![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোষ্টটা আবার করলাম এই নিউজটা পড়ে।
বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত হাসিনাকে সংবর্ধনা
নিন্দুকরা বলে,বর্তমানে বাংলাদেশে নাকি সব ব্যবসা স্থবির হয়ে আছে।কিন্তু পোষ্টার ও ব্যানার ব্যবসার বেলায় একথা বললে আমি মানব না। তাদের এখন দুই দিন পরপর ঈদ। রোজার ঈদ থেকে শুরু করি। সে সময় আমরা গ্রাম -শহরের অলিগলিতে দেখলাম,কারা যেন পোষ্টার ও ব্যানারের মাধ্যমে আমাদের খালি শুভেচ্ছা দেয়। এরপর এলো আগষ্ট মাস।এবার তারা পোষ্টার ও ব্যানারের মাধ্যমে কাদতে বলে।কাদা শেষ না হতেই আবার পেলাম কোরবানীর গোশত খাওয়ার শুভেচ্ছা। মাত্র দুই দিন হলো ঈদ শেষ। এখনও ঈদের আমেজ। ঘরে ফেরা মানুষরা আবার ঢাকা শহরে মলিন বদনে ফিরছে।কেনো যে এত তাড়াতাড়ি ঈদ শেষ হয়ে গেলো!!!!!!!!!!!!
কিন্তু এর ভিতরেও নতুন আরেক ঈদ আসছে পোষ্টার ও ব্যানার ব্যাবসায়ীদের। ।হাতি নেতা,পাতি নেতা,নাতি নেতা,ছাতি নেতাদের পোষ্টার ও ব্যানারে আবার ছেয়ে যাবে গ্রাম -শহরের অলিগলিত। পোষ্টার ও ব্যানার ব্যবসায়ীরা আবারো রেডি।কিন্ত কারন কি?
কারন হলোঃ
শেখ হাসিনার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ
এটা শেষ না হতেই আবার শুরু হবে নতুন আরেক উপলক্ষ্য। তাই যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা পোষ্টার ও ব্যানার ব্যবসা করতে পারেন।খালি লাভ আর লাভ। কখনো বসে বসে মাছি মারতে হবে না।
এই আইডিয়াটা দেয়ার জন্য আমাকেও কিছু লাভের ভাগ দিয়েন।
তবে কোনো নেতার সাথে ব্যবসা করে এরকম হুমকি পেলে আমি দায়ী না।
বাড়ির সব মেয়েকে গণধর্ষণের হুমকি আলীগ নেতার
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
আমি আবুলের বাপ বলেছেন: জ্বী ভাই,এই জন্যই বিটিভি ছাড়া আর কোনো চ্যানেলের খবর বিশ্বাস করি না।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
ভিটামিন সি বলেছেন: চিন্তায় ফেলায়া দিলেন। ব্যবসাটা করুম নাকি ভাবতিছি। আতি-পাতি-ছাতি নেতারা আবার বাকি নিব না তো?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
আমি আবুলের বাপ বলেছেন: বাকি দিতে পারেন। তবে পাওনা টাকা আদায় করতে গেলে কড়ায়ের গরম তেলের মধ্যে ফেলে দিতে পারে তারা।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
Md SaRower HosSain বলেছেন: চিন্তায় আছি কি করি ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
আমি আবুলের বাপ বলেছেন: চিন্তার কিছু নাই। ব্যবসা শুরু কইরা দ্যান।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
গরু গুরু বলেছেন: সবইত লোট, ছিন্তাই, ঘুষ বাটপারির টাকা
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৭
আমি আবুলের বাপ বলেছেন: টাকার গায়ে লেখা থাকে না, কিসের টাকা।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
ঢাকাবাসী বলেছেন: এত করাপটেড দেশ দুনিয়াতে আর নেই!
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০
আমি আবুলের বাপ বলেছেন: এত চামচামির দেশ দুনিয়াতে আর নেই!
৬| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
ভিটামিন সি বলেছেন: লেখক বলেছেন: এত চামচামির দেশ দুনিয়াতে আর নেই! - এই মন্তব্যে লাইক না দিয়া থাকতে পারলাম না। সুপার লাইকের ব্যবস্থা থাকলে তা-ই দিতাম।
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮
আমি আবুলের বাপ বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১
গেম চেঞ্জার বলেছেন: ব্যাবসা ঠিকই আছে । ঐসব নিন্দুকের মুখে ষ্যৎ পড়ুক ।