![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই আমি-\nপৃথিবীর কোনো এক প্রান্ত থেকে\nআমার মনের কথাগুলো চিৎকার\nকরে ছড়িয়ে দেই অসীম আকাশে!\nজানি না এই নিছক কিছু তরঙ্গ\nকতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!\nঅথবা কোনো এক ভিনগ্রহী\nঅবাক হয়ে শুনবে আমার কথামালা\nজানি না কি অনুভূতি হবে তার!\nহয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে\nকরুণামাখা কন্ঠে বলবে আনমনে,\n\'বড় দুঃখী এক মর্ত্যবাসী!\'
সাইকোলজিক্যাল হরর মুভিগুলোর প্রথম পাঁচটির মধ্যে অবশ্যই থাকবে এমন একটি ‘দ্য সিক্সথ সেন্স’। অন্তত আমার লিস্টে উপরের দিকেই থাকবে! ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভি পরিচালনা করেছেন ভারতীয় বংশদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালান। কাহিনীও তার নিজের লেখা।
ESP বা Extrasensory Perception যার বাংলা অর্থ করলে দাঁড়ায় অতীন্দ্রিয় উপলব্ধি! ESP কে সিক্সথ সেন্স হিসাবেও নামকরণ করা হয়। কিছু কিছু মানুষ এই ক্ষ্মতার অধিকারী হয়ে থাকে। তারা স্বাভাবিক-সাধারণ এই পৃথিবীর বাহিরের এক জগতের সন্ধান পায়। ব্যাখ্যার অতীত এই ক্ষমতার অস্তিত্ব অবশ্য আধুনিক বিজ্ঞান স্বীকার করে না। এমন ক্ষমতার একজনকে নিয়েই 'দ্য সিক্সথ সেন্স' মুভির কাহিনী আবর্তিত হয়। কোল সিয়ার নামের নয় বছরের এই ছেলের দাবি সে মৃত ব্যক্তিদের দেখতে পায়, তাদের সাথে সে যোগাযোগ করতে পারে। স্বাভাবিক ভাবেই সে বন্ধুবিহীন হয়ে পরে। অদ্ভূত কিছু ঘটনা ঘটতে থাকে তাকে ঘিরে।
ড. ম্যালকোম ক্রো যিনি একজন চাইল্ড সাইকোলোজিস্ট তিনি কোলের ব্যপারে বেশ আগ্রহ দেখায়। এই ধরণের রোগী নিয়ে সে আগেও কাজ করেছে। এমনি একজনের দ্বারা মুভির শুরুতেই সে আক্রমণের শিকার হয়। সাইকোলজিক্যাল দিক থেকে তার কাছে মনে হতে থাকে নিশ্চয়ই কোল ডিল্যুশনে ভুগছে। কোলের সাথে সে আরো বেশী সময় কাটাতে থাকে, বুঝতে চেষ্টা করে তার সমস্যা। কোল ধীরে ধীরে তার সমস্যাগুলো ক্রোকে বলতে থাকে। সে তার চারপাশে সবসময় মৃত মানুষ দেখতে পায়। তারা হয়তো কোনো এক সময় সেই স্থানে ছিল। কিন্তু মৃত মানুষগুলো একে অন্যেকে
দেখতে পায় না, তারা শুধু তাই দেখতে পায় যা তারা মনে প্রাণে চায়। এবং তারা জানেও যে না তারা মৃত! কিন্তু কোল বুঝতে পারে না তাকে সবসময় মৃত মানুষগুলো কেন তাকে ভয় দেখায়, কি প্রয়োজন তাদের? কোল ক্রোর কাছে সাহায্য চায়। এই অবস্থা থেকে সে মুক্তি চায় কিন্তু কিভাবে সে জানে না। এমন সময়ে ড. ক্রো তার দাম্পত্য জীবন নিয়ে খুব হতাশার মধ্যে পড়ে যায়। তার প্রাণপ্রিয় স্ত্রী হটাৎ করে যেন অন্য রকম হয়ে গেছে। তার প্রতি কোনো ধরণের আগ্রহ নেই। মানসিকভাবে সে নিজেই বিপর্যস্থ।
যদিও ক্রো প্রথমে কোলের কথা বিশ্বাস করেনি তবে শেষ পর্যন্ত তার কথা সত্য ধরেই এগিয়ে যেতে থাকে। কোল মুক্তি পেতে থাকে তার অমানুষিক এক ভীতি আর উৎকণ্ঠা থেকে। কিন্তু ক্রোর স্ত্রী কেন তাকে এড়িয়ে চলে, কেন একটি কথাও তার সাথে বলে না কোল তাকে একটি সমাধান দেয়। আর সমাধান সম্পূর্ণই অপ্রত্যাশিত।
পুরো মুভি এক নিঃশ্বাসে দেখে নেবার মত। আর কাহিনীর শেষটায় অবশ্যই চমকাতে হয়। কোল চরিত্রে অসাধারণ অভিনয় করে হেইলি জোল অজমেন্ট আর ড. ক্রো চরিত্রে অভিনয় করেন ব্রুস উইলিস। ক্রিটিকদের কাছে যেমন এই মুভি হাই রেটিং পাওয়া তেমনি ব্যবসায়িক দিক থেকেও ব্লকবাস্টার। ৬ টি অস্কার নমিনেশন পাওয়ার পাশাপাশি ৪০ মিলিয়ন ডলার বাজেটের এই মুভি আয় করে ৬৭২ মিলিয়নেরও বেশী।আইএমডিবি রেটিং ৮.২ এবং রোটেন ট্যোমেটোতে ৮৫% ফ্রেশ রেটিং।
ডাউনলোড লিংকঃ
টরেন্টঃ
[link|http://torcache.net/torrent/1BA5018C8278ABEC06F8C024D734083E462352C4.torrent?title=[kickass.to]the.sixth.sense.1999.1080p.bluray.x264.anoxmous|দ্য সিক্সথ সেন্স ১০৮০পি]
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
অদিব বলেছেন: ধন্যবাদ!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: সেরাম মুভি। ব্রুস উইলিস আবাল টাইপ মারামারি মুভি না করে এসব মুভি বেশি করে করলে ভালো হইত।
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
অদিব বলেছেন: ডাই হার্ড সিরিজটা কিন্তু সেইরাম!
