![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন চারিদিকে লীগের হাওয়া বইছে। আমার মনে হয় একমাত্র খালেদা জিয়া নামীয় জনৈকা অজ্ঞাত মহিলা ছাড়া বাংলাদেশের এখন সবাই লীগ করে। তাই লীগ নামে এখন হাজার হাজার সংগঠন। যেমনঃ বংগবন্ধু বাঙ্গালী লীগ,সৈনিক লীগ,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ,বেকার লীগ ইত্যাদি। এছাড়া ফেসবুকেও লীগ আছে, যেমন ঃবাংলাদেশ ফেসবুক লীগ, আওয়ামী সমলোচক লীগ ইত্যাদি।
কিন্তু অতীব দুঃখের বিষয় আমার জানামতে সামুতে কোনো লীগ নাই। তাই আমি নিজেকে প্রধান করে বাংলাদেশ সামু লীগের এক সদস্য বিশিষ্ট এডহক কমিটি বানাইলাম। সকল ব্লগার ভাই-বোনদের উক্ত বাংলাদেশ সামু লীগে যোগদান করার জন্য উদাত্ত আহবান জানাই। এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পদ (সভাপতি পদ ছাড়া) দেয়া হবে। যেহেতু আমি এটি প্রতিষ্ঠা করছি,তাই আজীবন আমি এবং পরবর্তিতে আমার বংশধরেরা বিশেষ ক্ষমতা বলে সভাপতি থাকবে। তবে কানে কানে কথা, অন্যান্য পদ নগদ নারায়ণ দিলে গুরত্বপূর্ন পদ দেয়া যেতে পারে। প্রতিটি জেলা,উপজেলা,গ্রাম মহল্লায় বাংলাদেশ সামু লীগের কমিটি হবে।বিদেশেও এর শাখা থাকবে।মানুষ থাকা সাপেক্ষে ভবিষ্যতে মঙ্গল গ্রহেও এর শাখা খোলা যেতে পারে।
এর উদ্দেশ্য ও সুবিধা গুলি হচ্ছে,
১) ৫৭ ধারায় কোনো রকম হয়রানি না হওয়ার সুবিধা থাকবে। তবে যেহেতু চাপাতি ওয়ালার আইডেন্টিফাইড না,তাই এদের ব্যাপারে কিছুই করা যাবে না।
২)সামু মডু প্যানেল সম্পূর্ন দলীয়করন করা হবে। দরকার হলে নিজেদের লোক বসিয়ে আধিপত্য বিস্তার করা হবে।
৩)বিরোধী পক্ষের পোষ্ট দেখা মাত্রই সন্ত্রাসী কায়দায় (অশ্লীল গালাগালির মাধ্যমে) আক্রমন করে হটিয়ে দেয়া হবে।
৪)বিরোধী পক্ষ বেশী তেড়িবেড়ি করলে গুম (পোষ্ট ডিলিট) করে দেয়া হবে। মাঝে মাঝে গভির রাতে মডু প্যানেল সন্দেহজনক পোষ্ট উদ্ধারে বের হবে এবং দুই পক্ষের গোলাগুলিতের (গালাগালিতে ) বিরোধী পক্ষ নিহত (আই ডি ব্যান) হবে।
৫)পুরোনো সিনিয়র ব্লগাররা এই সংগঠনের উপদেষ্টা হিসাবে থাকতে পারবেন।তারা সামু লীগের হালকা সমালচনা করতে পারলেও বিরোধী পক্ষকে চরম ভাবে ধুয়ে দেবে। তবে সামু লীগের সমালোচনা করতে যেয়ে হালকা মাইর গুতা(গালাগালি) খাইলেও তা বাচ্চা ছেলেদের কাজ বলে এড়িয়ে যেতে হবে। বলতে হবে তবু ও চেতনায় উজ্জিবিত সামু লীগই শেষ ভরসা।
তাই সবাই সামু লীগে যোগদান করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলুন ।
সামু লীগের সালাম
সব পোষ্টে দিলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
আমি আবুলের বাপ বলেছেন: আপনে কোন পদ নিবেন।কইলেন না তো
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: জয় বাংলা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
আমি আবুলের বাপ বলেছেন: আপনাকে খাটি লীগপন্থী মনে হচ্ছে। তাই আপনাকে বাংলাদেশ সামু লীগের সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হলো। এখন আপনার কাজ হচ্ছে, আমাকে প্রান ঢালা শুভেচ্ছা দিয়ে মিনিমাম একটা ব্যানার তৈরি করা।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
ফাহাদ মুরতাযা বলেছেন: দেরি করে ফেলেছেন, সামু লীগ বহুত আগেই হয়ে বসে আছে।
মোডারেটরের প্রিয় বিষয় বাকশাল ও 'মুক্তি যুদ্ধের চেতনা'।
গুলশান আরা জানা যেকোনো দিন সরকারের মন্ত্রী সভায় যোগ দিবেন। সুতারাং শ্লোগান দিতে পারেন-
