![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার
কিন্তু সেই কুকুর সমাজের এখন কি হবে? যারা ভ্যাটের পক্ষে
*টক শোতে ভ্যাট নিয়ে ঘাউ ঘাউ করছিলো ।
*পত্রিকার বিরাট কলাম লিখে ভাউ ভাউ করছিলো।
*ব্লগ-ফেইসবুকে কেউ কেউ করছিলো।
তারা কি সরকারের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করতে পারবে? নাকি নতুন হাড্ডির লোভে লেজ গুটিয়ে সরকারের এই যুগান্তকারী (?) সিদ্ধান্তের জন্য প্রানঢালা শুভেচ্ছা জানাবে?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
আমি আবুলের বাপ বলেছেন: যেটাকে মুরগী-আন্দোলন বলছেন, সেইটার ঝাঝই সহ্য করতে পারেন নাই। তবে আপনার প্রাইভেটের মালিক হতে হবে ছাত্রদের মা-বাবাকে কথাতে একমত ।
কম্পিউটার কিনলে ৪ শতাংশ ভ্যাট
কম্পিউটার কিনলে ৪ শতাংশ ভ্যাট। এইটার বিরুদ্ধে ষাড়ের মত আন্দোলন করেনতো দেখি।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
ফাহাদ মুরতাযা বলেছেন: কুকুর সমাজ এখন ভাউ ভাউ করবে, তবে অন্য বিষয়ে।
ভাউ ভাউ করাটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য , বিষয় কোন ব্যাপার না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
আমি আবুলের বাপ বলেছেন: কুকুর সমাজে কুকুর দুই প্রকার।এক ধরনের কুকুর আছে,যারা জীবিকার তাগিদে কুকুর গিরী করে।এরা জীবিকার তাগিদে নিজের মাকেও বিক্রি করতে পারে।এদের সং্খাই বেশী। আরেক ধরনের কুকুর আছে।এরা জন্মসুত্রেই কুকুর চেতনার অধিকারী। এদের জন্য করুণা হয়।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
রামন বলেছেন: ভ্যাট প্রত্যাহার করাতে কাদের লাভ হল ? লাভ হয়েছে সদ্য স্বায়ত্বশাসন লাভকারী বিত্তশালি মালিক ও কর্তৃপক্ষের এবং তাদের দেয়া হালুয়া রুটি খাওয়া পেটোয়া বাহিনীর।
সাধারন ছাত্রদের ফলাফল জিরো , এখন ওদের দাস হয়েই থাকতে হবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: ছাত্রদের লাভ হয়েছে,মালিকরা কথায় কথায় ফি বাড়াতে পারবে না।এই আন্দোলনের শিক্ষা এইটাই।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
দ্যা আহমেদ মামুন বলেছেন: আবার শাহাবাগীরা পরাজতি হল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
আমি আবুলের বাপ বলেছেন: কি জানি ভাই,ইমরান শাহাবগীতো আন্দোলনে সমর্থন দিলো।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: যে দেশে তেল-ঘি'র এক দর সে দেশের উন্নতী হয় না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০
আমি আবুলের বাপ বলেছেন: বেশী পার্থক্য থাকলও হয় না।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
মুরগী-আন্দোলনে প্রাইভেটের কষাই মালিকেরা জয়ী হয়েছে।
ভ্যাটের ঝামেলা শেষ হলো, সবার জন্য ভালো হলো।
কিছু সরকারী কর্মকর্তা কয়েক কোটী টাকার ঘুষ খেয়ে প্রাইভেট ইউভার্সিটির লাইসেন্স দিয়েছে; তাতে মানুষের পকেট থেকে বিলিয়ন বিলয়ন ডাকাতী করছে প্রাইভেটের মালিকেরা।
আবার ছেলেমেয়েরা না পড়ে সার্টিফিকেট পাচ্ছে। মা-বাবার লাল, নীল সুতা বের হচ্ছে ৭০% ক্ষেত্রে।
পয়সা-ওয়ালাদের বখাটে ছেলেমেয় ডাক্তার, ইনজিনিয়ার হচ্ছে।
প্রাইভেটের মালিক হতে হবে ছাত্রদের মা-বাবাকে।