নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

▓► কোন মুর্খ ব্যাক্তি জান্নাতে যাবে না ◄▓

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২০

▓► কোন মুর্খ ব্যাক্তি জান্নাতে যাবে না ◄▓

♥ প্রায়ই কোন না কোন ভাই থেকে একটা প্রশ্ন শুনতে হয়ঃ
» "আচ্ছা ভাই অধিকাংশ মানুষ কেন এই #simple বিষয় (#ইসলামের) মানে না?"
আমিও ভাবতাম!! আসলেই তো #কাহিনীটা কি? এত স্পষ্ট করে কুর'আন ও সহীহ হাদিস অনুযায়ী বলার পরেও কেউ মানে না কেন ... ... সবাই দূরে দূরে থাকে কেন ... ... কেউ ঠিকমত জানতেও চায় না কেন?
এটা possible উত্তর #অসংখ্য এর মধ্যে সংক্ষেপে কয়েকটা আমি দিব যেটা কুর'আন ও হাদিস থেকে পাওয়া যায়ঃ

♥ ১. প্রথমেই যেটা কারন সেটা হল, #অজ্ঞতা মানে অধিকাংশ মানুষ জেনেই না আসলে সঠিক দ্বীন কি? মরা পর্যন্ত wait করতে থাকে

♥ ২. #বুঝে #না ... অধিকাংশ মানুষ বুঝেও না আসলে দ্বীনটা কি!! এরা শুধু নামাজ পড়াই খালাস

♥ ৩. #বুঝতে #চায় #না ...অধিকাংশ মানুষ বুঝতে যায় না কারন বুঝলে আবার কি না কি ঝামেলায় জড়ায়া যায় ইসলাম তাদের কাছে বহুত বড় বোঝা।

♥ ৪. #হুজুগে বিশ্বাসী ... ... অধিকাংশরাই কুর'আন ও সহীহ হাদিস পড়ে-বুঝে মানে না তারা shortcut পথে হুজুরের হুজুগে চলে

♥ ৫. #সংখ্যাগরিষ্ঠতায় চলে ... ... এত এত মানুষ কি ভুল করতাছে সবাই নামাজ পড়ে এমনে আর তুমি নামাজ পড় ওমনে কিল্লাই?? (সবাই যা (#ভুল) করে আমিও তাই করি এটাই জাহেলিয়াত)

♥ ৬. #বাপ-দাদাকে #অনুসরন করে ... ... আরে আমার বাপ-দাদা #মিলাদ কইরা আইছে আর তুমি কও মিলাদ বিদ'আত!!!

♥ ৭. #নফসের মধ্যে #সমস্যা ... ... এটাই সবচেয়ে #বেশি!!! সবই বুঝে সবই জানে কিন্তু মানতে #কেমন জানি লাগে !!

♥ ৮. অর্থের #লোভ, চাকুরীর #ভয় আর #মানুষের লজ্জা ...... পাড়ার ইমাম সাহেব ঠিকই জানে বুখারীর হাদিস সহীহ কিন্তু তারপরেও ►মাঝহাব নিয়া ফাল পাড়ে।

♥ ৯. #EGO ... সবই ঠিক আছে কিন্তু ভুল স্বীকার করতে কষ্ট হয় কারন!!! এত বছত ভুল করছি সবাইরে ভুল জানাইছি এখন যদি সবার সামনে বলি ইসলামে এইগুলা নাই তাহলে তো আমার মাওলানাগিরি শ্যাষ।

♥ ১০. #চাপে পড়ে ... ... হাজার বুঝি কুর'আন একমাত্র সংবিধান তবুও বিচার করি দেশের আইন দিয়া আবার ভোটও দেই (এসব #কুফুরী)


♥ ১১. #সরলতা ... অনেক ক্ষেত্রে অনেক সরল প্রান মানুষ যারা অনেক ক্ষেত্রে জ্ঞান অর্জনের অক্ষম পরের উপর নির্ভরশীল তারা দ্বীনের ব্যাপারে বেশি আগাতে পারে না।

» » »তাই একটা কথা মনে পড়লঃ

"কোন মুর্খ ব্যাক্তি জান্নাতে যাবে না"

► বিদ্রঃ মুর্খ মানে, কুর'আন ও সহীহ হাদিস না জানা ব্যাক্তি ............
......................কোন ph.d masters করা পাবলিক না!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.