![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান্তজী মন্দিরঃ
১৭২২ সালে নির্মাণ করা হয়। দিনাজপুর শহর থেকে ১৫ কিমি দশ মাইল নামক স্থান হয়ে ২/৩ কিলোমিটার গেলেই কান্তজী মন্দির, চিরিরবন্দর থেকে ৩০ কিমি। কান্তজী মন্দির এর কটা ছবি শেয়ার করলাম।
ছবি ১#
ছবি ২#
ছবি ৩#
ছবি ৪#
ছবি ৫#
ছবি ৬#
ছবি ৭#
ছবি ৯#
ছবি ১০#
ছবি ১১#
পুর্বে দিনাজপুর শহরের নাম ছিল দিনাজপুর-গন্ডোয়ানাল্যান্ড।
উত্তরের বলুন আর বাংলাদেশের দিনাজপুর এক বৃহৎ জনপদের নাম, যার নিদর্শন আদি আমল থেকে রাজা মহারাজারা রেখে গেছেন। শুধু বাংলাদেশ অংশে ১৩ উপজেলা নিয়ে দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা।
ব্যাটারি চালিত চার্জার, মোটর সাইকেল এই দুরত্তের সহজ বাহন। পরের পর্বে দিনাজপুর রাজবাড়ীর ছবি শেয়ার করবো।
এই স্পট গুলো একত্রে একদিনে ঘুরতে পারবেন, তবে প্রাইভেট কার অথবা মাইক্রোতে গ্রুপ করে যেতে পারলে ভাল।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=VppZpxUkBGk
ঈদ ছুটিতে দিনাজপুর *১
http://www.somewhereinblog.net/blog/abuhenablog/3015881এখানে
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য। এর চেয়ে বিস্তারিত আমার অজানা।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
সাজ্জাদ সরকার সাজু বলেছেন: খুব ভাল লাগলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য। ভাল থাকবেন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
জাহাজী বলেছেন: কান্তজী মন্দির কাহারোল থানায় অবস্থিত। সাথে গাইড নিলে অথবা স্থানীয়দের সাথে কথা বললে আরও অনেক কিছু জানতে পারতেন।
মন্দির অল্প দুরেই আরেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়াবাদ মসজিদ ছিলো। আর দিনাজপুর শহর থেকে প্রায় ৮কি.মি. দক্ষিনের আরেক নিদর্শন রামসাগর।
না দেখে থাকলে অনেককিছু মিস করেছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: রামসাগর, নয়াবাদ মসজিদ দেখা হয় নাই, যাব পরের বার। ধন্যবাদ তথ্য ও মন্তব্যর জন্য।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
টোকাই রাজা বলেছেন: ভাল লাগলো, আশা আছে দিনাজপুর যাবো! আপনার ছবি দেখে উৎসাহ আরো বেড়ে গেল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: গ্রাম দেখে আসতে ভুল যেন না হয়, আর নদী। অপরূপ সুন্দর দিনাজপুর এর গ্রাম গুলো।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
শাহরিয়ার কবীর বলেছেন: ৫ নং ছবি কি দিনাজপুর? মনে হচ্ছ নবরত্ন মন্দির
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: কান্তজী মন্দির, দিনাজপুর।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট ! যাবার ইচ্ছে আছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: গ্রাম দেখে আসতে ভুল যেন না হয়, আর নদী। অপরূপ সুন্দর দিনাজপুর এর গ্রাম গুলো।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
রক্তিম দিগন্ত বলেছেন:
ছবির সাথে সাথে বর্ণনা থাকলে পোস্টটা আরো চমৎকার হত।