![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়ায় ঢাকায় প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে দল ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।
আওয়ামী লীগের এই আবালীপনা দেখে আমি নিশ্চিত ড. আতিক রহমান এবং (বেলা)'র সৈয়দা রিজওয়ানা হাসান মিটিমিটি হাসছেন!!! হয়তো কিছুটা ঈর্ষাও অনুভব করছেন।
কারন এই দুজন প্রধানমন্ত্রীর অনেক আগেই, একজন সাত বছর আগে আরেকজন বারো বছর আগে এই পুরস্কার পেয়েছেন।
নিচের লিঙ্কে একটু দেখে আসুন।
বাংলাদেশের ড. আতিক 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০০৮
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০০৮' পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান। সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কেনিয়ার রাজধানী নাইরোবীতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করা হয়।
ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০০৮' পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান।
তবে বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা)'র সৈয়দা রিজওয়ানা হাসানের বেলায় লীগি ভাইয়েরা একটু তর্ক করতে পারেন।কারন বেলা ২০০৩ খ্রিস্টাব্দে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল ৫০০ রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়। তখন চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার গ্লোবাল ৫০০ রোল অফ অনার্স নামে পরিচিত ছিলো। সৈয়দা রিজওয়ানা হাসানের পরিচালিত সংগঠন বেলা ২০০৩ খ্রিস্টাব্দে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল ৫০০ রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়
আমরা আসলেই আগে বোকা ছিলাম এই পুরস্কারের এত দাম এটাতো আমরা এতদিন জানতাম না। তাই এখন এনাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দিয়ে পূষিয়ে দেয়া হোক।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩
আমি আবুলের বাপ বলেছেন: তখন কি আমরা জানতাম, প্রধানমন্ত্রী এই মহামুল্যবান পুরস্কার পাবেন?
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবই আরোপিত! সবই মেকি!! কাকে কি বলবেন?
দেশের প্রকৃত অর্জন কি -দেশবাসীই জানে। ভৌটাধিকার বঞ্চিত, সাধারণ মৌলিক অধিকার বাক-স্বাধীনতা বঞ্চিত জনতা জানে তারা কি পাচ্ছে আর কি হারিয়েছে।
বসবাসের অযোগ্য নগরীর ২য় স্থান অর্জনে যেমন পুলকিত হওয়া যায় না- তেমনি দূর্নীতি, লুটপাট, অনির্ভাচিত স্ভৈরাচারী সরকারের অর্জনেও তেমনি আহলাদিত হবার কিছূ নেই- দলান্ধ, চামচা ও বিবেক প্রতিবন্ধি কিছু সুশীল ছাড়া!
আজ মিডিয়া তেল মারা দেখে হা হয়ে যাই! ছাত্রদের ন্যায্য অধিকারের দাবীতে ভ্যাট বিরোধী আন্দোলনে এই মিডিয়া গাইছিল জনদুর্ভোগের কত ন্যাকা মায়া কান্না! কুম্ভীরাশ্রু প্রকাশ্যেই ফেলেছে!
আজ যদি মিনিমা নীত িনৈতিকতা থাকতে একটিবার ছোট করে হলেও আওয়াজ দিতি- জনদূর্ভোগের!!
সেই বুকের পাটাই নাই!
গাড়ীর অভাবে গাড়ীর জন্য অপেক্ষমান মানুষকেও সম্বর্ধনার মানুষ ভেবে যদি ভূল করে থাকে- তবে আর কি বলার আছে। !!
আমরা চ্যম্পিয়ানশিপ উদযাপন করি- যেমন পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি অ্যাওয়ার্ড’ এর জন্য-
তেমনি বসবাসের অযোগ্য নগরীর ২য় স্থান অর্জন! দূর্নীতিতে বারবার চ্যাস্পিয়ান হবার, গণতন্ত্র হীন হবার, অনির্বাচিত সংসদ পরিচালনা, স্বৈরা শাসনেরও রেকর্ড অর্জন! গুম, খুন, ভিন্নমত দলন সহ আরো আরো অনেক কিছুর জণ্য।
লেটস সেলিব্রেট!