অ্যাকশন কিন্তু আবাল টাইপ না! তবে তার আবাল ধরণের মুভির সংখ্যাও কম না!
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪
বাঁশ আর বাঁশ বলেছেন: ++++
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
অদিব বলেছেন: + এর সাথে বাঁশ না দেয়ার জন্য ধন্যবাদ!
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর রিভিউ! নাইস মুভি!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
অদিব বলেছেন: শুধু নাইস না একেবারে অসাম মুভি!
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩
তওসীফ সাদাত বলেছেন: মুভিটা সিরাম। সন্দেহ নাই। রিভিউ ভাল্লাগসে।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
অদিব বলেছেন:
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
মশিকুর বলেছেন:
এখনও দেখি নাই দেখতে হবে
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
অদিব বলেছেন: দেখে ফেলুন দ্রুত!
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০
শাহাদ মাহমুদ বলেছেন: খুব বেশি হরর নাকি?
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
অদিব বলেছেন: না! তবে মুভির ভিতরে কঠিন এক সাস্পেন্স আছে!
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬
দিবা স্বপ্ন বলেছেন: এই মুভিটির শেষ দৃশ্যটি দেখে পুরাই বেকুব হয়ে গেছিলাম। ব্রুস উইলি এই মুভিতে অসাধারন অভিনয় করলেও আমার বাচ্চা ছেলেটির অভিনয় বেশি ভাল লেগেছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
অদিব বলেছেন: সহমত! বাচ্চা ছেলেটার অভিনয় অসাধারণ!
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৫
মেঘ মেয়ে বলেছেন: অসাধারণ মুভি। আপনার রিভিউ দেখে এখন আবার দেখতে ইচ্ছে করছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
অদিব বলেছেন: এই ধরণের মুভি বারবারই দেখতে ইচ্ছা করে!
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: মুভিটা দেখা, নাইস একটা মুভি!
আপনার রিভিউ পড়ে ভালো লাগছে
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার রিভিউ। ম্যুভির শেষে এসে সত্যিই তব্দা খেয়েছিলাম।
শুভেচ্ছা।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
অদিব বলেছেন: আমিও কঠিন তব্দা খেয়ে গেছিলাম!
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সোজা কথা বলেছেন: রিভিউটা খুব সুন্দর হয়েছে।কাহিনিটা তো দেখছি বেশ চমত্কার ! দেখতে হবে.....
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
অদিব বলেছেন: দেখে ফেলুন! ভালো লাগার মত একটা মুভি!
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫
গৃহ বন্দিনী বলেছেন: আমি মুভির সাসপেন্স বেশিক্ষণ সহ্য করতে পারি না । তাই টান মাইরা আগেই লাস্টের অংশ দেইখা ফেলি ।
রিভু ভাল হৈসে
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
অদিব বলেছেন: কস কি মহিলা মমিন!
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮
অগ্নিপাখি বলেছেন: ব্রুস উইলিস এর এই মুভিটা অনেক বার দেখা। এই মুভি সম্পর্কে একটি আমেরিকান দৈনিক এর রিভিউ ছিল মাত্র একটি শব্দেঃ WOW!!!!
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন: দেখেছি মুভি টা , অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে , অনেক থট ফুল ।রিভিউ ভালো লাগল ।
গৃহ বন্দিনী আপুর কমেন্ট পরে হাসছি , এই কাজ আমিও করি , মুভি দেখা বা বই পড়ার সময় ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ গঠন মুলক