| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিমধিকমিতি
ব্লগে কিছু দিন যাবৎ ঘুরোঘুরি করছি, বেশ ভালো লাগছে । নানা জনের নানা পোস্ট, নানা পথ, নানা মত । সরস প্রজ্ঞাপূর্ণ মন্তব্যগুলো আরো উপভোগ্য। তবে মাঝে মাঝে কিছু মন্তব্য পড়ে হতাশ না হয়ে পারা যায় না।
আমরা কি অন্যের মত কে শ্রদ্ধা করতে পারি না? সবাই যে আমার মত সমর্থন করবেন তা তো সব সময় হবেনা । আমিও যে অন্যের মতের সাথে একমত হতে পারবো তাও না । অন্যের মত যুক্তির সাথে খন্ডাতে পারি। শালিনতার সীমা কখনোই অতিক্রম করা উচিত হবেনা। তাই সবার প্রতি আমার আহ্বান পরমত সহনশীল হোন !
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
কিমধিকমিতি বলেছেন: প্রথম পোস্টে প্রথম মন্তব্য ! আপনাকে ধন্যবাদ।
২|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
শব্দহীন জোছনা বলেছেন: কিমধিকমিতি এর অর্থ কি?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
কিমধিকমিতি বলেছেন: কিমধিকমিতি’র অর্থ : অধিক কী লিখিব । ‘ইতি’ ‘নিবেদন’ ‘বিনীত’ ইত্যাদির প্রাচীন ব্যবহার।
৩|
২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৯
বোকামন বলেছেন: সবার প্রতি আমার আহ্বান পরমত সহনশীল হোন !
৪|
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮
আমিনুর রহমান বলেছেন:
যথার্থই বলেছেন !
শালিনতার সীমা কখনোই অতিক্রম করা উচিত না। তাই সবার প্রতি আমার আহ্বান পরমত সহনশীল হোন
৫|
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫
কিমধিকমিতি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিক। স্বাগতম।