নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

কেন আমাদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে?

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪



কেন আমাদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে? এটা একটা সাধারন প্রশ্ন কিন্তু এর উত্তর এক একজন এক এক রকম দিবে। তবে ক্বুর’আন ও সহীহ হাদিস অনুযায়ী এর অন্যতম একটা উত্তর রয়েছে। আজ আমরা এই ব্যাপারটি জানার চেষ্টা করব ইন শা আল্লাহ।

প্রথমত দেখা যাক আমাদের কি কি রকমের খারাপ অবস্থা যাচ্ছেঃ

১. ধর্মগতঃ আমরা আজ শিরকে লিপ্ত (খাম্বা পূজা, মিনারে ফুল দেয়া, কবরের সামনে নিরবতা পালন, স্যালুট), কুফুরী (গনতন্ত্র সংবিধান মেনে চলা, ধর্ম নিরপেক্ষতা), হারম (প্রকাশ্য যেনা, পর্দাহীনতা, গান-বাজনা বেড়ে যাওয়া) ইত্যাদি ধর্মগত সমস্যা।

২. দুনিয়াগতঃ ভালো রুজি রোজগার এর অভাব, সংসারে অশান্তি, জান-মালের নিরাপত্তাহীনতা, শিক্ষার মান দুর্বল, রোগ-শোক ও মানসিক অশান্তি, হিংসা ও রেষারেষি, দলীয় প্রভাব ইত্যাদি।

এবার মূল প্রশ্ন কেন আল্লাহ আমাদের উপর এরকম চাপাচ্ছেন (আসলে এটার কারন কি)?

একটু ইতিহাস ঘুরে আসি,

♦ রসুল (সঃ) এর সময় ছিল সবচেয়ে উত্তম সময় সবাই ইসলাম নিয়ে শান্তিতে ছিল...
♦ এর পরে আবু বাক্বর (রঃ) আমল ছিল খলিফাদের মধ্যে উত্তম সময় ...
♦ এভাবে উ’মার (রঃ) এর আমালে ছিল চরম ন্যায় প্রতিষ্ঠা ...
♦ কিন্তু তাকে শহীদ করার পরে উসমান (রঃ) ...
♦ এবং তাকেও শহীদ করে আ’লী (রঃ) এই সময়কাল গুলো ছিল স্বর্নযুগ


♥ একসময় ‘আলী (রঃ) ... হাসান (রঃ) ... হুসাইন (রঃ) প্রায় সবাইকে শহীদ করে দেয়া হল তখন ইসলামের বিষয়গুলো মানুষের থেকে দুর্বল হতে থাকলো ... আর ঠিক ঐসময়

হাজ্জাজ বিল ইউসূফ একজন চরম অত্যাচারী- হত্যাকারী মুসলিম শাসক আসলো ... এবং দেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চলল ... সহাবী(রঃ) হত্যা ... মানূষের জান-মাল নিরাপত্তাহীনতা।

এবার ভালো করে শুনে রাখুন,

হাসান আল-বাসরী (রহঃ) এর কাছে একদল মানুষ এসে ফাতওয়া চাইলেন যে হাজ্জাজ এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করার জন্য। তখন তিনি বললেন,

“অবশ্যই হাজ্জাজ আল্লাহর তরফ থেকে তোমাদের জণ্য শাস্তি। তাই আল্লাহর শাস্তি তোমাদের হাত দিয়ে প্রতিরোধ করতে যেও না। বরং তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কেননা আল্লাহই বলেছেন, ‘আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের রবের সামনে নত হল না এবং কাকুতি-মিনতিও করল না।’(সূরা মু’মিনুনঃ ৭৬)”

সুবহানআল্লাহ!! কি হিকমাতপূর্ন উত্তর ... !!!!

এবার একটু ইতিহাস থেকে ফিরে নিজেদের অবস্থার দিকে ফিরে দেখুনতো, আমাদের উপর এই অবস্থার মূল কারনটা কি বুঝা যাচ্ছে কি না??
এর আগেও একটা পোষ্ট এ বলা হয়েছিল, “যে দেশের জনগণ যেরকম সেই দেশের শাসক সেই রকমই হয় এটাই আল্লাহর হিকমাত”
আল্লাহ আমাদের এই অবস্থা বুঝার ও সঠিক পথে ফিরে আসার তাওফীক্ব দিন আমীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.