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
আমি আবুলের বাপ বলেছেন: ক্ষমতায় থাকা অবস্থায় উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিনের উপাধী ছিলো 'হিজ এঙ্েেলন্সি প্রেসিডেন্ট অব লাইফ, ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন বিসি, ডিএসও, এমসি, লর্ড অব অল দ্য বিস্টস অব দ্য আর্থ এন্ড ফিসেস অব দ্য সি এন্ড কনকুয়েরর অব দ্য ব্রিটিশ ইম্পিয়ার ইন আফ্রিকান জেনারেল এন্ড উগান্ডা ইন পার্টিকুলার।' যার অর্থ দাঁড়ায়, 'উগান্ডা তথা আফ্রিকায় ব্রিটিশ আধিপত্য ক্ষুণ্নকারী, দুনিয়ার সব পশু এবং সাগরের মৎস্যকুলের অধীশ্বর মহামান্য আজীবন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন ভিসি, ডিএসও এমসি।
ইদি আমিনের উপাধি
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১
গরু গুরু বলেছেন: আওয়ামীপন্থীরা পারেও বটে!
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
আমি আবুলের বাপ বলেছেন: মাঝে মাঝে মনে হয় আমরা হয়তবা আফ্রিকার কোনো অশিক্ষিত-অর্ধ শিক্ষিত জনগন। যা বলে তারা, তাই আমাদের বিশ্বাস করতে বাধ্য করে।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫
সাদী ফেরদৌস বলেছেন: নবীজি যখন নবি হইলেন তখন তার বিরোধী পক্ষ বলা শুরু করলো , আরে ধুর এ আর এমন কি কাজ , মুহাম্মদ একটা গনক , তারপর তার আরও কিছু কাজ দেইখা কাফের রা বলা শুরু করলো, আরে ধুর মুহাম্মদ একটা জাদুকর ।
এমন কোন সিস্টেম থাকতো ,নবির সময় বাদে দুনিয়াতেই আল্লাহ কাওরে জান্নাত দিতো , আর সেইটা যদি শেখ হাসিনা পাইত , তাইলে তোমরা কইতা , আরে ধুর টাঁকা হইলে জান্নাত কেনা যায় , এ আর এমন কি , আল্লাহ পাক ও আওয়ামীলীগ করে , হে তো হাসীনারে জান্নাত দিবই , অনেক প্রমান আছে আমগোর হাতে
।
পুরুস্কার পুরুস্কারই , সেটা নোবেল হোক আর যেটাই হোক , এখন হাসিনা নোবেল পাইলেও তোমরা কইবা , আরে ধুর টাকা হইলে নোবেলের অভাব নাই , নরওয়ের নোবেল কমিটি আওয়ামীলীগ করে সেটা আজকের কথা না ।
এখন কথা হইলো , হাসিনা তো তাও তোমাগর কথা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘ থেকে অখ্যাত পদক পাইতেছে বা কিনতাছে ( জাতিসংঘ ও বিশ্ববিদ্যালয় গুলো আওয়ামীলীগ করে ) কিন্তু তোমার খালেদা আম্মুর তো সেই যোগ্যতাও নাই । জে এস সি পাশ কাওকে জাতিসংঘ কিংবা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় পদক দিবে বইলা মনে হয় না ।
নুহ নবি ৯০০ সংগ্রাম কইরা ছাগল মানুষ করতে পারে নাই , তাই আমি একটু জ্ঞান দিলাম বলে দুঃখিত , আমি কোন হানের হরিদাশ পাল ।
শোন শিশু , সাধে তো আর তোমার নাম আবুলের বাপ হয় নাই ।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১
আমি আবুলের বাপ বলেছেন: সাদী ফেরদৌস আপনে ব্লগে কি করেন? সংবর্ধনয় যান নাই? হায় হায় আপনের আগেতো ওরা হালুয়া রুটী সব খাইয়া ফেলব। দৌড়াইয়া যান।আমি তো আশ্চর্য, এতো জ্ঞানী লোক ব্লগে কি করে। তারাতো প্রধানমন্ত্রী আশেপাশে থাকে। জীবনেতো শিখছেন হাসিনা-খালেদা। এর বাইরে আপনার কোনো জ্ঞান নাই। এখন পাছায় থাবরা মাইরা নাচতে থাকেন। ও, নাচার আগে আমার লেখা আরেকটু ভালো করে পড়েন। আমি কি কোথাও বলছি, পদক কিনছে? যেই পদক আমরা ২০০৮ এ পাইছি,সেইটা এখন আবার পাইয়া এত নাচার কি আছে,আমার মাথায় সত্যি ঢোকে না।
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
