![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কোন দোষ নেই। : ড. ইয়াসমিন
ড. ইয়াসমিন ম্যাডাম কি ভয় পাইছেন?নাকি অন্য কোনো ঘটনা? কিছুই বুঝলাম না। এত ভয় পাইলে চেতনা কই থাকল? তাইলে আমরা কি আর এই হামলার প্রতিবাদ করব না?
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কোন দোষ নেই। তাদের প্রতি আমাদের কোন রাগ-ক্ষোভ নেই। তারা আমাদের ছাত্র। তাদেরকে আমাদের ওপর হামলার জন্য ব্যবহার করা হয়েছে।
তাদের লেলিয়ে দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন ভিসি। তিনি বারবার মিথ্যা কথা বলছেন। তাকে এবিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে। এর কোন বিকল্প নেই। মঙ্গলবার শাবিতে মৌন মিছিল চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী প্রফেসর ড. ইয়াসমিন হক।
http://www.campuslive24.com/campus.140673.live24/
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
আমি আবুলের বাপ বলেছেন: কিন্তু আমার কথা হল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি দুধের খোকা? তারা কি কোনো আদব কায়দা শিখে নাই? আপনার কথা মত কিভাবে তারা (বলির) পাঠা হয়?
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সবাই বলে ছাত্ররাজনীতির কারণে নাকি ক্যাম্পাসে সেশনজট হয় আর শাবিতে শিক্ষকদের দলাদলির কারণে সেশনজট হয় , আগে এসব চেতনা ব্যবসায়ী আর রাজনীতির পা-চাটা গুরুজনদের বিচার করতে হবে তাহলে শিক্ষাব্যবস্থার উন্নতি হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
আমি আবুলের বাপ বলেছেন: সম্পূর্ন একমত। দুই পক্ষই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে। উপাচার্যপন্থীদের ব্যানারের নাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ আর উপাচার্য বিরোধীদের ব্যানারের নাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।মুক্তিযুদ্ধের চেতনার নামে কি সুন্দর ব্যবসা।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে জাফর ইকবাল কি তাঁর আগের বক্তব্য থেকে সরে আসবেন?
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
আমি আবুলের বাপ বলেছেন: আগের বক্তব্য থেকে না সরে এসে উপায় কি?ওনার আশংকা আবারও যদি এ ধরনের ঘটনা ঘটে। আগের বার ম্যাডামের উপর দিয়ে হালকা পাতলা গেছে, এবার না আরো ভয়াবাহ রুপে দুইজনের উপর দিয়া যায়। কেমন দিন আসলো, আগে ছাত্ররা শিক্ষকদের ভয় পেতো, আর এখন শিক্ষকরা ছাত্রদের ভয় পায়। আবার ভয় পেয়ে ছাত্রদের নির্দোষ সার্টিফিকেট দেয়। হায় শিক্ষা। হায় শিক্ষক।হায় ছাত্র।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: জাফর ভাইতো উনার সুবিধামতভাবে উনি উনার ছাত্র এবং শুভাকাক্ষীদের ব্যবহার করেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
আমি আবুলের বাপ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনাও সুবিধামতভাবে ব্যবহার করেন।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মতো মানুষ গড়ার কারখানা থেকে বের করে দেয়া হোক।
নইলে সেখানে উচ্চ শিক্ষিত তৈরি করার বদলে উচ্চ মানের চোর, ডাকাত, পল্টিবাজ তৈরী হতে থাকবে।
যাদেরকে চেতনা ব্যবসায়ী বলা হচ্ছে তাদের চেতনা নামক জিনিসটা আছে কিনা তাতেই সন্দেহ।
অচেতন, অ..........
