নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

▓ ♥ DEATH NOTE: মৃত্যু পুর্ব প্রস্তুতি ______ ■

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:০২

▓ ♥ DEATH NOTE: মৃত্যু পুর্ব প্রস্তুতি ______ ■

একটি রিমাইন্ডার!! আমরা যারা মুসলিম তারা সবাই ইসলামিক জীবন যাপন করি বা কমপক্ষে চেষ্টা করি । কিন্তু যে জিনিষটার জন্য আমাদের এত চেষ্টা সেটা হল মৃত্যুর সময় #পাশ করা।

কিন্তু অধিকাংশরাই আমরা এই মৃত্যু বিষয়টা ভুলে থাকি কারন দুনিয়াবী ব্যস্ততা আরো অনেক কিন্তু (এটা স্বাভাবিক অনেক বড় আলেম হলেও এটা মাঝে মাঝে ভুলে যেতে বাধ্য) কিন্তু কিছু ► BASIC ◄ প্রস্তুতি পুর্বে থেকে রাখা ভালো সময় চলে যাওয়ার আগেই। যেসব প্রস্তুতি না নিলেই নয় তার কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হল।

*** আপনাদের যদি মন্তব্য (পয়েন্ট) থাকে তাহলে কমেন্ট করে প্রকাশ করুন। আল্লাহ আমাদের প্রস্তুতি নেওয়ার তাওফীক দিন আমিন।

||==========================================||

♦১. এখনি খুজে বের করুন আপনার আক্বীদা (ঈমান) এর বিষয় বস্তু গুলো ঠিক মত আছে কি না... (কারন ঈমান এর বিষয়ে সন্দেহ আর ভুল নিয়ে মারা গেলে আম ছালা সব শেষ)

♥২. ফরজ নিয়মিত আ'মাল গুলো ঠিক মত আদায় হচ্ছে কি না দেখুন ... (At least ফরজ যেগুলো হিসাব না দিয়ে আপনি বাঁচতেই পারবেন না যেমন #সালাত সেটা ঠিক করুন)

♣৩. At least এমন সব হারাম খুজে বের করুন যে গুলো করলে বা খেলে আপনার দু'আ বা আ'মাল কবুল হবে না ... ... (যেমন সুদ খাওয়া বা এর সাথে কোন ভাবে জড়িত থাকা, সিগারেট মদ জুয়া লটারী ইত্যাদি খাওয়া বা নেয়া)

♠৪. এমন সব কাবীরা গুনাহ বের করুন যে গুলো #মানুষের সাথে অবিচার করেছেন ... ... (যেমন মা-বাবার প্রতি খারাপ আচরন, গীবাত, গালি, অত্যাচার, প্রতারনা, চুরি,ঋন, অবৈধ প্রেম-ভালোবাসা ইত্যাদি )

☻৫. এবার আপনার সবচেয়ে দ্বীনি মানুষ গুলোকে জানিয়ে রাখুন [মোবাইল নং বা কাগজে লিখে] আপনার মৃত্যু হলে তারা কিভাবে দ্বায়িত্ব নিবে ... (পরিবার বিদ'আতি হলে বা দ্বীন না বুঝলে ঝামেলা তাই পরিবারকে ওসিয়াত করুন যে, আপনার লাশ যেন দ্বীনি কারো হাতে অর্পন করে সহীহ ভাবে #দাফন #কাফন সম্পন্ন করে)

■ ৬. আপনার ব্যাক্তিগত জিনিষগুলো আল্লাহর পথে দান করার ওসিয়াত করে যান।

****************************************************

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.