![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুগল থেকে একটা ইমেইল ইনবক্স এ দেখে অনেক ভাল লাগল । দুমাসে আমার ছবির ভিউয়ার ৩০০০০ থেকে ১০০০০০।
আমি মহেশখালী আর রামুর বেশকিছু ছবি আপ করেছিলাম সখের বসে। তাও গত নভেম্বর এ। বলতে পারেন বাংলাদেশকে বিশ্বের কাছে, আমাদের যারা ব্যাংকক, ভারত বিদেশের প্রশংসায় ফুলঝুরি তাদের কাছে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসও বলতে পারেন।
https://goo.gl/maps/pXzaLjUJBos
https://goo.gl/maps/S3SVKtdUa9P2
আর এ কারনে ভাল লাগার মাত্রাটাও সীমাহীন। তাই ব্লগে আমার ভাললাগাটা শেয়ার করলাম, অনন্যাদের অনুপ্রেরনা কামানায়।
আমার একটা ছবি যার ভিউয়ার ৮০০০ এর কাছাকাছি, অন্য একটাও ৬০০০ প্লাস।
কিন্তু ৩০০০০ ছবির ভিউয়ার দেখে আমি থেমে থাকতে পারলাম না। আমি এখন গুগল ম্যাপের এর লোকাল গাইড ব্যাজ ভুক্ত লেভেল ৪ এর মেম্বার। গুগল ম্যাপের শেষ লেভেল ৫, যার দিকে আমার গন্তব্য।
২| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: Login gmail account < google map < start contribution (Photo, add location, review)
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬
Wahiduzzaman Utsho বলেছেন: কিভাবে কি করে করে ভাইয়া??? আমাদের বল্লে সুবিধা হত।