![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই আমি-\nপৃথিবীর কোনো এক প্রান্ত থেকে\nআমার মনের কথাগুলো চিৎকার\nকরে ছড়িয়ে দেই অসীম আকাশে!\nজানি না এই নিছক কিছু তরঙ্গ\nকতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!\nঅথবা কোনো এক ভিনগ্রহী\nঅবাক হয়ে শুনবে আমার কথামালা\nজানি না কি অনুভূতি হবে তার!\nহয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে\nকরুণামাখা কন্ঠে বলবে আনমনে,\n\'বড় দুঃখী এক মর্ত্যবাসী!\'
এইতো, এইমাত্র ঘটে গেলো দুর্ঘটনা
আমার হৃদয় জুড়ে রক্তের একি কান্না!
আমি আঁধারে হাতড়ে খুঁজছি তোমাকে-
তুমি চলে যাচ্ছ বহুদূরে, সমুদ্রের ওপাড়ে!
আমি ছুটছি ডাক্তার থেকে কবিরাজ,
আমি নিয়ে ফিরছি ঔষধী থেকে হারবাল।
তবুও ক্ষত বেড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক,
ছিঁড়ে ফেলছে দেহ, গুড়িয়ে দিচ্ছে কল্পনার তুমি।
আমি তবুও জপি তোমার নাম আনমনে-
মৃত্যুর আগে কেন হারিয়ে যাবে তোমার স্মৃতি?
কিন্তু তুমি যে সত্যি ফিরে আসছ আবার-
আমি নষ্ট স্মৃতির সাথে তোমাকে মেলাতে ব্যস্ত!
তুমি আমাকে জড়িয়ে নিচ্ছ তোমার ভিতরে
সুই-সুতায় বেঁধে ফেলছ রক্তাক্ত হৃদয়,
আমার হৃদয় এখন তোমার বোনা নকশিকাঁথা!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
অদিব বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !