![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই আমি-\nপৃথিবীর কোনো এক প্রান্ত থেকে\nআমার মনের কথাগুলো চিৎকার\nকরে ছড়িয়ে দেই অসীম আকাশে!\nজানি না এই নিছক কিছু তরঙ্গ\nকতটা পথ পাড়িয়ে হারিয়ে যাবে!\nঅথবা কোনো এক ভিনগ্রহী\nঅবাক হয়ে শুনবে আমার কথামালা\nজানি না কি অনুভূতি হবে তার!\nহয়তো গাঢ় নীল অশ্রু গড়িয়ে পড়বে\nকরুণামাখা কন্ঠে বলবে আনমনে,\n\'বড় দুঃখী এক মর্ত্যবাসী!\'
আমি ভুল সময়ে এসেছি দেখেই ভেবো না-
আমার ভালোবাসায় এখন চলছে মূল্যস্ফৃতি!
আমি তোমার মনের দেয়ালে আঘাত হেনেছি-
বলেই তুমি ভাবতে বসে যেও না কিন্তু,
আমি তোমার জগতে কায়েম করছি স্বৈরতন্ত্র!
খোলা প্রান্তরে তোমাকে জড়িয়ে বলেছি, 'ভালোবাসি'
ভেবো না খবরদার, আমি কৃষ্ণগহ্বর হয়ে গিলে গেলছি-
কোনো নাম জানা আশ্চর্য দ্যুতিময় এক নক্ষত্র।
এখনো আমি রাধাচূড়া হাতে প্রহর গুনি-
মুচকি হাসিতে বলবে, 'আমার খোপা এখনো অপূর্ণ!'
বহু নিঃসঙ্গ পূর্ণিমার পর তুমি অবাক চোখে দেখবে-
অলৌকিক এক পৃথিবীতে আমরা দু'জন চন্দ্রস্নানে!
কোনো উপত্যকার লিলুয়া বাতাসের মত হু হু করে-
আমাকে ছুঁয়েই এইবার তুমি জানিয়ে দিবে
তোমার সবটা জুড়ে মায়া, অলীক প্রেমের মায়া!
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৮
অদিব বলেছেন: আমার জীবনের ঘটনাপ্রবাহের শেষাংশগুলো ঠিক এমনই! সবকিছুই শেষ সীমানায় মিথ্যা হয়ে পড়ে। কবিতায় তার ছাপ রয়ে গেছে!
২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
আল-ইমরান(মানিক) বলেছেন: "সবকিছুই শেষ সীমানায় মিথ্যা হয়ে পড়ে", ঠিক বলেছেন কখনও কখনও এমন হয়ে যায়.........
লেখাটি ভাল হয়েছে ।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৮
অদিব বলেছেন: ধন্যবাদ কবিতাটি পাঠের জন্য। শুভকামনা জানবেন!
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এত সুন্দর প্রেমের ছবি এঁকে শেষে শুধু শুধু একে অলীক প্রেম করার দরকার কী?!! শেষাংশ পূনর্বিবেচনার আবেদন রইল!
"এখনো আমি রাধাচূড়া হাতে প্রহর গুনি-
মুচকি হাসিতে বলবে, 'আমার খোপা এখনো অপূর্ণ!'"
এই লাইন দুটো পড়ে এক কথায় মুগ্ধ!!!!!