আমি আবুলের বাপ বলেছেন: ও তাহলে সংবর্ধনায় গিয়েছিলেন? শুনলাম আজকে ১০০-৩০০ টাকা দিছে। আপনি মনে হয় ৬০০ টাকা পাইছেন। তাই অত্যন্ত আনন্দচিত্তে এই কমেন্ট করলেন।
তবে সাবধান, টাকা নিয়া নিজেরা মারামারি করে আবার ছ্যাচা খাইয়েন না। তখন কিন্তু আবার চোখ বুজে বি এন পির দোষ পরবো। আপনি না পারবেন কারো কাছে আসল ঘটনা কইতে,না পারবেন সইতে।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
ধমনী বলেছেন: ইদি আমিনের উপাধিটা ভালো লেগেছে।
ময়ুর নিজের সৌন্দর্য নিয়ে যতটা না চিন্তা করে, কাক ময়ূর হওয়ার চিন্তায় তার চেয়ে বেশি ছটফট করে।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪
আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা।ময়ুর নিজের সৌন্দর্য নিয়ে যতটা না চিন্তা করে, কাক ময়ূর হওয়ার চিন্তায় তার চেয়ে বেশি ছটফট করে।
এইটাও জট্টিল হইছে।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
গরু গুরু বলেছেন: @সাদী ফেরদৌস সাথে দুইটা মুলা নিয়ে যায়েন। একটা পোন্দানমন্ত্রী আর একটা আপনের জন্য। সমস্যা নাই গাজর হইলেও চলবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৩
আমি আবুলের বাপ বলেছেন: এরা সংবর্ধনায় কি নিয়া যায়,দেখুন,
রাজধানীর খিলক্ষেতে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার স্থান থেকে শনিবার অস্ত্রসহ যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম রফিক। তিনি খিলক্ষেত থানা যুবলীগের সাধারণ সম্পাদক। এছাড়া বিয়ারসহ ডেমরা থানা ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুরস্কার পাওয়ার আনন্দ অস্ত্র আর বিয়ার নিয়া উদযাপন করে।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা আসলেই আগে বোকা ছিলাম এই পুরস্কারের এত দাম এটাতো আমরা এতদিন জানতাম না। তাই এখন এনাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দিয়ে পূষিয়ে দেয়া হোক।
হা হা হা.......আরে তাইতো!!!
ধমনী বলেছেন: ইদি আমিনের উপাধিটা ভালো লেগেছে।
ময়ুর নিজের সৌন্দর্য নিয়ে যতটা না চিন্তা করে, কাক ময়ূর হওয়ার চিন্তায় তার চেয়ে বেশি ছটফট করে।
+++
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
আমি আবুলের বাপ বলেছেন: এই পুরুষ্কার যে নোবেল থেকেও দামী,সেটা আমরা আগে বুঝি নাই।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: এই পুরুষ্কার যে নোবেল থেকেও দামী,সেটা আমরা আগে বুঝি নাই।
কি যা তা বলছেন?নোবেল আবার দামী হলো কবে থেকে?
কেনো জানেন্না চীজ সেন্ডুইচ আর হোয়াইট ওয়াইন খেলেই নোবেল পাওয়া যায়?
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
আমি আবুলের বাপ বলেছেন: সরি,ভুল হয়ে গেছে।আসলে ধরত্রীর চ্যাম্পিয়নের উপর কোনো পুরুষ্কার নাই,এটা আমি বুঝতে পারি নাই।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:১৬
চাঁনপুইরা বলেছেন: হাসিনার নির্লজ্জতার কারন - "নগদ পাওয়া সুযোগ সুবিধা, আণ্ডা বাচ্চাদের প্রাচুর্যময় ভবিষ্যৎ আর তার সাথে যোগ হয়েছে ক্রোধান্ধ প্রতিশোধ স্পৃহা"।
বাকীদের নির্লজ্জতার কারন- " প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হালুয়া রুটির অংশীদার আর 'নিজে তো বেশ ভাল আছি' এই মানসিকতা "।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৬
আমি আবুলের বাপ বলেছেন: চামচামিতে জাতিসংঘ কবে আমাদের পুরুষ্কার দেবে?
