![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৩ জনেক গ্রেফতার করে মাত্র ২০টি হাত বোমা! এমন বাজে কথাগুলো কি না বললেই নয়। ধরলাম সেখানে মিটিং চলছিল, তার মানে কি এই যে সেখানে বোমা মারার প্রশিক্ষণ বা বোমা বিতরণ করা হচ্ছিল? মিথ্যার তো একটা মাত্রা থাকে, আমাদের পুলিশ ভাইয়েরা সেই মাত্রার ন্যুনতম পর্যায়টাও মানছে না। জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেফতার করলেন ২০টি বোমা সহ, এটা একটা নিকৃষ্ট মানের অভিযোগ।
ওই বাসায় জঙ্গি জামাতিদের ধরতে অভিযান চালানোর সময় ২০টি বোমা বাসা থেকে উদ্ধার হয়েছে, জঙ্গিদের পকেট থেকে নয়। তবে জামাতিদের প্রতি আপনার নিকৃষ্ট মানের দরদ দেখে খুবই মজা লাগছে। রিয়েলি ----- ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
এই তথ্য দিয়ে পুলিশ যেমন তার ওয়েট হারাচ্ছে তেমনি এই খবর প্রচার করে পত্রিকা তার ওয়েট হারাচ্ছে
আমলীগ আার পুলিশ দেখি মিথ্যার সীমা ছাড়িয়ে গিয়েছে !!!।
এই দুই জন বর্তমানে জামাতের চালিকা শক্তি বা পরিচালক। তাদেরকে হাতেনাতে বোমা সহ ধরতে পারায় র্যব, পলিশ ও গোয়েন্দাদের সরকার অবশ্যই কৃতজ্ঞতা জানাবে।
ক্রস ফায়ারের মত আরেক নাটক !! এই ধরনের মিথ্যা অভিযোগ না করলেই কি নয় !! অবশ্য কোন অভিযোগ না পেলে নাটক সাজিয়ে গ্রেপ্তার করার জন্যই এই নাটক !
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিলে তাদের কাছে বোমা থাকার যৌক্তিকতা কম, সাজানো নাটক হিসেবে বিশ্বাস করার যৌক্তিকতা বেশি।
যারা দিনে দুপুরে পেট্রোল ডেলে মানুষ মারে তাঁদের বিশ্বাস না করাই ভুল - এদের দিয়ে বোমা কেন গ্রেনেড পাওয়া অসম্ভব কিছু না ।
মিরপুরের মত জায়গায় দুইজন সাবেক সংসদ সদস্য ২০টা বোমা নিয়ে মিটিং করছে, হা হা হা হা..
এখন রাতে এদের নিয়ে অস্র উদ্ধারে বের হন। আমরা কিছু মনে করব না।
এটা এক ধরনের নিকৃষ্ট অভিযোগ। গ্রেফতার করার দরকার গ্রেফতার করেন। এ সব অধম ব্যবহার ঠিক না। সবাই রাজনীতি করেন। নিজেদের সম্মান নিজেরা রাখার চেষ্টা করেন।[/sb
প্রথম আলোর পাঠক কি শুধু জামাতীরাই নাকি মানুষ এখন আর এসব বিশ্বাস করে না?
http://www.prothom-alo.com/bangladesh/article/625006/বà§à¦®à¦¾à¦¸à¦¹-à¦à¦¾à¦®à¦¾à§à¦¾à¦¤à§à¦°-সাবà§à¦-দà§à¦-সাà¦à¦¸à¦¦-à¦à¦à¦
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
আমি আবুলের বাপ বলেছেন: কার লজ্জা?
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
প্রামানিক বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
আমি আবুলের বাপ বলেছেন: প্রথম আলোর পাঠক কি শুধু জামাতীরাই নাকি মানুষ এখন আর এসব বিশ্বাস করে না?
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
এস. এম. হাবিবুল্লাহ বলেছেন: বাংলাদেশের তথ্যসন্ত্রাসকারী পত্রিকা ও চ্যানেলগুলোর মধ্যে প্রথম আলো- 'প্রথম কাতারে'। তাদের তথ্যসন্ত্রাস এমন পর্যায় গিয়ে ঠেকেছে যে, এখন মৃত ব্যক্তিও বাণী দিতে শুরু করেছে। তাদের তথ্যসন্ত্রাস অসত্য লিখনী শুধুমাত্র ইসলাম ও মুসলমান ও আলেম সমাজের বিরুদ্ধে। জনগণকে এখন্ই তাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত। তাদের বর্জন ও বয়কট করাসহ তাদের প্রসারে সব রকম প্রচেষ্টা সংকুচিত করে দেওয়া উচিত।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
আমি আবুলের বাপ বলেছেন: প্রথম আলো তথ্যসন্ত্রাস করে , ঠিক আছে। তবে মৃত ব্যক্তির যেই বানী দিয়েছে এটা তাদের ভুল। এটা তথ্যসন্ত্রাস নয়।কাট-পেষ্ট।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
ডা: এনামুল হক মনি বলেছেন: Lojja.......