তোমার আমার চেতনা
গুলশান আরা জানা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
আমি আবুলের বাপ বলেছেন: খামাখা বাজে কথা বলবেন না। আমার বাংলাদেশ সামু লীগ আদি ও আসল। বাংলাদেশ সামু লীগের অবমাননার অভিযোগে আপনাকে এক ঘন্টা জেল দেয়া হলো।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫
গরু গুরু বলেছেন: আবুলের বাপ পরে আবুল হইবে সভাপতি।আহা কি আনন্দ এ যেনো আমদের প্রতিবন্দি জয়ের মাস্ততো ভাই
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
আমি আবুলের বাপ বলেছেন: পোষ্টে পেট্রল বোমা মারার অভিযোগে আপনাকে ৬০ দিনের রিমান্ড দেয়া হলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
আমি আবুলের বাপ বলেছেন: আপনাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন । সন্দেহ করা হচ্ছে আপনার পিছনে স্বাধীনতা বিরোধী শক্তি আছে।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
সাহসী সন্তান বলেছেন: আমি ভাই আপনার বিরোধী পক্ষ হিসেবে থাকলাম। বাংলাদেশ সামু লীগ হইলেতো বাংলাদেশ সামু দলও লাগে কি কন? এই অধম না হয় সেই পদটাই নিলো। যারা যারা বাংলাদেশ সামু দলে যোগ দিতে চান তারা আমার লগে যোগাযোগ করেন!
তবে এভাবে আপনি নিজেই অক্ষমতা বলে সভাপতির পদ দখল করতে পারেন না। এটা আইন বিরুদ্ধ। আপনার উচিত সবাইকে নিয়ে একটা প্যানেল বসিয়ে যোগ্য ব্যক্তিকে সভাপতি পদ দেওয়া। নিজে সামু লীগ প্রতিষ্টা করছেন বলেই যে সেই পদ দখল করে বসে থাকবেন এটা মেনে নেওয়া যায় না। তাছাড়া আপনি না হয় আবুল না। কিন্তু আপনার ছেলেতো আবুল। হেই যখন ঐ সভাপতি পদ পাইবো তখন সামুর কি অবস্থা হইবো একবার ভেবে দেখছেন? শুধু আপনি না, এটা আমি আপামর সামুর সদস্যদের কে ভেবে দেখার জন্য অনুরোধ করলাম। আপনারাই ভেবে চিন্তে ঠিক করেন সামু লীগে যোগ দিবেন, নাকি সামু দলে যোগ দিবেন?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
আমি আবুলের বাপ বলেছেন: স্রোতের উলটা দিকে যেয়ে কিছু করতে পারবেন না। হয় মরে যাবেন, না হয় জেলে পচবেন। আর আপনার দলে লোক ও পাবেন না।তাছাড়া বাংলাদেশ সামু লীগের লক্ষ্যই হলো বিরোধী পক্ষ বিহীন সামু। তবে আপনার মত সাহসী সন্তান বাংলাদেশ সামু লীগে প্রয়োজন আছে। তাই খামাখা রিস্ক না নিয়ে বাংলাদেশ সামু লীগে যোগ দিন। ভালো একটা পদ পাবেন । আর মনে রাখবেন, আমার পোলা আবুল হোক আর আইনষ্টাইন হোক,সে আমার পোলা।তার যোগ্য নেত্বতে বাংলাদেশ সামু লীগ এগিয়ে যাবে।
বলে রাখলাম, সভাপতি পদ নিয়ে চুদুর বুদুর চইলত ন।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
ফাহাদ মুরতাযা বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
আমি আবুলের বাপ বলেছেন: এখনো আপনে হাসতাছেন? বুঝছি রিমান্ডে না দিলে আপনে সোজা হইবেন না।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নতুন করে এ উদ্যোগের দরকার নাই, এইটা আগে থেকেই আছে। একটু চোখ খোলা রাখুন এম্নিতেই সামু লীগ খুজে পাবেন যেখানে আপনার বর্ণিত উদ্দেশ্য ও সুবিধা গুলি বর্তমান।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
আমি আবুলের বাপ বলেছেন: ভালো না লাগলে যোগ দিবেন না, কিন্ত চেতনা বিরোধী কথা বলবেন না।আমরা চেতনায় উজ্জীবিত।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
মারুফ তারেক বলেছেন: শিশুলীগ বাদ দিলেন ক্যান?
