নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

পুরুষের পেট ও পিঠ দর্শনঃ Shame on You GIRLS

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

►পুরুষের পেট ও পিঠ দর্শন◄



একদিন এক বাড়ীতে স্থানীয় কয়েকজন ইসলামপ্রিয় নারী দ্বীনি আলোচনা শোনার জন্য (শরয়ী পর্দা বজায় রেখে) জমায়েত হয়েছিলেন। সেখানে আলোচনার এক পর্যায়ে একজন বলেছিলেন-



“আজকাল মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।” :D



কথাটা শেষ না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে প্রতিবাদের সুরে বললেন-



" আমি আপনার এ বাক্যটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? " ওরা তো বেশরম, বেলাজ……"



মহিলা তখন আলোচনা বন্ধ করে বললেন, আপা! আপনি কি করেন?



মহিলাটি তখন বলল- এই বিদ্যালয়ে শিক্ষকতা করি।



আলোচক মহিলা তখন জানতে চাইলেন, ‘আপনার প্রতিষ্ঠানে কয়জন পুরুষ ও কয়জন মহিলা শিক্ষক আছেন?



মহিলা বলল, আমরা সমান সমান।



তখন তিনি বললেন, আপনি কি কোন দিন আপনার পুরুষ কর্মীদের পেট-পিঠ দেখেছেন?



প্রতিবাদকারী নিশ্চুপ।



আলোচক মহিলা বললেন, দেহ প্রদর্শন করা নির্লজ্জতা।

কিন্তু এ কাজটা সাধারণত পুরুষরা করে না।




আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট-পিঠ দেখবেন, তাহলে তাকে আহ্বান করে বলতে হবে, ভাই আপনার শার্ট বা পাঞ্জাবীটা একটু উপরে উঠান, আমি আপনার পিঠ বা পেট একটু দেখব। সে ভাই তখন অবশ্যই আপনাকে পাগল মনে করবে।



আর আপনার পেট- পিঠ কতোভাবে কতো এ্যাংগেলে কত শত নারী-পুরুষ দেখছে, তার কি কোন হিসাব আছে? পুরুষেরা পেট-পিঠ বের করে বাইরে বা অফিস- আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা।



যা থাকা উচিত ছিল মেয়েদের।



অথচ মেয়েরা কিভাবে জামা বা ব্লাউজের গলাটা আরেকটু বড় করে কাঁধ ও বুকের উপরি অংশে বের করা যাবে- সে চেষ্টাই করে।


এ পর্যায়ে বেচারা ভদ্রমহিলা একেবারে চুপ হয়ে গেলেন।

হে আল্লাহ আমাদের মা বোনদের শরয়ী পর্দা করার তৌফিক দান করুন,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.