নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শক্তি এবং যুক্তি পরস্পর বন্ধু নয়। সাময়ীক ভাবে শক্তি জিতলেও, হেরে গিয়ে বরাবারই যুক্তি জিতে রয়...

আবু ইশমাম

খুবই সাধারন একজন...

আবু ইশমাম › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ফেসবুক একদিন লুলদের অধিকারে চলে যাবে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪



মেয়েদের পোষ্ট দেখলে তাতে লাইক কমেন্ট করার মতো পাবলিকের অভাব হয় না ভার্চুয়াল এ জগতে, যদিও ভাল পোষ্ট পড়ার মানুষের কিন্চিত অভাব আছে। অনেকদিন যাবত ফেসবুকে এক্টিভ থাকলেও ব্লগে আসা হয়েছে অনেক পরে। এর পিছনে কারন ও আছে যদিও্। সে প্রসঙ্গ থাক। মেয়েদের পোষ্ট ভাল হোক আর খারাপ হোক...পিমেল আইডি দেখলেই কিছু মানুষ উদগ্রিব হয়ে ওঠে তাকে তেল মারার জন্য। এজন্য বেশি বেশি লাইক কমেন্ট করে ভাসিয়ে দেয়। তারপর এক সময় ইনবক্সে নক করে আলাপ জমানোর চেষ্ট করে। ফেসবুকেই এটা বেশি হয়। যেহেতু ব্লগে পারসোনাল যোগাযোগ করার উপায় থাকে না সেহেতু আমার ধারনা ছিল মেয়েদের পোষ্টে হামলে পড়া লুল প্রজাতির বিচরন ফেসবুকে থাকলেও ব্লগে নেই। কিন্তু আমার ভুল ভেঙ্গে দিলো উপরের ছবিটার ব্লগটি। কোন পোষ্ট না করেই তার অনুসারী হয়ে গিয়েচে অল্প দিনেই। আগে যানতাম যার পেষ্ট ভাল লাগে তাকেই ব্লাগাররা অনুসারন করে, এখন দেখছি পুরাই উল্টা। আর না হলে পোষ্ট না দিয়ে অনুসারী বানানো কিন্তু কম যোগ্যতার ব্যাপার না। যদিও এজন্য একটু ফিমেল ভাব থাকলেই চলে। আসলেই আজ সর্বত্র লুলদের বিচারন.......তাদের মিশনে তারা থেমে নেই । একদিন দেখা যাবে সব কিছু তাদের...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাই বুদ্ধিদীপ্ত মন্তব্য করলেও অনুসারী বাড়ে। শুধু পোস্ট করলেই না।

যেই স্ক্রিনশট দিলেন, সেখানে চারমাসে ছয় অনুসারী হওয়াও খুব আশ্চার্যান্বিত ব্যাপার না। মন্তব্যও মাত্র ২১০। আপনি গিয়ে ঐ ব্লগার কোন কোন পোস্টে কী কী মন্তব্য করেছে তা খতিয়ে দেখুন। পেয়ে যাবেন এর উত্তর।

আর কিছু কিছু ব্লগার আছে, বেশির ভাগই নতুন - তারা পোস্টে কারো মন্তব্য পেলে তাকেই অনুসরণ করে বসে। আপনার উত্তরটা এটাও হতে পারে।

তবে, এমন না যে - আপনার অভিযোগ পুরোপুরি মিথ্যা। আংশিক সত্যও। তবে, ব্লগে এর পরিমাণ খুবই কম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

আবু ইশমাম বলেছেন: ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য। না হলে হয়ত একটা ভুল ধারনা নিয়েই থাকতাম। আসলে পোষ্ট না পেয়ে অনুসারী দেখে একটু খটকা লাগল তাই শেয়ার করলাম।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

একটি পেন্সিল বলেছেন: রক্তিম দিগন্ত এর সাথে আমি একমত। তবে এটাও হতে পারে যে, অনুসারী ভুল করে অনুসরণ করছে। অর্থাৎ কখন অনুসরণ আইকনে ভুলে চাপ লেগেছে সে নিজেও জানেনা। নতুন অনেকের ক্ষেত্রে এমন হতে পারে। তবে বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ কিছুনা।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

আবু ইশমাম বলেছেন: ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

আবু ইশমাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.