নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আর ভুটান এখন সমমর্যাদার দেশ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

বাংলাদেশ আর ভুটান এখন সমমর্যাদার দেশ।
শিরোনাম দেখে অনেকেরই চেতনা জেগে উঠবে।কেউ কেউ আবার স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত করবেন।কিন্তু কথা গুলো না বলে পারছি না।

আমাদের প্রধানমন্ত্রী যখন লন্ডনে গিয়েছেন,ওনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন রাস্ট্রদূত,
যখন আরব আমিরাতে গিয়েছিলেন স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন দুবাইয়ের সমাজকল্যান মন্ত্রী
আর মালায়শিয়ায় গিয়েছিলেন তখন স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন মালায়শিয়ার একজন উপমন্ত্রী।

কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ এসেছিলেন ওনাকে স্বাগত জানাতে সরাসরি সদলবলে আমাদের প্রধানমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন
অথচ ভুটানকে বলা হয় ভারতের আশ্রয়ে একটা করদ রাষ্ট্র।

তবুও আমরা গর্ব করি,আমরা কত আত্নমর্যাদাশীল জাতি।আমরা এখন পরাশক্তি গুলারেও ধমক মারার ক্ষমতা রাখি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

নীল আকাশ ২০১৪ বলেছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী তাইলে কয় আনার মন্ত্রী এখন বুঝা যাচ্ছে। আমেরিকা যাবার পর আমেরিকার কোন উপমন্ত্রী পাতিমন্ত্রী স্বাগত জানানো দূরে থাক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করারই সময় পায়নি। এমন প্রধানমন্ত্রী ভূটান কেন, নাউরু বা জিবুতির কোন মন্ত্রী এলেও তো আহ্লাদে বিমানবন্দরে ছুটে যাবার কথা।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

আমি আবুলের বাপ বলেছেন: তারা আমাদের মত বেয়াদব না,আচরনে বুঝিয়ে দেয় আমদেরকে কি আমরা কত আনা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

গরম কফি বলেছেন: ভূটানের প্রধান মন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে যেয়ে হাচিনা বিরাট খারাপ কাজ করেছেন । হরতাল চাই ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

আমি আবুলের বাপ বলেছেন: কিছু মনে করবেন না, আপনি ব্লগে কমেন্ট করার উপযুক্ত না।আপনি দয়া করে চায়ের দোকানে বসে তর্ক করুন।

ভূটানের প্রধান মন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে যেয়ে আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বিরাট খারাপ কাজ করেছেন এই ধরনের কথা কি আমি বলছিে?দয়া করে আবার পড়ুন।আমি বিদেশে আমাদের মানমর্যাদাটা কোন পর্যায়ে আছে,তাই বলতে চেয়েছি।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

ঢাকাবাসী বলেছেন: ভূটান ভারতের করদ বাস্ট্র এই তথ্যটি কোথায় পেলেন? ভূটান একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র।

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

আমি আবুলের বাপ বলেছেন: ভূটান অবশ্যই একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র।আপনি যদি বাংলাদেশকে ভূটানের মত স্বাধীন সার্বভৌম রাস্ট্র হিসাবে দেখতে চান,তবে আপনার জন্য সুখবর।খুব তাড়াতারি আমরাও ভূটানের মত স্বাধীন সার্বভৌম রাস্ট্র হয়ে যাচ্ছি।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

খেলাঘর বলেছেন:


অন্য দেশ প্রধানকে সন্মান দেখানো ভালো।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

গরম কফি বলেছেন: হা হা হা...

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

কল্লোল পথিক বলেছেন: ঢাকাবাসী ভাই, ভুটান স্বাধীন ও সার্বভৈম দেশ এসব হল কেতাবের কথা।ভুটানের স্বাধীনতা ও সার্বভৈমত্ত দেখতে দয়া করে এক বার শিলিগুড়ি গিয়ে ভুটান গেট দিয়ে ঢুকে যান।তাহলে বুজতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.