নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

চেতনায় মোড়ানো স্বর্নের মহাসড়ক উপহার দেয়ায় সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন!!!

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭

কেন যে মানুষ সরকারের সমালোচনা করে,বুঝি না।আমরা শুধু গ্লাসের অর্ধেক খালি শুধু দেখি।কিন্তু গ্লাসের বাকি অর্ধেক পানি ভর্তি,এটা কারোরই চোখে পড়ে না।
সরকার যে চেতনায় মোড়ানো স্বর্নের মহাসড়ক তৈরি করছে সেটা জানেন? না জানলে নিচের লিঙ্ক থেকে ঘুরে আসুন।

ইউরোপে চার লেনের নতুন মহাসড়ক নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় পড়ছে ২৮ কোটি টাকা। পার্শ্ববর্তী দেশ ভারতে এ ব্যয় ১০ কোটি টাকা। আর চীনে তা গড়ে ১৩ কোটি টাকা। তবে বাংলাদেশের তিনটি মহাসড়ক চার লেনে উন্নীত করতে ব্যয় ধরা হচ্ছে কিলোমিটারপ্রতি গড়ে ৫৯ কোটি টাকা। এর মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক চার লেন নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। ফলে মহাসড়ক নির্মাণ সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে বাংলাদেশে।

পার্শ্ববর্তী দেশ ভারতে গত ডিসেম্বরে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, চার লেনের নতুন মহাসড়ক নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় গড়ে ৮-৯ কোটি রুপি; বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে ৯ থেকে সাড়ে ১০ কোটি টাকা। জমি অধিগ্রহণ ব্যয়ও এর মধ্যে অন্তর্ভুক্ত। আর জমি অধিগ্রহণ করা না হলে ব্যয় অর্ধেকে নেমে যাবে। তবে দুই লেনের মহাসড়ক চার লেন করতে কিলোমিটারপ্রতি ৫ কোটি রুপি বা ৬ কোটি টাকা ব্যয় হবে। দেশটির ১২তম (২০১২-১৭) পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ রয়েছে

এখন আপনার মনে সন্দেহ জাগতে পারে, পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে সাড়ে ৯ থেকে সাড়ে ১০ কোটি টাকা লাগে কিলোমিটারপ্রতি ব্যয়, সেখানে বাংলাদেশে কেন কিলোমিটারপ্রতি ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা? বাকি ৮৫ কোটি টাকা দিয়ে কি করবে?

আপনি গালাগালি করতে পারেন,মুখে থুতু আসতে পারে । সরকার এত বড় দুর্নীতি কিভাবে করে? থামেন। আপনি কি ভেবেছেন ,চেতনার সরকার কি দুর্নীতি করে? দুর্নীতি করে ওই বি এন পি সরকার। তারা কিরকম দুর্নীতি করেছে, দেখতে চাইলে ওই লিঙ্কে আবার যান।

তাদের মতে, ২০০৫ সালে নির্মাণ করা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের সড়ক। ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনও রয়েছে এতে। এটি নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় হয়েছে মাত্র ৫ কোটি টাকা। গত ১০ বছরে এ ব্যয় বাড়লেও ১০ কোটি টাকার বেশি হওয়ার কথা নয়।
।বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি হাওড়ে হওয়ায় ৯ মিটার মাটি ফেলে ভরাট করে তৈরি করতে হয়েছে।

তাহলে বাকী ৮৫ কোটী টাকার হিসাব দিয়ে দিচ্ছি। এই টাকা দিয়ে রাস্তার দুই পাশে স্বর্নের ইট বসাবে। মাঝে মাঝে পিচে থাকবে স্বর্নের বালি। যা দূর থেকে চিকমিক করবে। এতে ৮৫ কোটী টাকা ব্যয় হবে।
আপনি আমাকে চাপাবাজ ভাবছেন। কিন্তু যখন ঐ রাস্তা দিয়ে যাবেন, দূর থেকে দেখে মনে অপুর্ব দ্যোত্যনার সুর স্রষ্টি হবে, তখন বলতে বাধ্য হবেন এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।

যারা আমার সামু লীগ সম্পর্কে জানেন না ,তার এই খানে গুতান

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

গেম চেঞ্জার বলেছেন: সামু লীগ সম্পর্কে জানসি আগেই। কিন্তু স্বর্ণ না রেখে প্লাটিনামও তো রাখতে পারতো, নাকি?

