নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

সরকার কি গোপালগঞ্জবাসীদের বিশেষ ক্ষমতা ও মর্যাদা দিয়েছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা।এ জেলার মানুষদের ক্ষমতা ও মর্যাদা অন্যান্য জেলার মানুষদের মতোই হওয়া উচিৎ। কিন্তু গত ৫/৬ বছর যাবত এ অঞ্চলের লোকেদের কথাবার্তা - কাজকারবার দেখে মনে হয় তারা বিশেষ ক্ষমতা ও মর্যাদার অধিকারী।চাকরী থেকে শুরু করে সব সেক্টরেই এরা বিশেষ সুবিধা পাচ্ছে। অনেকেরই এদের হাতে নিগ্রহিত হওয়ার অভিজ্ঞতা হয়েছে। যদি তাই হয়,তাহলে তাদের বিশেষ আইডি কার্ড অথবা বিশেষ পোষাক দেয়া হোক।যাতে আমরা এই বিশেষ প্রানীদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে পারি।তাহলে আর এই সাংবাদিকের মত মাইর খাওয়া লাগবে না।

প্রত্যক্ষদর্শীরা প্রথম আলোর প্রতিবেদককে জানান, নাজিব সাংবাদিক পরিচয় দিলে জাকির বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জ। মান্নার মতো রিমান্ডে নিয়ে তোকে পিটাবো।’


কনস্টেবল জাকির অটোরিকশা থামিয়েই লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাঁর অটোরিকশার গ্লাস ভেঙে ফেলেন। ভাঙা কাঁচের টুকরো গায়ে লাগলে নাজিব ওই কনস্টেবলকে গ্লাসে লাঠিপেটা করার কারণ জানতে চান। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন জাকির এবং এএসআই দেলোয়ার দুজন মিলে নাজিবকে অটোরিকশা থেকে নামিয়ে পুলিশ বক্সের মধ্যে এনে মারধর করেন।
নাজিব অভিযোগ করেন, কনস্টেবল জাকির তাঁকে বুকে লাথি দিয়ে ফেলে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা প্রথম আলোর প্রতিবেদককে জানান, নাজিব সাংবাদিক পরিচয় দিলে জাকির বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জ। মান্নার মতো রিমান্ডে নিয়ে তোকে পিটাব।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.