্য এক মেজরকে ধরে তিনি সেনাবাহিনীর উচু পদের এক অফিসারকে ৪০ লাখ টাকা ঘুশ দিয়েছেন। সেনাবাহিনীর উচ্চপদস্হ কর্মকর্তারা নাকি ১-৫ কোটি টাকার মতো মোটা অংকের ঘুশ গ্রহন করে বড় ব্যাবসায়িদের দুর্নীতিবাজদের তালিকা থেকে বাইরে অথবা তালিকায় নাম থাকলেও তাদের ব্যাপারে নিশ্চুপ থাকছেন। একটু খোজ নিলেই দেখা যাবে, দুর্নীতিবাজদের ৫০ জনের দ্বিতীয় তালিকার মাত্র ৯ জনকে আটক বা তাদের অর্থের হিসাব দিতে বলা হয়েছে, বাকি সবাই দিব্বি নিশ্চিন্তে প্রকাশ্যে চলাফেরা করে বেরাচ্ছেন। সেনাপ্রধান বারেবারেই প্রায় প্রতি সপ্তাহেই আমাদেরকে ফ্রিডম অফ প্রেস এর কথা স্মরন করিয়ে দিচ্ছেন। সংবাদপত্রের স্বাধীনতা যদি আসলেও বহাল থাকতো, তাহলে কি আমাদের দেশের নির্ভীক সাংবাদিকরা সেনাবাহিনীর দুর্নীতির এই গুজব নিয়ে কিছু লেখালেখি করতেন না?
ভুলে যাই আমরা শুধু, আমাদের দেশে দুর্নীতি ঢুকিয়েছেন হল একজন সাবেক সেনাপ্রধান, এরশাদ সাহেব।
তাহলে সেই সেনাবাহিনীকেই আমরা আবার এতো গুরু দায়িত্বভার দিয়ে কিভাবে বিশ্বাস করি?
দুর্নীতি দমন কমিশনের প্রধান ঠিকই বলেছেন, "দুর্নীতি আমাদের অভাবের নয়, স্বভাবের।"
২| ২৭ শে মে, ২০০৭ সকাল ১১:১৩
অব্যক্ত বলেছেন: ঘুষ নেয়ার গল্প বলতে পারলে অফিসারের নাম গোপন করার কারন কি? সামরিক অফিসারের নাম বলতে বলেন. মেজরের নাম, উচ্চপদের সেই অফিসারের নাম. সেনাবাহিনী কে বিশ্বাস করতে না পারলে দুদকে জানান. এখানে জানান.
৩| ২৭ শে মে, ২০০৭ সকাল ১১:১৯
আড্ডাবাজ বলেছেন: তবে গীতিআরা চৌ আর তপন চৌদের টাকা পয়সার হিসাব নেওয়ার দরকার আছে। অনেকই বলছেন তারা এই কাজে নাকি ভায়া হিসেবে কাজ করেন। এগুলো দুর্মুখদের কানাঘুষাও হতে পারে । অবশ্য কান কথায় বিশ্বাস করতে নাই।
৪| ২৭ শে মে, ২০০৭ সকাল ১১:২৯
সোনার বাংলা বলেছেন: এইটা কি স্বাধীনতা নয়।
আর যদি প্রমান থাকে তাহলে নাম সহ প্রকাশ করুন।
গুজবে কান না দেয়া ভালো।
এরশাদ দুনীতি করছে সত্য কিন্তু গনতন্ত্রের নাম দিয়ে
হাসিনা খালেদায় কি করেছে।
ভাই ভ্য় না করে দেশের স্বার্থে নাম প্রকাশ করুন।
৫| ২৭ শে মে, ২০০৭ দুপুর ২:৩৫
যীশূ বলেছেন: হু, শুনেছি ইদানীং নাকি আর্মিদের ফ্লাট কেনার হার নাকি বেড়েছে খুব।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০০৭ সকাল ১০:১৪
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: সেনাবাহিনীর উচ্চপর্যায়ের দূর্নীতি কিছু বিচ্ছিন্ন ঘটনা সেনাবাহিনীতে চাকুরী করেন এমন লোকজনের পরিবার/পরিচিতের কাছ থেকে শুনেছি বেশ কয়েকবারই ... ...