বিম্পির সময়ে ৫ কোটি হলেও ঐ সময়ে ১ কোটিতেই ঐ কাজ চইলতো। যাউকগা, আসল কথা হইল আপনে সরকাররে বাঁশ দিতাচেন। ঐটা ঠিক না,হাজার হোক, দেশ এখন শান্তিতে আছে। অবরোধ, হরতাল কতকিছু ছিল ২০১৪ তেও। খাল কাইট্টা কুমির না আনাই ভাল।

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: বিম্পির সময়ে ৫ কোটি হলেও ঐ সময়ে ১ কোটিতেই ঐ কাজ চইলতো।হয়তো কথা ঠিক। কিন্তু বিশেষজ্ঞরাতো বলতেছে,বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের সড়ক।এখানে বি এন পির সাফাই গাইতেছি না। কিন্তু তারা যদি পুকুর চুরি করলে বর্তমানে সাগর -মহাসাগর চুরি করছে।

আর সরকাররে বাঁশ দেয়ার যোগ্যতা বা ক্ষমতা আমার নাই। তবে যারা চেতনার নামে লুটপাট করে ব্লুগে এসে চেতনার গান গায়,তাদের একটি কাতুকুতু দেয়ার প্রচেষ্টা।
খাল কেটে কুমির না, অলরেডী হাঙ্গর এসে গেছে।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

আছিমভ বলেছেন: বাংলাদেশ একটি পুজিবাদী অর্থনীতির দেশ বাংলাদেশ। এই অর্থনীতিতে লুটপাট হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। বরং না হলেই পুজিবাদ তার ইজ্জত হারায়। আর তাই যে বা যারা শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংক বীমা, জ্বালানী রাস্তাঘাট থকে লুটপাট করে পুজিবাদের ইজ্জত বাচাতে সহায়তা করেছেন, তারাই চলমান আধুনিক বিশ্বের মানুষ। তাদেরকে তিরস্কৃত না করে বরং পুরস্কৃত করা হোক। আর যেহেতু বর্তমান সরকার সেই কাজ খুব মুন্সীয়ানার সহীত করছে তাই তাকে সমর্থন ভিন্ন অন্য কিছু করা সম্ভব না। তারপরও যারা এই ইস্যুতে তেনা পেচায় তারা রাবিশ।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩

আমি আবুলের বাপ বলেছেন: তাই যে বা যারা শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংক বীমা, জ্বালানী রাস্তাঘাট থকে লুটপাট করে পুজিবাদের ইজ্জত বাচাতে সহায়তা করেছেন, তারাই চলমান আধুনিক বিশ্বের মানুষ। তাদেরকে তিরস্কৃত না করে বরং পুরস্কৃত করা হোক। আর যেহেতু বর্তমান সরকার সেই কাজ খুব মুন্সীয়ানার সহীত করছে তাই তাকে সমর্থন ভিন্ন অন্য কিছু করা সম্ভব না

বর্তমান সরকার সেই কাজ খুব মুন্সীয়ানার সহীত করছে না,ওপেন ডাকাতি করছে।ভয়ে কেউ কিছু বলছে না।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ কাকে দিলেন। আমাকে না অই ডাকাতদের?

যাই হোক,আপনাকেও ধন্যবাদ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

SohanX বলেছেন: আপনার সামুলীগের সদস্য হতে চাই | কোনো পদ ফাকা আছে কী ?

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

আমি আবুলের বাপ বলেছেন: পদতো খালি নাই।তবে গোপন কিছু লেনদেন হইলে,একটা পদের ব্যবস্থা করা যাবে হয়তো। :((

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

SohanX বলেছেন: সব বিরোধী পোস্টকে করলাম পরের পাতায় চালান,প্রথম পাতায় দিলাম সামুলীগের সালাম | #স্বঘোষিত প্রধান উপদেষ্টা অফ সামুলীগ |

০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা।সামু লীগে উপেদষ্টা পেয়ে গেলাম!!!

৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ অবস্থা!

৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

চলন বিল বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই
এক কথায় অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.