আর ছাত্ররা... কুলাঙ্গার সব কয়টা
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
আমি আবুলের বাপ বলেছেন: কি যে বলেন না! এদের চেতনা যদি না থাকে তাহলেতো দেশে চেতনা বলতে কিছুই নাই। দেখেন না চেতনায় চেইতা গলায় দড়ি দিতে চায়।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০
সদালাপি বলেছেন: পা চাটা চেতনা বাবসায়িদের চেতনার দৌড় এই পর্যন্তই!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
আমি আবুলের বাপ বলেছেন: চেতনার দোউর গলায় দড়ির হুমকি পর্যন্ত।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
অগ্নিবীণা! বলেছেন: এদের নেড়ি কুত্তার মতো পিটানো উচিৎ!!!
যাদের উপর হামলার প্রতিবাদী হয়ে আমাদের এতো লেখালেখি, ওনারা যদি সেই সন্ত্রাসীদের এভাবে আসকারা দেন,তাহলে এখন থেকে এমন একদিনের অপেক্ষায় আছি,যেদিন ঐ সন্ত্রাসী গুষ্টি
ড. ইয়াসমিন হকদের নেড়ি কুত্তার মতো পিঠবে !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
আমি আবুলের বাপ বলেছেন: আল্লাহ মাফ করুক। এরকম যেন না হয়।তবে যার শিক্ষা হয় না আট এ, তার হয় না আশিতে।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
তিক্তভাষী বলেছেন: মৌন মিছিল চলাকালে কথা বলেন ড. ইয়াসমিন হক!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
আমি আবুলের বাপ বলেছেন: রোজা রাইখা যেমন কইরা সিগারেট খাওয়া যায়,ঠিক তেমনি মৌন মিছিল চলাকালে কথা বলা যায়া।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
জেকলেট বলেছেন: অতি চেতনার ঠেলায় অচেতন হয়ে গেছেন। কি আর করব আমরা। হায়রে চেতনা আর হায়রে চেতনা ব্যাবসায়ী। দিনে দিনে আরো কত কি দেখব। এই গুলো তো কিছুই না। সমান্য ওষুধের সাইড এফেক্ট। কেন ভাইরা বাংলায় অতি ব্যাবহৃত জোকটা কি আমরা ভুলে গেলাম??? মানির মান সহজে যায়না। "এখন থেকে আমরা বলব শিক্ষকের মান পেটালেও যা্য়না।"
ছিঃ নিজের স্বার্থের জন্য আর কত নিচে নামবেন?? মিঃ ইকবাল???
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
আমি আবুলের বাপ বলেছেন: এখন থেকে আমরা বলব শিক্ষকের মান পেটালেও যা্য় না।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
মাঘের নীল আকাশ বলেছেন: যাক, তাইলে তারা শেষ পর্যন্ত ছাত্রলীগের পক্ষেই রইলেন...
হতে পারে এখন জাফর ইকবাল বলবেন, "জামাত শিবির জয় বাংলা শ্লোগান দিয়ে আক্রমন করেছে আর তাতে শ্লোগানের অপমান হয়েছে, আমি তো সেটা বোঝাতে চেয়েছি...!!!"
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
আমি আবুলের বাপ বলেছেন: না না উনি বলেছেন, ছাত্রলীগ দুগ্ধপোষ্য পশু সরি শিশু। তাই মাইন্ড খাওয়ার কিছুই নাই।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
মাঘের নীল আকাশ বলেছেন: মোরাল অফ দ্যা স্টোরীঃ তোমরা যারা ছাত্রলীগ কর...তারা দুধের শিশু বা বলির পাঠা বা নিষ্পাপ...যাই হোক না কেন...আমরা সাথেই আছি
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
আমি আবুলের বাপ বলেছেন: আমরা আমরাই তো। বাচ্চারা দেখবেন অনেক সময় কোলে নিলে চুল টানে,কিল মারে। এতে কি কারো মান যায়?
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
বিদ্রোহী সিপাহী বলেছেন: গলায় দড়ি দিলেই ভাল। আমরা বেঁচে যাই!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: গলায় দড়ি দিলে বিনে পয়সায় এরকম বিনোদন থেকে দেশবাসী বঞ্ছিত হয়।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
জুলিয়ান এসাঞ্জ বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
আমি আবুলের বাপ বলেছেন: এরকম বিনোদনে রাগে দুঃখে কষ্টে আবেগে হাইসা দিলেন?