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
আমি আবুলের বাপ বলেছেন: কথাবার্তা এবং আচার-আচরনের জন্য পুরো লীগকেই এখন শিশুলীগ বলা যায়। তাই আলাদা করে নামোল্লেখ করি নাই। যাই হোক যেহেতু শিশুদের প্রতি আপনার আগ্রহ আছে,তাই আপনাকে বাংলাদেশ সামু লীগের শিশু বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হলো।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি @ সাহসী সন্তান ভাইর লগে আছি
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
আমি আবুলের বাপ বলেছেন: স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মেলাবেন না। চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ সামু লীগে যোগ দিন।নিরাপদে থাকুন।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই আবুলেরে একটা পদ দিয়েন ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
আমি আবুলের বাপ বলেছেন: বাংলাদেশ সামু লীগে অনেক আবুলই আছে।চাইলে আপনিও একটা গুরত্বপূর্ন পদ নিতে পারেন। তবে আমাকে সভাপতি হিসাবে একটা অভিননন্দন বার্তা দিতে হবে।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
সাহসী সন্তান বলেছেন: মইরা গেলেও আমি আপনার সামু লীগে যোগ দিমু না! বেশি ফাল পাইড়েন না। সামনেই কিন্তু ঈদ। বেশি তিড়িং বিড়িং করলে কিন্তু ঈদের পরে কঠোর আন্দোলনে নামুম। তখন কিন্তু আর দৌড়াইবার পথ পাইবেন না! নিজের খারাপ যদি না চান তাইলে শীঘ্রই একটা প্যানেল বসিয়ে সভাপতি পদ ছাড়েন! নিজে প্রতিষ্টা করছেন বইলা হেইডারে পৈত্রিক তেজারতি ভাবলে কিন্তু আপনি ভুল করবেন ভাই? আমি আগেই কইয়া রাখলাম!!
গিয়াস লিটন ভাইরে ধন্যবাদ আমার দলে যোগ দেওনের লাই! টেনশন কইরেন না, আপনারে মুই একটা ভালপদ দিমুআনে!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
আমি আবুলের বাপ বলেছেন: খামাখা ভেজাল পাকাইয়েন না।আপনাদের আন্দোলন দেখা আছে। এই সব অবৈধ আন্দোলনে জনগন (ব্লগাররা) অংশগ্রহন করবে না।কারন জনগন (ব্লগাররা) বুঝতে পারছে উন্নয়নের ধারা ব্যাহত করার জন্যই এই আন্দোলন।জনগন (ব্লগাররা) জানে বাংলাদেশ সামু লীগ ছাড়া বিকল্প নাই।
আর গিয়াস লিটন ভাই এখন আর আপনার সাথে নাই। উনি বুঝতে পারছেন আপনারা ৭১ এ পরাজিত শক্তি। আর আমরা চেতনায় উজ্জীবিত।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
অথঃপর আমি বলেছেন: আপনের এই শুভ উদ্যেগকে স্বাগত জানাই। আমি সরকারের নিকট দাবী জনাই জননেত্রী আপনেরে যেন অন্তত একটা মন্ত্রী মানে পদায়ন করে। বিশেষত সরকারের প্রজনন মন্ত্রনালয়ের পুষ্টটি খালি পইরা আছে। আপনেরে ঐটায় ভালো মানাইবো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
আমি আবুলের বাপ বলেছেন: সরকার আমারে কি দিবো,না দিবো,এইটা নিয়া আপনি টেনশন নিয়েন না। আপনে বাংলাদেশ সামু লীগে কি পদ চান,সেইটা বলেন।
বুঝছি,ডাইরেক্টতো কইতে পারেন নাই। আপনে বাংলাদেশ সামু লীগের প্রজনন বিষয়ক সম্পাদক পদ চান। আইচ্ছা যান,দিয়া দিলাম।আইজ থিকা আপনে বাংলাদেশ সামু লীগের প্রজনন বিষয়ক সম্পাদক । এখন আমারে প্রানঢালা রক্তিম শুভেচ্ছা জানান।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
