![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই আমি-\nপৃথিবীর কোনো এক প্রান্ত থেকে\nআমার মনের কথাগুলো চিৎকার\nকরে ছড়িয়ে দেই অসীম আকাশে!\nজানি না এই নিছক কিছু তরঙ্গ\nকতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!\nঅথবা কোনো এক ভিনগ্রহী\nঅবাক হয়ে শুনবে আমার কথামালা\nজানি না কি অনুভূতি হবে তার!\nহয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে\nকরুণামাখা কন্ঠে বলবে আনমনে,\n\'বড় দুঃখী এক মর্ত্যবাসী!\'
একটি কবিতার জন্য আমি তোমার কাছে ভিখারী
আমি বলেছিলাম আমি শুধু যন্ত্রণা চাই!
সহস্র বছর ধরে যা আমার পিছে ছুটবে
আমার বদ্ধ দুয়ারগুলো খুলে দেবে
আমি অবাক চেয়ে দেখবো আমার সত্তাকে!
দুর্ভেদ্য কারাগারে যা ছিল বন্দি।
একটি মাত্র কবিতা, দু' চারটে লাইন
আমার কলম থেকে জন্ম নেবে!
আমি কিন্তু লোভী ছিলাম না।
আমি তখনো ভাবতে পারি নি
তুমি নিজেই একটি মহাকাব্য!
তোমার ভিতরে অদ্ভুত বিশালতা
আমি একটু একটু করে তোমার ছন্দে মিশে যাই
তোমার প্রতিটি শব্দের রহেস্য
তোমার ময়াময় এই কবিতার গভীরে
আমি নিজেই হারিয়ে যাই!
©somewhere in net ltd.