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:২৪
কলাবাগান১ বলেছেন: আর আপনাদের কেন গা জ্বলে তা তো বলার অপেক্ষা রাখে না।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮
আমি আবুলের বাপ বলেছেন: আমার গা পদক পাওয়ার জন্য জ্বলে না( যদিও এই পুরস্কার কি জন্য পেয়েছেন,তা জনগনতো দুরের কথা,লীগের লোকেরাও জানে না), আমার জ্বলে সংবর্ধনার নামে এইরকম আবালীপনা দেখে। জাতি হিসাবে লজ্জিত হতে হয়।যেই পুরস্কার আমরা ২০০৮ এ পাইছি,সেইটা নিয়া ২০১৫তে এত নাচানাচি করলে,বহির্বিশ্ব আমাদের নিয়া হাসাহাসি করবে।আমরা উরুন্ডি-বুরুন্ডি না।
ক্রিকেট নিয়ে একটা উদাহরন দেই।১৯৯৭ সালে আইসিসি জিতে আমরা যেই উল্লাশ করেছি,এখন ভারত-পাকিস্তানকে হারিয়ে কি সেরকম উল্লাস করি?আমাদের খেলোয়াররা করে?করে না, কারন আমরা এখন অনেক ম্যাচিউরড। হ্যা,যদি কোনদিন বিশ্বকাপ জিতি, তাহলে ৯৭ থেকেও বেশী উল্লাস করব ।
ঠিক সেরকম 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান পেয়েছেন ২০০৮ এ।২০১৫ তে প্রধানমন্ত্রী এই পুরস্কার পাওয়ার পর লোক ভাড়া করে এরকম উল্লাস করা ছাগলামী ছাড়া আর কিছুই না। এতে প্রধানমন্ত্রীর সন্মান বাড়লো না কমলো,ভেবে দেখবেন।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯
অমিয়েন্দ্র বলেছেন: উনাদের গা জ্বলতেছে কারণ অষ্টম শ্রেণি পাশ জঙ্গিমাতা এই পুরষ্কার পান নাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯
আমি আবুলের বাপ বলেছেন: আপনার মন্তব্যের উত্তর বিএনপির লোকেরা দেয়া উচিত। আমি কোনো দল করি না।
তবে আমার মতামত হলো,টাকা দিয়ে ডিগ্রি-উপাধি পাওয়া যায়। এর জ্বলন্ত উদাহরন মুসা বিন শমসের। তার নামের আগে কিন্তু ডক্টর আছে।
আবার প্রাইমারি স্কুল না ডিঙানো জেনারেল। ইদি আমিন অবৈধভাবে ক্ষমতায় আসার পর যে উপাধি গ্রহণ করেন তাতে তার মস্তিষ্কের সুস্থতা নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়। উপাধিটি হলো_ 'হিজ এঙ্েেলন্সি প্রেসিডেন্ট অব লাইফ, ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন বিসি, ডিএসও, এমসি, লর্ড অব অল দ্য বিস্টস অব দ্য আর্থ এন্ড ফিসেস অব দ্য সি এন্ড কনকুয়েরর অব দ্য ব্রিটিশ ইম্পিয়ার ইন আফ্রিকান জেনারেল এন্ড উগান্ডা ইন পার্টিকুলার।'
অন্ততঃ খালেদা জিয়াকে ডিগ্রি-উপাধি নিয়া এ ধরনের পাগলামী না করার জন্য ধন্যবাদ দেয়া যেতেই পারে। তিনি চাইলে এরকম ডিগ্রি-উপাধিডজন খানেক নিতে পারতেন।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: সরি,ভুল হয়ে গেছে।আসলে ধরত্রীর চ্যাম্পিয়নের উপর কোনো পুরুষ্কার নাই,এটা আমি বুঝতে পারি নাই।
গুড বয়.........রামের সুমতি
কলাবাগান১ বলেছেন: আর আপনাদের কেন গা জ্বলে তা তো বলার অপেক্ষা রাখে না।
অপেক্ষা করছি,একটু বলুননা ভাইয়া.......প্লিজ
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১
আমি আবুলের বাপ বলেছেন: কলাবাগান১ আর মনে হয় এই পোষ্টে কথা বলবেন না। যদি বুদ্ধি থাকে।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অমিয়েন্দ্র বলেছেন: উনাদের গা জ্বলতেছে কারণ অষ্টম শ্রেণি পাশ জঙ্গিমাতা এই পুরষ্কার পান নাই।
বাহ,আপনার চিন্তাশক্তির গভীরতায় মুগ্ধ মশাই,কমেন্ট করার ভাষা নাই.......ব্রাভো
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
আমি আবুলের বাপ বলেছেন: জ্বী,ওনাদের চিন্তাশক্তি প্রধানমন্ত্রীর মতোই। এত ঝানু ঝানু গোয়েন্দারা ৫-৬ দিন ধরে কিছুই উদ্ধার করতে পারলো না, আর উনি দেশে এসেই বলে দিলেন বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে : প্রধানমন্ত্রী
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
রানার ব্লগ বলেছেন:
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪
আমি আবুলের বাপ বলেছেন:
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
অেসন বলেছেন: "যেই পুরস্কার আমরা ২০০৮ এ পাইছি,সেইটা নিয়া ২০১৫তে এত নাচানাচি করলে,বহির্বিশ্ব আমাদের নিয়া হাসাহাসি করবে।আমরা উরুন্ডি-বুরুন্ডি না। "
২০০৮ এ পদক কে পাইছিল ? ড. আতিক রহমান? উনি কি রাজনীতিবিদ ? উনার কি জনসমর্থন বা কর্মী আছে ? উনার সংবর্ধনা র
প্রয়োজন নাই। কিন্তু শেখ হাসিনার তা প্রয়োজন আছে। এবার আপনি বলেন, খালেদা যদি পুরস্কার পেত তাহলে চিত্র কি আলাদা হত?
