![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূরা যিল্যাল (ভূমিকম্প)
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
১. যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবী কে তার (প্রবল) কম্পনে কম্পিত করা হবে
২. এবং পৃথিবী যখন তার বোঝা বের করে দেবে।
৩. তখন মানুষেরা (হতভম্ব হয়ে) বলতে থাকবে তার এ কী হলো (সে সব উগরে দিচ্ছে কেন)?
৪. সেদিন সে (তার সব কিছু) খুলে খুলে বর্ণনা করবে,
৫. কারণ, আপনার পালনকর্তা তাকে ( এ কাজে) আদেশ করবেন।
৬. সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
৭. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
৮. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
©somewhere in net ltd.