| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদিব
এই আমি-\nপৃথিবীর কোনো এক প্রান্ত থেকে\nআমার মনের কথাগুলো চিৎকার\nকরে ছড়িয়ে দেই অসীম আকাশে!\nজানি না এই নিছক কিছু তরঙ্গ\nকতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!\nঅথবা কোনো এক ভিনগ্রহী\nঅবাক হয়ে শুনবে আমার কথামালা\nজানি না কি অনুভূতি হবে তার!\nহয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে\nকরুণামাখা কন্ঠে বলবে আনমনে,\n\'বড় দুঃখী এক মর্ত্যবাসী!\'
এই কান্নার কোনো নাম ছিল না কোনকালে-
এসব কান্না কেঁদেছে মানুষ বহু যুগ আগে থেকে!
কোন তরঙ্গে কান্নার ধ্বনি বুকে বিঁধেছে নিযুত?
কোন পথে গড়িয়ে গেছে এক নদী কান্নার জল?
এ কান্না কিন্তু জারজ হয়ে পৃথিবীর মুখ দেখেনি।
অভিশপ্ত কান্না জন্ম দেয় প্রতাপশালী কোনো সম্রাট,
শিশ্নহীন কোনো চাটুকার দাঁত কেলিয়ে করে যুদ্ধের সূচনা-
বলহীন কোনো নেতা ভাঙ্গা গলায় ডাক দেয় ধবংসের!
তারপর লুকিয়ে পড়ে এক আঁধার করা গর্তে-
তাদের ভয়ংকর হাসিতে কান্নাগুলো চাপা পড়ে অসহ্য ভারে!
তারপর কোনো উদাস কিশোর কিংবা টগবগে যুবক-
মহাসড়কের মাঝে দাঁড়িয়ে চিৎকার দেয়- 'যুদ্ধে চল'
কান্না কিংবা হাসির সমীকরণ তার তখনো অজানা।
আঘাতে আঘাতে তারা বারবার হেসে ওঠে নিদারূণ,
কোথায় কান্না কোথায় হাসি খুঁজতে যাবার বহু আগেই
কোথায় নরক কোথায় স্বর্গের মাঝে হাতড়ে বেরায় তারা!
আর সেই খুব দুঃখী অনাদরে পড়ে থাকা কান্নারা?
তারা এবার ছড়িয়ে পড়ে জনে জনে! আর তাইতো-
এখন কাঁদছে কোনো মা, এখন কাঁদছে কোনো এক বাবা
কেঁদে চলছে কোনো এক বোন, কেঁদে চলছে কোনো এক ভাই
কান্নায় হাবুডুবু কোনো প্রেমিকা অথবা কোনো নিঃসঙ্গ প্রেমিক।
এসব কান্না তবুও দেয়াল ভেঙ্গে বেড়িয়ে আসতে পারে না
বদ্ধ ঘরে বারবার চাবুক পিটিয়ে যায় কোমল হৃৎপিণ্ডে!
আর সব সত্যের নৃপতিরা তখনো পৈশাচিক উল্লসিত,
কান্নার গালগপ্প স্রেফ মনে হয় এক রূপকথার গল্প!
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৩
অদিব বলেছেন: ধন্যবাদ কান্ডারি অর্থব প্লাসের জন্য! শুভকামনা জানবেন!
২|
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৪
অদিব বলেছেন: ধন্যবাদ!
৩|
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৪
সুমন কর বলেছেন: কাণ্ডারি ভাইয়ের সাথে সহমত।
কবিতা ভাল লাগল।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৮
অদিব বলেছেন: আপনাত মন্ত্যবে ঠিক তেমনি ভালোলাগা সুমন দা!
৪|
০২ রা মার্চ, ২০১৪ রাত ১:১৩
আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগল ।। ![]()
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪
অদিব বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ সাদিক ভাই!
৫|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন লাগলো আপনার কবিতা..!
ভালো থাকুন ।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৫
অদিব বলেছেন: ভালোর থাকার চেষ্টায় আছি! আপনিও ভালো থাকুন! ধন্যবাদ মতামতের জন্য।
৬|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
অদিব বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা!
৭|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা বেশ লেগেছে , নীচের কথাটা খুব মনে পড়ছে , এখানে ওল্ড ম্যান বলতে রাজা - মন্ত্রীদের বুঝানো হয়েছে !
War is for old man politics and young man dying.
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪৯
অদিব বলেছেন: আমাদের দেশেও তো এমন বুলি আছে কত! এই যেমন- 'রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগরায় প্রানান্ত' এভাবেই চলে আসছে, এভাবেই হয়তো চলতে থাকবে!
৮|
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক প্রাণবন্ত লিখিলেন ব্রাদার!
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
অদিব বলেছেন: এহেন মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ব্রো!
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
তারপর কোনো উদাস কিশোর কিংবা টগবগে যুবক-
মহাসড়কের মাঝে দাঁড়িয়ে চিৎকার দেয়- 'যুদ্ধে চল'
কান্না কিংবা হাসির সমীকরণ তার তখনো অজানা।
এই লাইনগুলো ভীষণ পরিনত.......
কবিতায় প্লাস