নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশীরা আজ খালি মরে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬


পুরো দুনিয়া জুড়ে বাংলাদেশীদের নাম।কোনো বিশেষ কীর্তির জন্য নয়।শুধু মরার কারনে দুনিয়াজুড়ে বাংলাদেশীদের নাম

কখনো নিজের দেশে পুলিশের গুলিতে মরে।

কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদ বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত

কখনো সীমান্তে বিএসএফের হাতে মরে।
দল বেঁধে গ্রামে ঢুকে বিএসএফের গুলি, নিহত

আবার কখনো বিদেশে বিদ্রোহীদের হাতে মরে।

সৌদি আরবে মর্টার হামলায় দুই বাংলাদেশি নিহ

বাংলাদেশীরা আজ শুধু মরতে শিখেছে।মারতে ভুলে গেছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: নামে মাত্র স্বাধীনতা
ক্ষমতা লোভীদের নিকট জিম্মি গোটা সমাজ
দেখায় ভাল কর্ম
আসলে সর্বস্তরে চলে কুকাজ ।
এজন্য এক নাই মানুষ লাছ পড়ে শুধু
ভবিষ্যৎ বাংলা আফগান ইরাক হবে লাগে ধা ধা , ধু ধু ।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

আমি আবুলের বাপ বলেছেন: ক্ষমতায় থাকে চেতনা বিক্রি করে।কিন্তু চেতনা বাইন্ধা রাখে চ্যাটের সাথে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

মামু১৩ বলেছেন: যে ঘটনাগুলোর কথা বললেন, এর সাথে ক্ষমতাসীনদের কি সম্পর্ক? চেতনার নামে কটাক্ষ করলেন, তাই বা কেন? উল্টা পাল্টা ভাবনা, কাজকর্ম কোন সমাধান নয়।






১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

আমি আবুলের বাপ বলেছেন: বুঝলাম,লেগে গেলো।এসব ঘটনার জন্য সরকারের কোনো কিছু করার নাই,তাহলে সরকার আছে কি জন্য?
পুলিশের বেপোরোয়া আচরনের কারন হলো,পুলিশ জানে,সরকার টিকে আছে, তাদে জন্যই।তাই সামান্য কারনে পুলিশ গুলি চালিয়ে ৩-৫জন মারতে পারে।এজন্য তাদের জবাবদিহিতা করতে হবে না।প্রতিবাদ মিছিল আগেও অনেক হইছে,কিন্তু সরকারের কারনেই এ ধরনের বিক্ষোভরতদের উপর গুলি চালাতে সাহস পায়।তাছাড়া এখন পর্যন্ত এই ঘটনার জন্য,সরকারের কোনো মন্ত্রী এমপির বক্তব্য পেলাম না।
২য় ঘটনা,বিএসএফ প্রায় দিন আমাদের মারে,সরকারের পক্ষ থেকে কোনো জোড়ালো প্রতিবাদ নাই।ধরুন,এ ধরনের ঘটনা বিজিবি যদি করে,তাহলে কি বাংলাদেশের এম্বাসেডরকে ডেকে ভারত প্রতিবাদ জানাতো না?অন্তত এই ঘটনায়তো বলতে পারবেন না,তারা গরু আনতে গিয়েছিলো।
৩য় ঘটনায় অবস একমত, সরকারের কোনো দায় নাই।ওটা উল্লেখ করেছি,আমাদের অসহায়ত্বর অবস্থা বোঝানোর জন্য।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

মামু১৩ বলেছেন: এই দেখুন আরও মৃত্যু-"নিয়ন্ত্র হারিয়ে বাস দোকানে, ২জনের মৃত্যু"(ইত্তেফক)। শালার সরকারই দায়ী। তাছাড়া, সরকারই সকল ধর্ষণ করে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা,আবাইল্যা কথাবার্তা। চায়ের দোকানে এরকম পাড় কিছু সরকার সমর্থক পাওয়া যায়,যারা যুক্তিতে না পারলে এরকম আবাইল্যা মার্কা কথা বলে,চায়ের বিল না দিয়ে রাগ দেখিয়ে উঠে যায়।যাদের টার্গেট থাকে,গরীব চায়ের দোকানীর টাকা মারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.