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
আমি আবুলের বাপ বলেছেন: চেতনার দোউর গলায় দড়ির হুমকি পর্যন্ত।
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার তিনিও। হায়রে বিবেক।
http://www.bd-monitor.net/newsdetail/detail/200/151333
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
আমি আবুলের বাপ বলেছেন: ভেঙ্গেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না?
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ জামিল বলেছেন: উনারা সবাই শিক্ষক মুখোশধারী মুক্তিযোদ্ধা চেতনা ব্যবসায়ী=
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
আমি আবুলের বাপ বলেছেন: দুই পক্ষই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে। উপাচার্যপন্থীদের ব্যানারের নাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ আর উপাচার্য বিরোধীদের ব্যানারের নাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। হায়রে মুক্তিযুদ্ধ। উপাচার্য পদ নিয়া লড়াইয়েও মুক্তিযুদ্ধের চেতনা !!!!
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
নীল আকাশ বলেছেন: "ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়: জাফর ইকবাল" -
এসব মুখোশধারী মুক্তিযোদ্ধা চেতনা ব্যবসায়ীদের চরিত্র কুত্তার চেয়েও খারাপ। এদের বিবেক বলে কিছু নেই । স্বাথের্র জন্য এরা পারেনা এমন কিছু নেই। এদের নাম মুখে নিলে কুলি করতে হয় ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
আমি আবুলের বাপ বলেছেন: হয় তিনি ভয় পাইছেন অথবা ছাত্রলীগকে হাতে রেখে ভিসি পদ দখল করতে চান। যুদ্ধে ও প্রেমে অন্যায় কিছু নাই।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
ড. ইয়াসমিন - প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী তিনি ভিসির উপর রাগ-ক্ষোভের বর্হিপ্রকাশ করতে পারেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকে অনলাইনে (ইন্টারনেট) পাঠদান করে বা অনলাইন ভার্সিটি ছাত্রলীগ ডট কম করে...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
আমি আবুলের বাপ বলেছেন: অনলাইনে "ছাত্রলীগকে মাথায় হাত বুলিয়ে আদব কায়দা শেখানো হয়" নামে একটা পেজ খোলা যেতে পারে।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
হালি্ বলেছেন: ডরানেরই তো কথা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
আমি আবুলের বাপ বলেছেন: চেতনায় যার ৭১,সে ডরায় ক্যামনে?
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
ডার্ক ম্যান বলেছেন: ছাত্রলীগ কর্মীদের তাদের কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
আর মুক্তিযুদ্ধের চেতনা কথাটা এখন পুরোপুরি মতলববাজদের মুদ্রা দোষে পরিণত হয়েছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
আমি আবুলের বাপ বলেছেন: বাচ্চা ছেলে,মাফ কইরা দ্যান।
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
আমি আবুলের বাপ বলেছেন: মাঝে মাঝে এরকম বিনোদন আমাদের দরকার আছে। না হলে জাতি ঝিমিয়ে পড়বে।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
গোল্ডেন গ্লাইডার বলেছেন: যা অবস্থা পুরুষ মানুষই ভয় পায় । আর উনিতো মহিলা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
আমি আবুলের বাপ বলেছেন: ম্যাডাম ও স্যার দুই জনই ভয় পাইছেন। আমে দুধে মিলছে,আটি টা ফালাইয়া দিছে।
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মন্তব্য নিঃস্প্রয়োজন !!
২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
ভয়ে থাকা সম্ভব
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাইরে যার জন্য করেন চুরি সে বলবে চোর, এসব চেতনা ব্যবসায়ীদের থেকে দূরে থাকাই ভালো, এদের আসল উদ্দ্যেশ্য হল ভিসি অপসারন আর কিছু না, ভালো করে তদন্ত করলে হয়তো বেরিয়ে আসতে পারে ঐসব ছাত্র যারা এ ঘটনার সাথে যুক্ত তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে, আর কিছু না।