![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তিতে , ইয়াবা সেবী ও ডিলাররা ভিষন ভাবে আনন্দিত। তাদের মুখে ফুটে উঠেছে হাসি। যখন ষড়যন্ত্র করে এই কর্মবীরকে জেলে ঢোকানো হয়ে ছিলো তখন ইয়াবা সেবী ও ডিলাররা আতকে উঠেছিলো। ইয়াবার দাম হু হু করে বেড়েই চলছিলো। কিন্তু তিনি জামিনের অর্ডার পাওয়ার সাথে সাথে মান ভেদে ইয়াবার দাম ৩০-৫০ টাকা কমে গিয়েছিলো। আর এখন কমেছে মান ভেদে ৫০-৮০ টাকা। সাবাস মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি।এদেশে একবার কোনো জিনিষের দাম বাড়লে আর কমে না। আর আপনার কারনেই আজ ইয়াবার দাম হাতের নাগালে। এই দুরমুল্যের বাজারে এত বড় উপকার আর কেউ করতে পারে নাই। তাই আজ আপনাকে ধন্যবাদ।সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আন্তরিক মোবারকবাদ।এই প্রজন্মের সবার হাতে হাতে সুলভ মুল্যে ইয়াবা দেয়ার জন্য।
তাই তো আপনাকে বরণ করতে উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় ৬০ কিলোমিটার সড়কের ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ২০০ তোরণ।প্রস্তুত ছিলো ৩০০ গাড়ী। গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে দলীয় জনসভায়
ভাষণ দেন। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে তখন উখিয়া ও টেকনাফে এত তোরণ নির্মাণ করা হয়নি
http://www.prothom-alo.com/bangladesh/article/362089/বদি-বরণà§-২০০-তà§à¦°à¦£
দিকে দিকে শ্লোগান উঠছে
জেলের তালা ভেঙ্গেছি, বদি ভাইকে এনেছি
বদি ভাইয়ের কিছু হলে,জ্বলবে আগুন ঘরে ঘরে।
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১
আমি আবুলের বাপ বলেছেন: ইয়াবা সামলা।
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮
ঢাকাবাসী বলেছেন: সরকারী দলের লোক হওয়ার এই তো সুবিধা! নাটক করে জেলে পোরা আবার নাটক করে বের করা!
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
আমি আবুলের বাপ বলেছেন: বের হয়ে ক্লীন ইমেজের ব্যক্তিতে পরিনত হয়।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০২
কর্পোরেট ভালোবাসা বলেছেন: এখনো মনে আছে বদি সাংসদ হওয়ার কিছুদিন পর প্রথম আলোর সংবাদ শিরোনাম
-বদির বদ কান্ড
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
মদন বলেছেন: জয়বাংলা