নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

হুজুরদের মাথায় তাহলে বুদ্ধি আছে।:)

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

লতিফ সিদ্দিকীর দেশে ঢোকা এবং এয়ারপোর্টে গ্রেফতার না হওয়া হুজুরদের জন্য সরকারের বিরাট একটা উস্কানী ছিলো।সরকার মনে করছিলো হুজুররা পরদিনই লাঠিসোটা নিয়ে রাস্তায় বের হয়ে জেহাদী জোশে গাড়ী ভাংচুর করবে। অনির্দিষ্ট কালের জন্য হরতাল করবে।আর বিএনপি ও এতে সমর্থন দেবে।তখন দেখাবে হেফাজত জংগী আর বিএনপি জংগী সমর্থক।ইনু আর মতিয়াদের কথার তুবড়ি ছুটবে। কিন্তু হেফাজত সময় নিয়ে আল্টিমেটাম দিয়ে হরতাল ডাকল আর একটাও গাড়ী ভাঙ্গল না।
এতে শূর হলো সরকারের অস্বস্তি। সরকার বেকায়দায় পড়ে, লতিফ সিদ্দিকীকে আত্নসমর্পন করালো।
এখানে একটা কথা,লতিফ সিদ্দিকীকে আত্নসমর্পন না করলে হেফাজত কি করত? তারা একটা হরতাল করত।কিন্ত কোনো ধরেনের সহিংসতায় জড়াত না।তখন সব দোষ সরকারেরই হতো।
ধন্যবাদ হেফাজতকে সরকারের উস্কানীতে পা না দেয়ার জন্য।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুব তারাতারি লতীফ জেল থেকে বের হয়ে আসবে।

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

আমি আবুলের বাপ বলেছেন: হয়ত তারাতারি লতীফ জেল থেকে বের হয়ে আসবে। আবার নতুন কোনো খেলা খেলবে সরকার। তবে এইবার যে মাইরটা খাইল নাটক করতে যেয়ে,তাতে হেফাজতকে ধন্যবাদ দেয়া যেতেই পারে।

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

নীল আকাশ ২০১৪ বলেছেন: হুজুরদের মাথায় আছে গোবর। পাগড়ি দিয়া ঢাকা থাকে তো তাই দেখা যায়না। নইলে তারা একবারও চিন্তা করে দেখলনা

- কেউ ভরসা না দিলে লতিফ সিদ্দিকী কিছুতেই ঢাকা ফিরতে পারতনা।
- কেন ৩০টা মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হলনা।
- আদালতে এসে আত্মসমর্পণের মাধ্যমে তার বীরত্ব প্রকাশের সুযোগ দেয়া হল, যা অন্যান্য নাস্তিকদেরকে প্রেরণা যোগাবে।
- জেলে ঢুকানোর মাধ্যমে আসলে তার প্রাণ রক্ষার একটা ব্যবস্থা হল, যাতে উত্তেজিত জনতা তার কোন ক্ষতি করতে না পারে!

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

আমি আবুলের বাপ বলেছেন:
- কেউ ভরসা না দিলে লতিফ সিদ্দিকী কিছুতেই ঢাকা ফিরতে পারতনা।
- কেন ৩০টা মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হলনা।
- আদালতে এসে আত্মসমর্পণের মাধ্যমে তার বীরত্ব প্রকাশের সুযোগ দেয়া হল, যা অন্যান্য নাস্তিকদেরকে প্রেরণা যোগাবে।
- জেলে ঢুকানোর মাধ্যমে আসলে তার প্রাণ রক্ষার একটা ব্যবস্থা হল, যাতে উত্তেজিত জনতা তার কোন ক্ষতি করতে না পারে!


আপনি যা বললেন সব ঠিক আছে।এসব বাংলাদেশের সব লোকই বুঝে।কিন্তু হুজুরদের কি করার আছে? কিন্তু লতিফ ইস্যুতে সরকার যেই চিপা মাইর খাইছে ,তাতে হেফাজতকে ধন্যবাদ দেয়া যেতেই পারে।

আর গোবর শুধু হুজুরদের মাথায় না,আমজনতা সবার মাথায়ই আছে। একমাত্র এদেশে সবচেয়ে বেশী বুদ্ধি এই সরকারের। আর সবাই ভোদাই।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

ঢাকাবাসী বলেছেন: পুরোটাই একটা নাটক।

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

আমি আবুলের বাপ বলেছেন: এটা নাটক না,ছিঃনেমা

৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

মোগল সম্রাট বলেছেন: বাংলাদেশের আইনে ধর্মদ্রোহীতার সবোচ্র্চ শাস্তি কি? তার ধরন কি ? জানা থাকলে বলেন,

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

আমি আবুলের বাপ বলেছেন: ধর্মদ্রোহীতার সবোচ্র্চ শাস্তি কি,এটা আলোচ্য বিষয় না,আলোচ্য বিষয় হলো সরকারের উস্কানি আর হেফাজতের চিপা মাইর।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অপূর্ণ রায়হান বলেছেন: হুজুরদের বলতে কি বুঝিয়েছেন ? দেশের সব হুজুররা কি হেফাজত নাকি !!! না জামাত ? কথাবার্তার কি শ্রী আপনাদের !

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: হুজুরদের বলতেে এদেশের সকল হক্কানী আলেম ওলামাদের বুঝিয়েছি। তবে প্রধানতঃ হেফাজতকে মিন করেছি। আসলে আমাদের সমাজে এখন প্রায় সবাই হুজুরদের বোকা মনে করে,বিশেষ করে ৫ মে হেফাজতের আন্দোলনের পর। তাই আসলে এভাবে বলেছি। কাউকে আঘাত দেয়ার জন্য নয়। আর সরকারের ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করলেই, পাইকারী দরে সকল আলেম ওলামাদের জংগী চিহ্নিত করার যে ষড়যন্ত্র করা হচ্ছে তার প্রতিবাদ করছি মাত্র।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

হাবিবুর রাহমান বাদল বলেছেন: হুজুরদের মাথায় গোবর আছে কিনা জানিনা তবে আমার সহ সাধারন মানুষের মাথায় যে গোবর আছে তা হলফ করে বলতে পারব কারন অনেক জনগন বুঝতে পারেনা ..............যে এগুলো নাটক।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

আমি আবুলের বাপ বলেছেন: আপনার কথার সাথে একমত। তাইতো দুই দিন পর পর আওয়ামী লীগ একেকটা নাটক-সিনেমা বানায়,আর আমরা সাধারন মানুষ লাফাই।আর তাইতো বলা যায় এদেশে একমাত্র বুদ্ধি আছে সরকার প্রধানের। আর সবার মাথায় আছে গোবর।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

তারাবেষ্ট বলেছেন: হুজুরদের মাথায় গোবর!
হুজুররা হেফাজত!!
হুজুররা জামাত!!!
মানুষের মাথায় গোবর!!!!
শুধুমাত্র আমরা ব্লগারা হচ্ছি বিশ্বের শ্রেস্ঠতম বুদ্ধিমান.......।
=p~ :D :)

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

আমি আবুলের বাপ বলেছেন: এদেশে একমাত্র বুদ্ধি আছে সরকার প্রধানের। আর সবার মাথায় আছে গোবর।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

তারাবেষ্ট বলেছেন: সরকারের পেছনে আছে পশ্চীমা সরকার- এবং ভারত, ইনাদের পরামড়শে চলছে সরকার।
আরো লিখুন- কিন্তু সাবধান!
সামুতে বার বার ব্যান্ড হবেন!
সামুর অন্যকোন উপায়ও নেই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.