-সাইরাস বলেছেন: আমিও আজ থেকে সামু লীগে যোগ দিলাম
" জয় সামু, জয় সাইরাস "
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
আমি আবুলের বাপ বলেছেন: স্বাগতম,তবে আপনার উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। আগে সভাপতির নামে শ্লোগান দিবেন।তারপর অন্য কিছু।
জয় আবুলের বাপ, জয় সামু। এভাবে শ্লোগান দিতে হবে।
যাই হোক অল্প কয়েকটা পোষ্ট খালি আছে। যেকোনো একটা দখল কর, বসে পরেন।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
মেশকাত মাহমুদ বলেছেন: বেশ মজা পাইছি।।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
আমি আবুলের বাপ বলেছেন: মজা পাইছেন,শুনে ভালো লাগলো। বাংলাদেশ সামু লীগে যোগ দিবেন কিনা,তা তো বললেন না। যেহেতু আপনি মজা খুজে বেড়ান তাই আপনি বাংলাদেশ সামু লীগের মজা (বিনোদন) বিষয়ক পদটা নিতে পারেন।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
মেশকাত মাহমুদ বলেছেন: ভাই বিনোদন নয়, বিনুদুন বিষয়ক পদটা নিতে চাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: নেন,তবে চারিদিকে যেই বিনুদুন,আপনে কি নতুন করে আমাদের বিনুদুন দিতে পারবেন?
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
কাবিল বলেছেন:
আমি @ সাহসী সন্তান ভইয়ের লগে আছি
তবে, আপনার সাথে যোগ দিতে হলে গোপনে হিসাব নিকাশ করে বিবেচনা করতে হবে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আমি আবুলের বাপ বলেছেন: আপনে ভাই সভাপতির ক্ষমতা সম্পর্ক্র জানেন না।আমি কি কাউরে ডরাই?আমি বিরোধীগো মত গোপনে কিছু করি না।আপনের কি লাগব,ওপেনে কইয়া ফালান।কোনো সমস্যা নাই।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
গেম চেঞ্জার বলেছেন: জয় আবুলের বাপ । হইছে ?
এখন আমারে টেকনোক্রেট মন্ত্রি বানায়া ফালান ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯
আমি আবুলের বাপ বলেছেন: একদম আসল কর্মীর মতন শ্লোগান দিছেন।আপনাকে চামচামি বিষয়ক সম্পাদক পদ দেয়া হল।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
গেম চেঞ্জার বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
আমি আবুলের বাপ বলেছেন: চামচামি বিষয়ক সম্পাদক পাইয়া এত্ত খুশী।? আপনেই এই পদের উপযুক্ত।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: এরা কোন লীগের বলতে পারেন...........................??
০১. চলন বিল
০২. আলী আকবর লিটন
০৩. তপ্ত সীসা
০৪. জাতির গ্রান্ডপা
০৫. হিনদোল শাহ
০৬. কথার_খই
০৭. জুবায়ের আহসান
০৮. নৈশ শিকারী
০৯. ফাহাদ মুরতাযা
১০. সাদিকনাফ
১১. আমার ভাবনা
১২. সুফী বরষণ
১৩. ক্ষতিগ্রস্থ
১৪. রাজাকার হিন্দুদের বিচার চাই
১৫. তিথীডোর
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
আমি আবুলের বাপ বলেছেন: আরে ভাই,ওগো লাইগাইতো বাংলাদেশ সামু লীগ খুলছি। আগে যেইডাই করুক না কেন,এখন বাংলাদেশ সামু লীগে যোগ দিয়া আমাগো হাত শক্তিশালী করবো। নাইলে আই ডি গুম কইরা দিমু না?
