নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

★★ আপনি দাড়াবেন আর বেচারা জাহান্নামে যাবে ★★

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬

★★ আপনি দাড়াবেন আর বেচারা জাহান্নামে যাবে ★★

আমাদের সমাজের একটি চিরাচরিত নিয়ম (বদ-অভ্যাস) হলঃ
কারো সম্মানে চেয়ার থেকে বা বসা থেকে দাঁড়িয়ে যাওয়া বা কারো জন্য ১ মিনিট নিরবতা পালন করা আরো অনেক কিছু।

♥আগে সাহীহ হাদিসটা জানিঃ "আনাস (রঃ) বলেন, নাবী(সঃ) কে দেখে সাহাবা (রঃ) রা এত বেশি খুশি হতেন যে অন্য কাউকে দেখে এত খুশি হতেন না অথচ যখন তাকে তাকে দেখতেন তখন তার সম্মানার্থে কখনো উঠে #দাড়াতেন #না, কেননা এটা নাবী (সঃ) এর অপছন্দ ছিল।" [আল-আদাবুল মুফরাদ পৃষ্ঠাঃ ৪২১, ইঃ ফাঃ]

♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝♦╝
তাহলে বুঝার চেষ্টা করুন আপনি যে #লোকটিকে (হোক সে জম্মদাতা পিতা, হোক স্যার, হোক প্রধান্মন্ত্রী) সম্মান করে উঠে দাড়ালেন সে নিশ্চয়ই মুহাম্মাদ (সঃ) এর চাইতে #বড় না?? যেখানে নাবী(সঃ) এর জন্যই দাঁড়ানো যাচ্ছে না সেখানে একজন মুসলিম আর কার জন্য সম্মানার্থে দাড়াতে পারে?? আল্লাহ বোঝার তাওফীক দিন আমিন

▓ ▒ ░ এবার আসি আপনি দাড়ালে কার কি হবে সে কথা...

♦সাহীহ হাদিস দেখুনঃ "রসুল (সঃ) বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে লোকেরা তার জন্য দাড়াক ,তার জন্য দোযখ অনিবার্য।" [আবু দাউদ ও তিরমিযী:২৭৫৫]


তার মানে আপনি দাড়াবেন আর #বেচারা স্যার যাবে #জাহান্নামে -- এখানে অবশ্যই দুটি কাজ করনীয়ঃ

① আপনি দাড়াবেন না (কেউ জিজ্ঞাসা করলে হাদিস শুনিয়ে দেবেন)
② আর আপনার জন্য কেউ দাড়ালে অবশ্যই তাকে হুশিয়ার করে দেবেন (কে চায় শুধু শুধু আরেকজনের দাড়ানোর জন্য নিজে জাহান্নামে যেতে)


আল্লাহ আমাদের নেতৃস্থানীয় লোকদের বুঝার ও আমাদের উপস্থাপনের তাওফীক দিন আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.