![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই আমি-\nপৃথিবীর কোনো এক প্রান্ত থেকে\nআমার মনের কথাগুলো চিৎকার\nকরে ছড়িয়ে দেই অসীম আকাশে!\nজানি না এই নিছক কিছু তরঙ্গ\nকতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!\nঅথবা কোনো এক ভিনগ্রহী\nঅবাক হয়ে শুনবে আমার কথামালা\nজানি না কি অনুভূতি হবে তার!\nহয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে\nকরুণামাখা কন্ঠে বলবে আনমনে,\n\'বড় দুঃখী এক মর্ত্যবাসী!\'
ধর, তোমার জন্য আমি একটি শহর বানিয়ে ফেললাম
যেখানে কেউ থাকবে না,থাকব শুধু আমি আর তুমি।
যে শহরেরে দালানের প্রতিটি ইট হবে আমার নকশায়,
এ শহরেরে প্রতিটি ল্যাম্পপোস্ট থাকবে তোমার ইশারায়!
আমার শার্টের কোণায় লিপস্টিক লাগানোর
জন্য থাকবে না কোনো লাস্যময়ী নারী!
অথবা তোমার দিকে আড়চোখে তাকানোর
মত বখাটে থাকবে না এই শহরের অলি-গলিতে!
এই শহরে বর্ষা নামবে তোমার ইচ্ছায় অযথাই,
এই শহরে জ্যোৎস্না নামবে প্রতি অমাবস্যায়!
তোমার জন্য নক্ষত্ররা জ্বলবে সারাবেলা,
তোমার জন্য সূর্য উঠবে দখিনের জানালায়!
ধর, এমন করেই কেটে যাবে এই বেলা
শুধু আমি আর তুমি,যেমন বলে কবিরা।
তোমার আমার এই অলৌকিক শহরে
আমার তোমার বসবাস আমার কল্পনাতে!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
অদিব বলেছেন: সহজ মনে করেছি...? অবশ্যই না! মনের ভিতরের কথাগুলোই লিখি! কারো মনের ভিতরে থাকবে, এটা ভেবে লেখা হয় না! মন্ত্যবের জন্য ধন্যবাদ!
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
অদিব বলেছেন: ধন্যবাদ!
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভালো হয়েছে +++++++++++++++++++
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
অদিব বলেছেন: 'এত্তগুলা' + এর জন্য ধন্যবাদ!!!
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮
রাঙ্গা রিয়েল.... বলেছেন: ভালো লিখেছেন।মন ছুয়ে গেল
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
অদিব বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০
পাঠক১৯৭১ বলেছেন: কবিতা লেখা সহজ মনে করছেন, তা'আসলে নয়; পড়লাম, মনে রাখার মতো কিছু দেখলাম না।