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
আমি আবুলের বাপ বলেছেন: ড. আতিক রহমানের জনসমর্থন বা কর্মী নাই,তাই সংবর্ধনার প্রয়োজন নাই।হা হা হা।অদ্ভুদ যুক্তি।
খালেদা জিয়াও যদি পুরস্কার পেত এবং এরকম ছ্যাবলামী করত,তাহলেও মানুষ হাসাহাসি করত।তবে আমার ধারনা,খালেদা জিয়ার এসব ব্যপারে একটু হলেও কমন সেন্স আছে।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গতকাল সম্বর্ধনার ভীড়ে চাঁটগার ফ্লাইট মিস করি.......আরো অন্তত জনাদশেক একি ফ্লাইট মিস করেন
ভাড়ার কথা বাদ দিলাম,কাজের কি অপূরণীয় ক্ষতি হলো কারে বুঝাই
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
আমি আবুলের বাপ বলেছেন: কোনো ক্ষতি হয়নি। পুরস্কারের জন্য এইরকম ক্ষতি সহ্য করতে হবে।
১৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩
অেসন বলেছেন: ড. আতিক রহমান রাজনীতি করেন না। উনার প্রচার খুব দরকার হই না। আমরা যা করি রাজনীতির জন্য। যেমন আপনি এই পোস্তটি
রাজনীতির জন্যই লিখছেন বলেই মনে হই। কারন হাসাহাসি এক পক্ষ সবসময়ই করবে।
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আমি আবুলের বাপ বলেছেন: প্রচারের জন্য এরকম পাগলামী করতে হবে। ভাই বলতে বাধ্য হচ্ছি, এইসব উগান্ডায় মানায়।
১৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯
মুর্শিদুল ইসলাম বিপ্লব বলেছেন: অনির্বাচিত সরকাররা তো সবসময় হীনমন্মতায় ভোগে, তাই একটু প্রশংসাতেই হৈ হুল্লোর বেশী
০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫
আমি আবুলের বাপ বলেছেন: আপনার কথাটা খুব ভালো লাগলো।
ভাব যেনো এই পদক শুধু আমারই পাইছি।জীবনে কেউ কোনোদিন চোখে দেখে নাই।
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুর্শিদুল ইসলাম বিপ্লব বলেছেন: অনির্বাচিত সরকাররা তো সবসময় হীনমন্মতায় ভোগে, তাই একটু প্রশংসাতেই হৈ হুল্লোর বেশী
গুড বয়........মাথা আছে
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
আমি আবুলের বাপ বলেছেন: এই জন্যই পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান এবং (বেলা)'র সৈয়দা রিজওয়ানা হাসান মিটিমিটি হাসছেন।
২০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: এই জন্যই পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান এবং (বেলা)'র সৈয়দা রিজওয়ানা হাসান মিটিমিটি হাসছেন।
কি আর করবেন তারা,হরতাল ডাকা কিংবা অবরোধ করার মতন লোকবল নেই যে...........
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১
আমি আবুলের বাপ বলেছেন: তবে তারা সংবর্ধনা না পাওয়ার কারনে অনশন তো করতে পারেন।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফালতূ কামে নাচার মন মানসিকতা থাকলেতো হেরা আম্লীগই করতো
০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫
আমি আবুলের বাপ বলেছেন: তাহলে কি বলতে চান,আম্লীগ ফালতূ কামে নাচে?
০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫
আমি আবুলের বাপ বলেছেন: তাহলে কি বলতে চান,আম্লীগ ফালতূ কামে নাচে?
২২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোবা তোবা
ভাই প্যাঁচান কেন???
এমনিতেই প্যারায় আছি
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০
অগ্নি সারথি বলেছেন: খিকজ। তাদের ও কি দেশ এমন সংবর্ধনা দিয়েছিল?