![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৌদ্দগ্রামের ঘটনায় হুকুমের আসামি খালেদা জিয়া
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় সাতজন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা হয়েছে।
Click This Link
খালেদা জিয়ার মোবাইল ফোন,ল্যান্ডফোন, ইন্টারনেট সব কানেকশনই বন্ধ।.উনি হুকুমটা কিভাবে হুকুম দিলেন?তাহলে কি উনি কবুতরের মাধ্যমে নাশকতার নির্দেশ দেন?নাকি বাড়ির ছাদে উঠে ইশারায় নির্দেশ দেন?
এসব করে কি আসল আসামীকে কি ধরা যাবে?সকল বিবেকবান মানুষ চায়, এই পৈশাচিক হত্যাকারীদের ধরা হোক এবং বিচার হোক।
হতে পারে এটা বি এন পির কাজ,হতে পারে এটা জামাতের কাজ, হতে পারে বি এন পির অভিযোগ এটা সরকার দলের লোকেদের কাজ,আবার অন্য কারো কাজও হতে পারে।
কিন্তু এভাবে যদি মামলা দিয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে চাইলে মানুষ কিন্তু তার নিজের মত করে ভেবে বসতে পারে,এই ঘটনার পেছনে কার হাত?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪
আমি আবুলের বাপ বলেছেন: সেটা কবে? কত মানুষ মারা গেলে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪
আমি আবুলের বাপ বলেছেন: সেটা কবে? কত মানুষ মারা গেলে?
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
অেসন বলেছেন: যে বা যারাই পেট্রোল বোমা হামলার জন্য দায়ী হোক না কেন, সুযোগ পাচ্ছে অবরোধ/হরতালের কারনে। যে কর্মসূচী মানুষকে কয়লা বানায় সেই কর্মসূচী থেকে সরে এসে অন্য কোন আন্দোলনের পথে যাওয়া উচিত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: একমত।তবে সেটার সুযোগও সরকারকে দিতে হবে। আমি মনে করি ২০১৪ সালে সরকারের কিছু অর্বাচিন মন্ত্রী-নেতাদের অব্যাহত হুমকি ধামকি এবং উস্কানীমূলক বক্তব্যের কারনে এই অবস্থা হয়েছে।বি এন পিতো ২০১৪ সালে
অবরোধ/হরতাল দেয় নি।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
২০১৩ সালের তান্ডবের সন্ত্রাসী পাকী রাজাকারদের জন্য কবুতর দরকার হয় না।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩
কলাবাগান১ বলেছেন: ১৯৭১ সনে নিয়াজী বা ইয়াহিয়াও কবুতর পালতেন না কিন্তু ঠিকই নোয়াখালীর গন্ডগ্রামে একদিনে ৪০০ পুরুষ কে হত্যা করা হয়েছিল শুধু এর একদিন আগে এক বিহারী রেল কর্মীকে হত্যা করার জন্য
৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: ভাই আওয়ামী গো মাথা ঠিক নাই।ওগো এহন ফুরস্কার চাই।আমারেও ১ মাস ৪দিন জেল খাটাইছে!খুব সম্ভবত সবাই জেলে ঢুকলে নিজের বাপরেই ধরাইয়া দিবু।আবুলরে একটু নীতি শিক্ষা দেন।থাউক লাগত না।সরকার তো ইসলাম শিক্ষাতেই নীতি শিক্ষা এড করছে।আর কয়দিন পরে লতিফ সিদ্দীকেরে পীর সাজায়া জীবনী বর্ণনা করবো।হিহিহিহি!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
রঙতুলি বলেছেন: এদেশের সব বিবেক বন্ধক দেয়া আছে এক কুটিল রমণীর কাছে ।।
আমরা সব খোল বিচালি ও ঘাসে ই খুশি
আর সাধারন মানুষের বিবেক ঠিকই আছে
তারা সেটা প্রমান করবে সময়মত ।