নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দেশের জন্য কিছু করি

আমি আবুলের বাপ

আমি আবুলের বাপ।কিন্তু আমার কোনো সন্তান নাই।

আমি আবুলের বাপ › বিস্তারিত পোস্টঃ

প্রথম পাতা থেকে পোষ্ট সরিয়ে ফেলার প্রতিবাদে ৪৮ ঘন্টার কর্মবিরতি ঘোষনা করিলাম। :( :((

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০




আমি গতকাল সামুতে একটি পোষ্ট প্রকাশ করিয়াছিলাম । যাহা সামুর সাথে আমার চুক্তি অনুযায়ী প্রথম পাতায় প্রকাশিত হইয়া ছিলো।লেখাটি অত্যন্ত সুলিখিত, সুখপাঠ্য এবং সর্ব মহলে প্রশংসনীয় হইয়া ছিলো। কিন্তু অতীব দুঃখের বিষয়, পোষ্ট প্রকাশের কিছুক্ষন পর তাহা গায়েব হইয়া যায়। যাহাতে আমার অন্তরে তীব্র মর্মবেদনা স্রষ্টি হইয়াছে এবং রাতের ঘুমেও ব্যঘাত ঘটিয়াছিলো।তাই আমি এর প্রতিবাদে ৪৮ ঘন্টার কর্মবিরতি (লেখাবিরতি) ঘোষনা করিলাম।

নিম্নে আমার পোষ্টের লিঙ্ক দেয়া হইলো।

চেতনায় মোড়ানো স্বর্নের মহাসড়ক উপহার দেয়ায় সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন!!!



সামুর কাছে আমার জিজ্ঞাসা, আমার উক্ত পোষ্ট কি সামুর নিজস্ব ৫৭ ধারা (নিজস্ব নীতিমালা) ভংগ করিয়াছে? করিলে তাহা ব্যাখ্যা সহকারে আমাকে জানাইয়া দেয়া হোক। যাহাতে আমি ভবিষ্যতে সাবধান হইতে পারি।
অথবা প্রযুক্তিগত কারনে উহা মুছিয়া গেলে,তাহাও আমাকে জানাইয়া দেয়া হোক।

উক্ত ষড়যন্ত্রের পিছনে ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল,স্বাধিনতা বিরোধী চক্র,জামাতি-বামাতি,আই এস-লীগ এস,সুশীল-কুশিল, লন্ডনী ষড়যন্ত্র সহ যারাই থাকুক না কেন,তাদের মুখোশ উম্মোচন করিয়া সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করা হোক। নচেত আমি এবং আমার মত ভুক্তভুগী লাখো ব্লগাররা পরবর্তিতে একসাথে পদত্যাগ করিতে বাধ্য হইবো। মনে রাখিবেন,আমাদের মত ব্লগার দিয়েই আপনাদের রুটি-রুজির সংস্থান হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রতিবাদ আরো তীব্র হোক, ৯৬ ঘন্টার কর্মসুচী দ্যান ডাইরেক্ট। ;)

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯

আমি আবুলের বাপ বলেছেন: আপনি কি ভাই,সামুর মঙ্গল চান না? আমার মত জনপ্রিয় ;) ব্লুগার ৯৬ ঘন্টার কর্মবিরতি কর্মসুচী দিলে সামুর কি হবে,বুঝতে পারছেন? সামু বিরান হয়ে যাবে।

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

অগ্নি সারথি বলেছেন: প্রতিবাদ কর্মসূচীতে সহমর্মীতা জানিয়ে গেলাম।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭

আমি আবুলের বাপ বলেছেন: প্রতিবাদে সহযাত্রী হওয়ার জন্য ধন্যবাদ। :)
আসুন একসাথে গাই--

এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল

:)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

ভিটামিন সি বলেছেন: কোন রাস্তায় বসবেন? আইতাছি....

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

আমি আবুলের বাপ বলেছেন: রাস্তা বন্ধ করে জনস্বার্থ বিরোধী কোনো প্রতিবাদের পক্ষে আমি নই । :) (তবে আসল কারন হলো,পুলিশের প্যাদানি আমার সহ্য হয় না। )

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১

গেম চেঞ্জার বলেছেন: স্যাটায়ার হিসেবে খারাপ কিছু ছিল না। বুঝা গেল না ব্যাপারটা।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

আমি আবুলের বাপ বলেছেন: বুঝেন নাই?আচ্ছা বুঝাইয়া কই, আমার পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিবাদ করলাম,আবার চামে দিয়া এই পোষ্টে আগের পোষ্টটার লিঙ্ক দিলাম।যাতে ওই পোষ্ট আপনাদের নজরে পড়ে। :)

৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
=p~

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২

আমি আবুলের বাপ বলেছেন: =p~ =p~

৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: এই সবুজ সামু কিছুদিনের জন্য হয়ে উঠুক বিরান মরুভুমি। মাঝে মাঝে চেঞ্জ দেকতে পারা ভালো ব্যাপার। ;)

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আমি আবুলের বাপ বলেছেন: ও বুঝেছি। আপনিও তাহলে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছেন।আপনি চান সামু বিরান ভুমি হোক,আর আপনি একাই ব্লগিং করবেন। :) সেটা হতে দেয়া যাবে না।সকল ষড়যন্ত্র তিব্র আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দেয়া হবে। ;)

৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩

SohanX বলেছেন: সামুমডুদের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই,আপনার প্রতি সমবেদনা জানাই | ঈদের পর তীব্র আন্দোলন হবে...কোন ঈদ তা জানিয়ে দেয়া হবে |

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

আমি আবুলের বাপ বলেছেন: ঈদে গোশত খাইয়া খালি ঘুম আসে।এর লাইগাতো আন্দোলন হয় না :((

৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার "তোমরা যারা ভারতকে আদর্শ মানো" পোস্টটা গেল কৈ? নাকি সেটা আর কারো লেখা ছিলো?

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

আমি আবুলের বাপ বলেছেন: "তোমরা যারা ভারতকে আদর্শ মানো" পোস্টটা ডাইরেক্ট ডিলিট মারছে।এতে নাকি আমি অশ্লীলতা প্রচার করছি!!!! কি আর করবো,যা তাদের মতের বিরুদ্ধে,সব একটা না একটা উছিলায় ডিলিট মারে। এসব মেনেই এখানে ব্লগিং করতে হয়।
আপনাকে অনেক ধন্যবাদ,আমার পোষ্ট পড়ার জন্য।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
@লেখক-
আপনার অবস্থা বুঝতে পারছি। আমার নির্দোষ মন্তব্যও জায়গা মত পৌছে গিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.