![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কয়েক মাসে টাকা জমাইলাম, মোটামুটি মানের একটা কম্পিউটার কিনবো।যাতে দেশ ও জাতির মঙ্গলের জন্য ভালোভাবে ব্লগিং করা যায়(ভাব নিলাম,আসলে পেশাগত কাজে দরকার) ।টাকাও জমছে। পাশাপাশি হাজার-বারোশো টাকা অতিরিক্ত রাখলাম,আসা যাওয়ার ভাড়া এবং যেইদিন কিনব , সেইদিন বন্ধু-বান্ধবদের সাথে হালকা খানাপিনা করার জন্য। কিন্ত সরকার কিভাবে যেন টের পেলো। তারা আমার এই হাজার-বারোশো টাকা টাকা কেড়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করল। কম্পিউটার ও কম্পিউটার পণ্যে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) যুক্ত করল।
কম্পিউটার কিনলে ৪ শতাংশ ভ্যাট
এর প্রতিবাদে চিন্তা করলাম,আমি আর কম্পিউটার কিনবো না। একটা টাইপরাইটার কিনবো।কারন টাইপরাইটারের উপর ভ্যাট নাই।
এখন টেকি ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি , টাইপরাইটার দিয়া কি ব্লগ লেখা যাবে কি না? গেলে কি কি সফটওয়্যার লাগবে। আর সরকারের কাছে প্রশ্ন, ডিজিটাল বাংলাদেশ কি টাইপরাইটার দিয়ে গড়া যাবে কি না?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
আমি আবুলের বাপ বলেছেন: মজা পাইছেন? কিন্তু আমার ব্লগিঙ্গের কি হবে?
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
প্রামানিক বলেছেন: টাইপ রাইটার দিয়ে ব্লগিং করা যাবে তবে পোষ্ট করা যাবে কিনা তা সরকারকে জিজ্ঞেস করতে হবে - --
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
আমি আবুলের বাপ বলেছেন: টাইপরাটার দিয়ে লিখে,জানা আপার বাসার দেয়ালে পোষ্ট করে আসব।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: ভালোই বলেছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: দাও ফিরে টাইপ রাইটার, লও এ কম্পিউটার।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুলের বাপ ভাইছা , টাইফ রাইটারে লিখে অবশ্যই পোস্ট করা যাবে ।
আরও বিস্তারিত জানতে পোস্টাফিসে যোগাযোগ করুন ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
আমি আবুলের বাপ বলেছেন: আপনার সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আমার জীবনে দেখা আপনি সবচেয়ে মেধাবী টেকি মিস্ত্রী।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
উদাস কিশোর বলেছেন: হা হা হা হা
মজা পেলুম