আপ্নারে ধন্যবাদ এত কষ্ট কইরা ,ওদের লিষ্ট তৈরি করার জন্য।বিশেষ কইরা,এখনো যেখানে রাজাকারের লিষ্ট তৈরি হয় নাই।সেইখানে আপনে এমন একটা লিষ্ট তৈরি করলেন,যা সামুর ইতিহাসে আপনার নাম জ্বলজ্বল করবে। এখন আপনি ওদের পোষ্টে যেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলুন ।
সামু লীগের সালাম
সব পোষ্টে দিলাম।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আরো কিছু নাম যোগ হবে।
এখানে ০২, ০৯ এবং ১৪ নম্বরকে ব্যান করিয়েছি। ০১ নম্বরটা মনে হয় ব্যান হয়েছে বা অপেক্ষায় আছে। ওইটা সবচেয়ে বেশি সাম্প্রদায়িক এবং জঘণ্য, তার ভাষাও বিশ্রী।
বাকীগুলো উদানিং একটু সাবধানে ব্লগিং করছে।
দেখেন সামনে কি হয়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
আমি আবুলের বাপ বলেছেন: গুড, আপনার মত বাংলাদেশ সামু লীগের একনিষ্ঠ কর্মি পেয়ে আমরা গর্বিত। আমাদের চাহিদা মত মডু প্যানেল সম্পূর্ন দলীয়করন করা হবে। দরকার হলে নিজেদের লোক বসিয়ে আধিপত্য বিস্তার করা হবে। সেই পথে আমরা এগুচ্ছি। প্রথমে এই চিহ্নিত রাজাকার কটারে করেন,পরে এদের সাথে যারা জড়িত আছে,যারা এদের পোষ্টে যারা কমেন্টে করেছে,সবাইকে ব্যান করেন।
সামু হোক বিরোধী পক্ষ বিহীন।
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
মোঃ ইয়াসির রহমান বলেছেন: আমি এই মাত্র সম্পূর্ণ গায়ের জোরে সামু লীগে যোগ দিলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
আমি আবুলের বাপ বলেছেন: স্বাগতম।যোগ দিছেন ভালো করেছেন,কিন্তু দলের এই ক্রান্তি লগ্নে নিজেদের মধ্যে কোন্দোল স্রষ্টি কইরেন না।প্লিজ লাগে।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
মোঃ ইয়াসির রহমান বলেছেন: থুক্কু, জয় আবুলের বাপ।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
আমি আবুলের বাপ বলেছেন: এই বার পারফেক্ট হইছে।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: সোনার বাংলা, সোনার দেশ
সামু লীগে করবে শেষ!
আবুলের বাপ সভাপতি
হয়ে যাবে কোটিপতি!
এ শ্লোগানে এগিয়ে চলুক সামু লীগ
তা, সভাপতি চাহেব ভালো ও শক্তিশালী কোন পদবী শুন্য আছে নাকি?
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৪
আমি আবুলের বাপ বলেছেন: আপনার কবিত্যা ভালো লাগছে।আপনার কবিত্যায় আমি মুগ্ধ।
আপনি সামু লীগে যোগ দিলে পদ ও পদক দুইটাই পাইবেন। এখনতো শুধু পদ না পদকও দেয়া হয়।
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬
হোসাইন-ই বলেছেন: আমি সামুলিগে যোগ দিমুনা.......
পারলে কিছু করেন...
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
আমি আবুলের বাপ বলেছেন: আপনার আই ডি গুম হয়ে গেলে,সেইদিন কপাল থাবড়াইবেন
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫
চুরি যাওয়া আগুন... বলেছেন: রাজাকার গুলার আসলেই ডিম থেরাপি দরকার! +++++
জয় আবুলের বাপ, জয় সামু।
জয় আবুলের বাপ, জয় সামু।
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২
মোঃ আব্দুস সালাম বলেছেন: আমি হাইকোর্টে রিট করব কোন ক্ষমতা বলে আপনি সভাপতি হইলেন? (আমারে সহ-সভাপতির পদ দিলে অবশ্য চিন্তা করতে পারি যে রিট করব কি না)
২৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
এম আর তালুকদার বলেছেন: আমাকে আপনার সাথে রাইখেন...
২৮| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: সেইরাম পুস্ট ভাই!!!
পিলাচ!
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
***মহারাজ*** বলেছেন: সামু লীগের সালাম
সব পোষ্টে দিলাম।
আইজ হইতে তাই সামুলীগে যোগ দিলাম