নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবু হেনা সাজ্জাদ

মোঃ আবু হেনা সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

কোলবালিশ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫


তারা উঠান হাত
কোলবালিশে
যাদের কাটে রাত।

বাসার কোন উৎসবে
পূর্ণ মেহমানে
বালিশ তখন সোনার হরিণ
কোলবালিশও টানে,
তখন তুমি বুঝবে বাছা
কোলবালিশের মানে।

যখন তোমার অবসরে
শুয়ে ভাব একা
কতটা যে সঙ্গ যোগায়
ভেবে হইনি দেখা,
দাম দিয়ে কি যাবে মাপা
বালিশ কত দামী,
সিংহাসনেও থাকে বালিশ
এ বড় খানদানী।

অনুশীলন ছাড়াই সবাই
বালিশ খেলা করে
খেলাধুলায় বালিশ তখন
সবার হাতে ঘোড়ে,
অঝর ধারায় কান্না পেলে
বালিশে লুকায় মুখ
ধনী গরীব সবাই বোঝে
বালিশে কত সুখ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি আছি।।। :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: দা ফয়েজ ভাই
হাত তোলার জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

ইফতি সৌরভ বলেছেন: অনুশীলন ছাড়াই সবাই
বালিশ খেলা করে


আর ব্যাচেলররা অনুশীলন করতেই
কোলবালিশ নিয়ে থাকে!

দাম দিয়ে কি যাবে মাপা
বালিশ কত দামী,
কথা খাঁটি তা মানি
ব্যাচেলর এখনও বলে!

ধনী গরীব সবাই বোঝে
বালিশে কত সুখ।
আর বোঝে ব্যাচেলররা
কোলবালিশেই সর্বসুখ!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: হাত তোলার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য গুলো বাস্তব, আর বোঝে ব্যাচেলররা
কোলবালিশেই সর্বসুখ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.