নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দনের জোয়ারে ভাসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত:)

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১০


অভিনন্দনের জোয়ারে ভাসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত:)




ঘুষকে বৈধ এবং জাতীয়করন করার জন্য সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলার ঘরে ঘরে আজ ঈদের আনন্দ।এতদিন জানতাম ঘুষ দেয়া এবং নেয়া দুইজনই অপরাধী। আশা করি এখন থেকে পাঠ্যপুস্তকে লেখা থাকবে ঘুষ দেওয়া-নেওয়া অবৈধ নয়। পাঠ্যপুস্তকে খুব তাড়াতাড়ি এই সংস্কার হবে এবং এই মহামানবের নাম পাথরে খোদাই করে লেখা থাকবে,এতদিন আমাদের এই ভূল ধারনা ভেংগে দেয়ার জন্য।

http://www.bd-pratidin.com/first-page/2014/11/12/43018

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

মদন বলেছেন: পাথরে নয়, টয়লেটের দেয়ালে :)

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

আমি আবুলের বাপ বলেছেন: আপনি ভাই সব কিছু নেগেটিভলি দেখেন।আজকে যা অবৈধ, কালকে তা বৈধ। আর ভবিষ্যত যিনি আগেই দেখতে পারেন, তিনিই তো মহামানব।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

ঢাকাবাসী বলেছেন: তিনি মহামানবই বটে!

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

আমি আবুলের বাপ বলেছেন: শুধু তিনি নন, এই সরকারের সবাই মহামানব।আর তিনি মহামানবদের মহামানব।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

তিক্তভাষী বলেছেন: আচ্ছা! এজন্যই মন্ত্রী, রাজনীতিক বা সরকারী আমলাদের মধ্যে দুর্নীতিবাজ কাউকে খুঁজে পাচ্ছে না দুদক । তা এতো পরে প্রকাশ্য ঘোষণা এলো যে? এতোদিন শুধুশুধুই দুদককে আওয়ামী লীগের ধোপা আখ্যা দিয়ে এসেছি। :(

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

আমি আবুলের বাপ বলেছেন: এবং তাইতো আমাদের এলাকার ঘুষখোর সরকারী কর্মকর্তা জাকির সাহেব(ছদ্ম নাম) আজকে সকালে দেখি বুক ফুলিয়ে হাটছেন। তিনিও দুদকের ওয়াচে ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.